?হ্যাল্লো বন্ধুরা!?
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আপনাদের জম্য নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত গেম নির্মাতা Activision এর মোবাইলের জন্য নির্মিত গেম Call Of Duty Strike Team. গেমটি অনেক পুরনো হলেও অনেকেই এখনো গেমটি খেলতে পারেননি। আর গেমটি প্লেস্টোরে আগে ছিল।কিন্তু সম্প্রতি তা প্লেস্টোর এ পাবেন না কারন ডেভেলপাররা এটি সরিয়ে নিয়েছে। আর এই গেম শুধু মাত্র এন্ড্রয়েড কিটক্যাট(4.4) পর্যন্ত চলতো পরে তা এন্ড্রয়েড ললিপপ(5.0) পর্যিন্ত আপডেট করা হয়েছিল।এর পরের ডিভাইসগুলোয় আর চলেনি।তবে আমরা আজকে দেখব যে কিভাবে যেকোন ডিভাইসে এটি খেলা যায়।
#⃣স্টোরিলাইনঃ
গেমটি সম্পুর্ণ অফ্লাইন গেম তাই এতে শুধু ক্যাম্পেইন মুড রয়েছে। Strike Team হলো US এর একটি বিশেষ টিম যারা বিভিন্ন গোপনীয় মিশন করে থাকে। call of duty black ops থেকে ধারনা নিয়েই এটি তৈরি করা।আপনাকে অনেক ওয়েপন আর টেকনোলজি দেয়া হবে যার সাহায্যে অনেক গুরুত্বপূর্ণ ইন্টেল(তথ্য) চুরি করতে হবে। এসাসিনেশন(হত্যাকান্ড) চালাতে হবে, এছাড়াও অনেক কিছু। গেম এর প্লট অনেকটা ডার্ক বা অন্ধকারে, এই কারনেই স্টেলথ মোডে খেলা লাগে।গেমটির HD গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই।
#⃣ফিচারসঃ
1⃣ফার্স্ট পারসন ও থার্ড পারসন এর সমন্বিত গেমপ্লে,
2⃣ফুল অফ্লাইন ক্যাম্পেইন,
3⃣বিভিন্ন জায়গায় মিশন,
4⃣মিশন খেলে কয়েন দিয়ে ওয়েপন আপগ্রেড করা,
5⃣অনেক ওয়েপন ও ড্রোনের(UAV) ব্যবহার,
6⃣HD গ্রাফিক্সের সাথে অসাধারন সমন্বয়,
আরো অনেক কিছু………..…!
#⃣স্ক্রিনশটঃ
তো চলুন দেখে নেই কি কি লাগবে গেমটি খেলতে,
#⃣রিকোয়ারমেন্টসঃ
1⃣যেকোন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম (8.1) পর্যন্ত টেস্টেড,
2⃣মিনিমাম 1ghz প্রসেসর,
3⃣যেকোন GPU(mali 400এ ও চলবে),
4⃣মিনিমাম 1জিবি র্যাম,
5⃣1.2জিবি ইন্টারনাল/ফোন মেমোরি স্পেস,
6⃣ইন্টারনেটঃ লাগবে না।
এবার দেখে নেই গেমটি ইন্সটল করতে ও খেলতে কি কি করা লাগবে,
#⃣ইনস্টলেশন গাইডঃ
1⃣প্রথমে নিচের লিংক থেকে Call Of Duty Strike Team গেম এর দুটি পার্ট ডাউনলোড করে নিনঃ
⛔ফাইল দুটি ডাউনলোড করে অবশ্যই একই ফোল্ডারে রাখবেন আর নাম চেঞ্জ করবেন না⛔
2⃣এবার প্লেস্টোর থেকে ”Z-Archiver” অ্যাপটি ইন্সটল করুন। আগেই ইন্সটল করা থাকলে তো ভালোই।
3⃣”Z-Archiver” ওপেন করে যে ফোল্ডারে ফাইল দুটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে যান ও প্রথম ফাইলটি ওপেন করে “extract here” সিলেক্ট করুন নিচের ছবির মতঃ
4⃣এবার পাসওয়ার্ড চাইবে,
?পাসওয়ার্ড:ATZAndroidTrickZoneCODST?
⛔এক্সাক্ট পাসওয়ার্ড দিবেন নাহলে ফাইল এক্সট্রাক্ট হবে না আর ইরোর শো করবে⛔
5⃣এক্সট্রাক্ট হয়ে গেলে দুটি ফোল্ডার পাবেন “COD ST apk” ও “COD ST obb” নামে। apk ফাইলটি ইন্সটল করুন।
6⃣এবার obb ফোল্ডার থেকে “com.activision.callofduty.striketeam” ফোল্ডারটি কাট করে আপনার ফোন বা ইন্টারনাল স্টোরেজ এর “Android/obb” ডিরেক্টরিতে পেয়াট করুন।
7⃣এবার আপনার এন্ড্রয়েড ভার্সন যদি 5.0 এর উপরে হয় তাহলে গেমটি রান করবে না।বের হয়ে যাবে। তাই এটার সমাধান করবো আমরা।
8⃣প্লেস্টোর হলো যেকোন গেম বা অ্যাপকে আপনার ফোনের ইনফরমেশন প্রভাইড করে।তাই প্লেস্টোর এর অ্যাপ ইনফো থেকে এটিকে ডিজেবল করে দিন। অনেক ফোনে নাও করা যেতে পারে।তারা Link2SD অ্যাপটি ইন্সটল করে গুগল প্লে স্টোরকে ফ্রিজ করে দিন। তাহলেই আপনি যে কোন ফোনে এই গেম খেলতে পারবেন। বিশ্বাস না হলে আমার ভিডিও দেখুন।
9⃣এবার আপনার গেম রেডি।খেলতে থাকুন।
#⃣কোথাও বুঝতে সমস্যা হলে এবং গেমপ্লে প্রুফ চাইলে এই ভিডিও দেখুনঃ
এটি আমার ইউটিউব চ্যানেল Android Trick Zone সাবস্ক্রাইব করুন সকল নতুন গেম এর বাংলা ভিডিও পেতে। আর আমাকে ১০০০ সাবস্ক্রাইবার পেতে সাহায্য করুন।আপনারাই পারবেন আমি জানি!
আমাদের ফেসবুক কমিউনিটিতে যোগ দিনঃ
★ফেসবুক পেজ লাইক দিন
★ফেসবুক গ্রুপ জয়েন করুন।
আজ তাহলে এই পর্যন্তই! দেখা হবে খুব দ্রুত নতুন কোন গেম নিয়ে, ততক্ষণ পর্যন্ত বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।