Site icon Trickbd.com

[Android] গেইম প্রেমীরা ডাউনলোড করে নিন ৮০ টাকা মূল্যের অসাধারন একটি Puzzle গেইম ফ্রিতে। বিস্তারিত পোস্টে। কেউ মিস করবেন না।

Unnamed


আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি
বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমি আপনাদের অসাধারন একটি অ্যান্ড্রয়েড গেইমের সাথে পরিচয় করিয়ে দিবো।
বিস্তারিত পোস্টঃ

আমি আজকে যে গেইমের রিভিউ নিয়ে এসেছি সেটা জনপ্রিয় একটা গেইম। গেইমটির নাম হলো Journey of Haha. গেইটি একটি Puzzle ক্যাটেগরির গেইম। গেইমটির রয়েছে অনেক সব লেভেল। তো বেশি কথা না বলে চলুন গেইমটির সকল ইরফরমেশন জেনে নেওয়া যাক।
Game Info:
Name:Journey of Haha
Size:35.15 MB
Version: 1.06.1
Req: Android 4.1+
Developer: Tau Ceti Software
Category: Puzzle
Rate: 4.7
Playstore Price: BDT 80
First update: 26th November 2017
Last update: 17th September 2018
Download: 1M+
Support:taucetisoftware@gmail.com
Download Link: Click Hare to Download

প্রথমেই উপরের লিংক থেকে গেইটি ডাউনলোড করে নিন। এবার দেখুন এই গেইমে বাংলাদেশে মূল্য কত?

আপনারা উপরের লিংক থেকে ফ্রিতে গেইমটি ডাউনলোড করতে পারবেন।
এবার গেইমটির রেটিং দেখুন।

আপনারা উপরের লিংক থেকে গেইমটি ডাউনলোড করে ম্যানুয়ালি ইনস্টল করে ফেলুন। এবং Journey Of Haha গেইমটি উপভোগ করতে থাকুন।
এবার গেইমটির কিছু স্কিনশট দেখে নিনঃ
প্রথমেই গেইমটি ম্যানুয়ালি ইনস্টল করে ওপেন করুন।






এই গেইমটিতে আপনি অনেকগুলো floor বা step পারেন। যে গুলো আপনাকে একে একে কম্পিলিট করতে হবে।

গেইমটির সেটিং আপনি আপনার নিজের মতো সাজিয়ে নিতে পারবেন।

এবার আসি আসল কথায়। কিভাবে আপনি গেইমটি খেলবেন বা গেইমটির নিয়ম কি?

উপরের চিত্রে এটা হলো গেইমটির প্রথম লেভেল। আর আপনারা হয়ত জানেন প্রথম লেভেল একটু সহজই হয়। এই গেইমটিতে অনেক গুলো চাবি থাকবে যেগুলো আপনাকে একে একে সংগ্রহ করতে হবে। সব চাবি সংগ্রহ হয়ে গেলে দেখবেন একটা সিন্দুক খুলে যাবে ওই সিন্দুকের ভিতর একটা চাবি পাবেন যেটা দিয়ে আপনাকে বড় গেইটটি খুলতে হবে। বড় গেইটটি খুললেই উক্ত লেভেলটি কম্পিলিট হয়ে যাবে। কিন্তু এখানে আপনাকে চাবি সংগ্রহ করতে বাধা দিবে অনেক গুলো ইলিমেন্ট। এই ইলিমেন্টের ভিতর যেগুলো আছে এবং এই গুলো আপনাকে বাধা দিবে তা নিচের স্কিনশটের মাধ্যমে দেখানো হলো।

এই ইলিমেন্ট গুলো এক এক লেভেল শেষ হলে এক এক করে আসে।


আবার আপনাকে সাহায্য করার জন্য অনেক জিনিস রয়েছে যেগুলো আপনি help অপশনে পাবেন।

দেখুন আমি দ্বিতীয় লেভেল এর স্কিনশট নিচে দিয়েছি। সেখানে চোখের মতো একটা ইলিমেন্ট এসেছে যে আপনাকে সব সময় লক্ষ্য করবে। এবং এটা লেভেল এক এ ছিল না।

এইভাবে সব একে একে আসবে।
দেখুন এই লেভেলটা আমি শেষ করেছি।

আর সব কিছু মিলিঢে গেইমটি আমার কাছে দারুণ লেগেছে। তাই গেইমটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা উপরের লিংক থেকে গেইমটি ডাউনলোড করে খেলতে থাকুন। ১০০% বলতে পারি গেইমটি আপনাদের ভালো লাগবে।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
★যদি কোনো সমস্যা বা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন নিম্নউক্ত মাধ্যমেঃ

★Email: akashahmed5556@gmail.com
.
★Facebook
আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে