প্রথমে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
আশা করি সবাই নতুন বছরের আনন্দ উপভোগ করছেন।
২০১৮ সাল টাও দেখতে দেখতে চলে গেল হাসি-কান্না,আনন্দ-বেদনা নিয়ে।
শুধুমাত্র ১ টা দিনের জন্য পুরা ৩৬৫ (১ বছর) এর পার্থক্য।
২০১৮ সাল যে,গতকাল চলে গেল বুঝতেই পারলাম না।
আচ্ছা যাই হোক,সবাই নতুন বছরের আনন্দ উপভোগ করুন।
ভাল থাকুন,সুস্থ থাকুন,সর্বদা হাসি খুশি থাকুন।
আর সকলের পক্ষ থেকেও ট্রিক বিডিকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
এবার টপিক এ চলে আসি।
২০১৯ সালে এটাই আমার প্রথম পোস্ট হবে।
তাই ভাবলাম, একটু ভাল কিছুই উপহার দিই।
উপরের টাইটেল দেখে ত বুঝেই গেছেন যে আজ আমি কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি।
হ্যা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটা ফাইটিং গেম hero fighter x.
এই গেমটি অনেকেই ল্যাপটপ অথবা কম্পিউটারে খেলেছেন।
ল্যাপটপ এবং কম্পিউটারে গেমটি little fighter 2 নামে পরিচিত।
যারা কম্পিউটার ব্যবহার করে তারা অবশ্যই জানে।
তবে hero fighter x গেমটি যে আসলে little fighter 2 তা জানতাম না।
৪/৫ দিন আগে ডাউনলোড করেছিলাম।
আর গেমটি খেলে গতকাল রিভিউও দিতে চাইছিলাম।কিন্তু দিতে পারিনি।
কারণ নির্বাচন এর পর বাংলাদেশের উন্নতির প্রথম ধাপ ৩ জি চালু করার ব্যবস্থা চলছিল।২০১৯ সালে বাংলাদেশে আবার ৩ জি সার্ভিস চালু হইল।আর ইতিহাসও স্বাক্ষী থাকবে যে,বাংলাদের জনগণ ২০১৮ সালের শেষ দিনে ২ জি ব্যবহার করছে।
আচ্ছা,যাই হোক গেমটি সম্পর্কে আর কি বলব?
তবে গেমটির গ্রাফিক্স এতটাও ভাল লাগেনি।বলতে গেলে চলার মত।মানে নাই মামার চেয়ে কানা মামা ভাল,আমার কাছে এমন লেগেছে।
আর সাউন্ডও মোটামুটি ভালই।
আচ্ছা,গেমটি প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন।
গেম সাইজ :-৪৫ এমবি
ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
ডাউনলোড
গেমটি আপনারা সম্পুর্ণ অফলাইনে খেলতে পারবেন।
গেমটি যখন ইন্সটল করে ভিতরে প্রবেশ করবেন,তখন কোনো লোডিং হবে না।স্ক্রিনে টাচ করলেই গেম শুরু করতে পারবেন। তবে ২/১ টা লেভেল আপনি এবং আপনার শত্রুকে একা একা লড়াই করতে হবে।
তার পরের লেভেল গুলা থেকে পুরা টিম নিয়ে শত্রুদের attack করতে পারবেন। অনেক মজার একটা গেম।খেললেই বুঝতে পারবেন।
তবে মোবাইলের ভার্সন বেশি হলেও স্ক্রিন ছোট হলে গেম খেলতে সমস্যা হতে পারে।
গেমের কিছু স্ক্রিনশট দেখে নিন।
পোস্টটি কেমন হল অবশ্যই জানাবেন।
আর আমি ফেইসবুকে ছোট একটা গ্রুপ খুলেছি। হেল্প গ্রুপ। যেখানে সবাই সবাইকে যেকোনো বিষয়ে সাহায্য করবে।
যদি গ্রুপে জয়েন করেন,তাহলে হয়ত অনেকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।
আশা করছি গ্রুপে এড হবেন।
গ্রুপের লিংক :- please join our group
ধন্যবাদ……..