Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন অসাধারন একটি ফুটবল গেম “Dream League Soccer 2019” এর মড ভার্সন apk+obb (আনলিমিটেড মানি,ফ্রি শপিং) সাথে গেমপ্লে আর রিভিউ তো থাকছেই  

football games

হাই বন্ধুরা!

আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমি এসেছি Dream League Soccer গেমটির মড ভার্সন নিয়ে।

Dream League Soccer গেমটির নাম জানে না এমন লোক খুজে পাওয়া মুশকিল।2016 সালে যখন গেমটি রিলিজ পায় তখন কারও কল্পনায় ছিল না যে এতো সুন্দর থ্রিডি গেম মাত্র 200এমবিতে বানানো সম্ভব। কিন্তু First touch games তা করে দেখিয়েছে। গত 12 ডিসেম্বর গেমটির নতুন আপডেট এসেছে 2019 নামে। এখন অবশ্য গেমটির সাইজ 380 এমবি কিন্তু 1জিবি র‍্যামে খেলার মত অসাধারণগেম এটি।

এই গেম এর মজার বিষয় হল গেমটিতে আপনাকে একটা টিম দেয়া হবে যেখানে আপনাকে বিভিন্ন টিমের সাথে লিগে খেলে টাকা ইনকাম করে প্লেয়ার কিনতে পারবেন।এভাবে নিজের স্টেডিয়াম কিনে তা সুন্দর করে সাজাতেও পারবেন।কিন্তু ব্যাস্ত জীবনে এতো সময় কই? তাইতো মড ভার্সন যেখানে আনলিমিটেড কয়েন আছে যাতে আপনি প্রয়োজনীয় সব কিছু মুহুর্তেরমধ্যে কিনতে পারেন।

★গেম এর কিছু ছবিঃ

গেম এর নতুন আপডেটে গ্রাফিক্স কিছুটা চেঞ্জ হয়েছে, ব্লার ক্যামেরা এর মধ্যে অন্যতম।এছাড়াও নতুন সব ট্রান্সফার আর টিম এর ম্যানেজমেন্ট তো আপডেটেড থাকছেই। তাই দেরি না করে দেখে নেই কি কি করা লাগবে।

কার্যপদ্ধতিঃ

১. প্রথমে নিচের লিংক থেকে প্রয়োজনীয় ফাইল দুটি ডাউনলোডকরে নিনঃ

★মড apk লিংক

★obb লিংক

২.এরপরে apk সরাসরি ইন্সটল করুন।

৩.এরপরে জিপ ফাইলটি ZArchiver ব্যবহার করে ওপেন করুন।

৪.এবার এখান থেকে ছবির দেখানো ফোল্ডারটি (com.firsttouchgames.dls3) কপি করুন।

৫.এবার কপি করা ফোল্ডারটি আপনার ফোন এর ইন্টারনাল স্টোরেজ এর Android/obb ফোল্ডারে পেস্ট করুন।ভালোভাবে পড়ে করুন নাহলে ভুল হলে গেম রান হবে না।

৬.আবার আপনার গেম রেডি, নেট অন রাখলেও সমস্যা নেই ,অনলাইনেও খেলতে পারবেন মড দিয়ে।

 

কিছু বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও দেখুনঃ

এটি আমার ইউটিউব চ্যানেল Android Trick Zone সাবস্ক্রাইব করুন সকল নতুন গেম এর ভিডিও পেতে আর আমাকেও সাহায্য করুন।

 

আমাদের ফেসবুক কমিউনিটিতে যোগ দিনঃ

★ফেসবুক পেজ লাইক দিন

★ফেসবুক গ্রুপ জয়েন করুন।

Exit mobile version