Site icon Trickbd.com

পাবজি মোবাইল ০.১০ নতুন আপডেটে যা যা থাকছে সম্পুর্ণ বিবরন, সাথে স্ক্রিনশট আর ভিডিও থাকছেই

হাই বন্ধুরা!

 

আশা করি ভালো আছেন।

 

গত 18 ডিসেম্বর পাব্জি মোবাইলে নতুন গ্লোবাল ভার্সন ০.১০ এর আপডেট এসেছে। আপডেট সাইজ ছিল ১.৫৫ জিবি। তো এই আপডেটে নতুন কি কি থাকছে? চলুন দেখে নেয়া যাকঃ

 

১।নতুন ম্যাপ “VIKENDI” যা কিনা ৬ কি.মি.×৬ কি.মি. এর ম্যাপ।

২।নতুন ওয়েদার- “স্নো” এড করা হয়েছে।

৩।”vikendi” ম্যাপ এর এক্সক্লুসিভ বাহন “snowmobile” যাতে সর্বোচ্চ ২ জন চড়া যায়।

৪।”স্নো-বল” ফাইট এড করা হয়েছেঃ

৫।ক্লাসিক মোডে ম্যাচ খেলে বেল কালেক্ট করতে পারবেন যা দিয়ে আপনি অনেক গিফট ও বোনাস পাবেন।

৬।দুই প্রকার গিলি স্যুট আছে এই “Vikendi” ম্যাপ এ- ডেজার্ট গিলি বা ব্রাউন আর স্নো বা হোয়াইট গিলি যা আপনাকে পরিবেশে মিশে যেতে সাহায্য করবেঃ

৭।আরবি ভাষা সাপোর্ট এড করা হয়েছে! কবে যে বাংলা আসবে!?

৮। ক্রস সার্ভার ম্যাচিং এড করা হয়েছে , এতে আপনি সব সার্ভার মিলে সমান র‍্যাংক এর প্লেয়ার এর সাথে ম্যাচ করতে পারবেন। অনেক সময় প্লেয়ার সংকট হয়, তাই এই সল্যুশ।

৯। লবিতে স্নো থিম এড করা হয়েছেঃ

১০।যেসব প্লেয়াররা মরে গেলেই বারবার ম্যাচ থেকে বের হয়ে যায় তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যান করা হবে।

১১। কোন প্লেয়ার এর খেলা দেখে সন্দেহ হলে সন্দেহজনক রিপোর্ট করা যাবে।

১২।  ক্রু চ্যালেঞ্জ এর উইনারদের একটা লিস্ট দেখা যাবে ইরেংগেল এর স্পন আইল্যান্ডে।

১৩।সব রিওয়ার্ড একবারে কালেক্ট করা যাবে।

১৪।ওয়েপন ফিনিশিংএড করা হয়েছে যা কেনা যাবে। এছাড়াও কিল এনাউন্স,কিল এনিমেশন, ড্যামেজ এনিমেশন, কিল লুট বক্স এগুলোর স্নো থিম এসেছে যা কেনা যাবেঃ

১৫।লাকি ট্রেজার এড করা হয়েছে যেখান থেকে আপনি m416 এর একটি স্কিন পেতে পারেন ডেইলি মিশন কম্পলিট করলেঃ

১৬।সিজন-৪ এর স্পেন্ডিং রিওয়ার্ড এড করা হয়েছেঃ

১৭।ব্যাকপ্যাকে কোন আইটেম কোথা থেকে নেয়া হয়েছে তা অটোমেটিক দেখাবে।

১৮।এছাড়াও ম্যাচমেকিং এর সময় এখন আগের মত সেকেন্ড ভাষা সিলেক্ট করা লাগবে না।

১৯। নতুন ভয়েস কমান্ড আর ভয়েস এড করা হয়েছে।

২০।এখন ভয়েস চ্যাট বা মেসেজ ,এগুলো ফোন মেমোরিতে কম স্পেস খাবে।

এছাড়াও আরো অনেক কিছু এসেছে তবে এগুলোই মেইন পরিবর্তন। প্রয়োজন হলে এই ভিডিও দেখে নিনঃ

এটি আমার ইউটিউব চ্যানেল Android Trick Zone সাবস্ক্রাইব করুন সকল নতুন গেম এর বাংলা ভিডিও পেতে। আর আমাকেও সাহায্য করুন কারন আমি রেগুলার বাংলা কন্টেন্ট তৈরি করে চলবো।

 

 

 

আমাদের ফেসবুক কমিউনিটিতে যোগ দিনঃ

 

★ফেসবুক পেজ লাইক দিন

 

★ফেসবুক গ্রুপ জয়েন করুন।

 

আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পোস্টে খুব শীঘ্রই।