হ্যাল্লো বন্ধুরা!?
আমি জানি আপনারা ভালো নেই।ট্রিকবিডির অন্যতম অথর এবং অনেকের অনুপ্রেরণার উৎস নিয়ন ভাই ও c:/> ভাই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন।? এজন্য শোক মেতেছে ট্রিকবিডিতে। তবে যাই বলুন না কেন, তারা কিন্তু নিজ ইচ্ছাতে এবং কোন অন্য পারিপার্শ্বিক কারনে চলে যাচ্ছেন।?এতে আমার আপনার কোন হাত নেই। তাই মন খারাপ করবেন না।তারা সবসময় আমাদের হৃদয়ের মাঝে থাকবেন!??
এবার পোস্ট এর কথা আসি।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চমৎকার ওপেন ওয়ার্ল্ড গেম GTA Vice City Stories এর লাইট ভার্সন।যা মাত্র 140 এম্বি সাইজে ডাউনলোড করতে পারবেন।তাই সবাই এই গেম খেলতে পারবেন আশা করি।
এবার চলুন দেখে নেই এই গেমের স্টোরি,
#⃣স্টোরিলাইনঃ
ভিক হচ্ছে একজন দরিদ্র লোক।তার ভাইয়ের এজমা রোগ আছে যার কারনে টাকা যোগাড় করতে সে U.S.Army তে যোগ দেয় একজন কর্পোরাল হিসেবে।কিন্তু তার কমান্ডিং সার্জেন্ট একজন দুর্নীতিবাজ ড্রাগ ডিলার।সে ভিক-কে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়।এর মাধ্যমে তার পরিচয় হয় ফিল এর সাথে।এভাবে অনেক ঘটনা ঘটতে থাকে আর কাহিনি এগোতে থাকে। এই গেমে আপনাকে সম্পুর্ন ওপেন ওয়ার্ল্ড এর অনুভুতি দেয়া হয়েছে। যদিও কিছু জায়গা আনলক করতে আপনাকে মিশন খেলতে হবে।এই গেমটি মুলত GTA Vice City এর প্রিকুয়েল। তাই ভাইস সিটির অনেক ক্যারেক্টারকেই দেখতে পারবেন এখানে।আর এই গেমের পরেই GTA Liberty City Stories সফল হয়েছিল!তো এই ছিল গেমের প্লট।
এবার দেখে নেই আপনার ফোনে কি কি লাগবে এই গেমটি চালাতে,
#⃣রিকোয়্যারমেন্টঃ
android: 2.3+
cpu: minimum 1ghz
gpu: minimum mali400
ram: minimum 512mb(laggy)
suggested 1gb
free space: minimum 450mb
internet: no
emulator: ppsspp emulator needed
এবার চলুন দেখে নেই গেমটির কিছু স্ক্রিনশট,
#⃣স্ক্রিনশটঃ
এবার তাহলে দেখে নেই কি কি করতে হবে গেমটি খেলতে হলে,
#⃣কার্যপদ্ধতিঃ
1⃣প্রথমে নিচের এড,সার্ভে,ক্যাপচা ও হয়রানি মুক্ত গুগল ড্রাইভ লিংক থেকে ফাইল দুটি ডাউনলোডকরে নিনঃ
✨GTA Vice City Stories (Rom+Cheat+Best settings)
2⃣এরপরে Z-Archiver অ্যাপটি ওপেন করুন, ইন্সটল না করা থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।
3⃣এবার ডাউনলোড করা রম+চিট+সেটিং এর যিপ ফাইলটি Z-Archiver দিয়ে ওপেন করে Extract here এ টাচ করুন।পাসওয়ার্ড চাইবে।
?পাসওয়ার্ডঃATZGTAVCSLite?
পাসওয়ার্ড সঠিকভাবে দিবেন নাহলে কাজ করবে না।
4⃣এবার আনযিপ করা হয়ে গেলে একটি .ISO ফাইল ও PSP নামের একটি ফোল্ডার পাবেন।PSP ফোল্ডারে সকল চিট ও সেটিংস দেয়া আছে।
5⃣.ISO ফাইলটি আপনার ফোনের বা মেমোরিতে যে কোন জায়গায় রাখুন। আর PSP ফোল্ডারটি আপনার ইন্টারনাল স্টোরেজ/ফোন মেমোরিতে কপি করে পেস্ট করুন।
6⃣এবার PPSSPP Gold ইমুলেটর ওপেন করুন।আপনার গেমটি(.ISO ফাইলটি) যেখানে রেখেছেন ইমুলেটর এর ফাইল এক্সপ্লোরার দিয়ে সেখানে যান ও ফাইলটি সিলেক্ট করুন।
7⃣চিট ব্যবহার করতে চাইলে আপনার ফোনের ব্যাকবাটনে প্রেস করুন।তাহলে গেম পজ হয়ে যাবে।এখানে ডানপাশে উপরে Cheats নামক অপশন পাবেন।যেই যেই চিট চান সেগুলো সিলেক্ট করে দিলেই হবে। চিট দিয়ে গেম খেলতে সমস্যা হলে গেম কনফিগ ক্লিয়ার করে দেন।চিট এর নিচেই এই অপশন পাবেন।
8⃣এভাবেই খেলতে থাকুন দারুন এই গেমটি।
বুঝতে সমস্যা হলে এই ভিডিও দেখুন, সবকিছু বাংলায় করে দেখানো আছে,
আর কোন সমস্যা হলে বা আপনার মতামত জানাতে কমেন্ট করুন।
এটি আমার ইউটিউব চ্যানেল Android Trick Zone সাবস্ক্রাইব করুন সকল নতুন গেম এর বাংলা ভিডিও পেতে। আর আমাকে ১০০০ সাবস্ক্রাইবার পেতে সাহায্য করুন।আপনারাই পারবেন আমি জানি!
আমাদের ফেসবুক কমিউনিটিতে যোগ দিনঃ
✨Gtফেসবুক পেজ লাইক দিন
✨ফেসবুক গ্রুপ জয়েন করুন।
তাহলে আজ আমি যাচ্ছি।দেখা হবে খুব দ্রুত নতুন কোন পোস্ট নিয়ে। ততক্ষন পর্যন্ত বিদায়। ভালো থাকবেন সবাই।?