Site icon Trickbd.com

গেম প্রেমীদের জন্য অসাধারণ কয়েকটি Paid Android গেইমের রিভিউ নিয়ে আসলাম। সাথে ডাইরেক্ট ফ্রি ডাউনলোড লিংক। বিস্তারিত পোস্টে।

Unnamed


আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি
বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমি আপনাদের জন্য তিনটা পেইড গেইমের রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বলে চলুন সরাসরি পোস্টটা শুরু করা যাক।
বিস্তারিত পোস্টঃ
আমি আজকে ক্রমান্বয়ে তিনটা পেইড গেইমের ফ্রি ডাউনলোড লিংক নিয়ে এসেছি সাথে রিভিউ সহ। আপনারা গেইম ইনফোর ভিতরে ফ্রি ডাউনলোড লিংক পাবেন সেখান থেকেই ডাউনলোড করে নিবেন।
রিভিউ এর প্রথমেই রয়েছে Lost Journey গেইমটি। খুবই জনপ্রিয় একটা গেইম।
Lost Journey game Info:
Name: Lost Journey.
Size: 26 MB
Playstore price: 80 BDT
Developer: DreamSky
Req: Android 3.0+
Download Link: এখানে ক্লিক করুন।
→দেখুন বাংলাদেশে গেইমটির প্রাইস।

→এবার গেইমটি উপরের লিংক থেকে ডাউনলোড করার পর।

→এবার গেইটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ও স্কিনশুট দেখে নিন।
Lost Journey গেইটি অনেক মজার একটি গেইম। এই গেইটিতে রয়েছে অনেক সব লেভেল। আপনি খেলে মজা পাবেন।

আপনি এই গেইটিতে দুই রকম থীম পাবেন একটা রঙিন থীম।


আর একটা সাদা কালো থীম।

আপনার যেইটা ইচ্ছা আপনি সেটা দিতে গেইমটি খেলতে পারবেন। এটা একটা অ্যাডভেনসিয়াস গেইম। এই গেইটির প্লেস্টোর রেটিং ৪.৬ তাই বলা যেতে পারে গেইটি একটি জনপ্রিয় গেইম। আপনারা উপর থেকে ডাউনলোড করে খেলতে থাকুন।

আমার রিভিউ এর দ্বিতীয় পর্যায়ে আছে Bike Mayhem গেইটা সম্পর্কে।
Bike Mayhem game Info:
Name: Bike mayhem extreme mountain racing
Size: 36 Mb
Playstore price: 80 BDT
Developer: Best free game Inc.
Req: Android 4.1+
Download link: এখানে ক্লিক করুন।
→দেখুন বাংলাদেশে গেইমটির প্রাইস।

→এবার গেইমটি উপরের লিংক থেকে ডাউনলোড করার পর।

→এবার গেইটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ও স্কিনশুট দেখে নিন।
Bike Mayhem গেইমটি হলো একটা রেসিং গেইম। এই গেইমটি প্লে স্টোরে ডাউনলোড হয়েছে প্রায় 1M এর বেশি। উপরের গেইমটির মতো এই গেমেও অনেক লেভেল রয়েছে।

কঠিন সব পর্বতে আপনাকে রেস করে টিকে থাকতে হবে।

Over 100 trails to master.

এটা একটা রেসিং গেইম যেটা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন।
Crazy Downhil action.

সকল বিষয় দেখার পর বলা যেতে পারে এই গেইটাও আগের গেইমের মতোই মজার। তাই দেরী না করে উপরের লিংক থেকে গেইমটি ডাউনলোড করে খেলতে থাকুন। আর আমি বলতে পারি এই গেইটি আপনাদের ভালো থাকবেই। আর একটা কথা এই গেইটি খেলতে আপনার অ্যান্ড্রুয়েড ফোনের র্যাম সর্ব নিম্ন ১ জিবি থাকতে হবে। আর যাদের র্যাম ৫১২ এমবি তারা ডাউনলোড কইরেন না।

আমার রিভিউ এর তৃতীয় অর্থাৎ শেষ পর্যায়ে আছে GO নামক গেইমটি।
GO game Info:
Name: GO
size= 27 mb
Playstore price: 350 BDT
Developer: Al factory Limited
Req: Android 4.0+
Download Link: এখানে ক্লিক করুন।
→দেখুন বাংলাদেশে গেইমটির প্রাইস।

→এবার গেইমটি উপরের লিংক থেকে ডাউনলোড করার পর।

→এবার গেইটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ও স্কিনশুট দেখে নিন।
GO গেইমটা হলো একটি Puzzle গেইম। এই গেইমটি খেলতে হলে আপনার সাধারণ কিছু বুদ্ধি লাগতে এবং গেইমটা কিভাবে খেলতে হয় তা জানতে হবে।
প্রথমে গেইমটা ওপেন করুন আর দেখুন নিচের চিত্রের মতো single player / 2 player লেখা আছে।

আপনি নিচে একা একা খেললে single প্লেয়ার আর বন্ধুদের সাথে খেললে 2 player অপশনে যান।

তারপর উপরের চিত্রের মতো এইরকম আসবে আপনি আপনার ইচ্ছা মতো সব কিছু ঠিক করে নিবেন।

এবার দেখুন খেলা শুরু হয়ে গেছে এবার আপনি একা বা বন্ধুর সাথে খেলতে পারবেন। এই গেইমটা মাথা খাটিয়ে খেলতে হয়। আপনি উপরের লিংক থেকে ফ্রি ডাউনলোড করে খেলতে থাকুন।
__________________________________________
উপরে আমি যেই তিনটা পেইড গেইম নিয়ে আলোচনা করেছি সেই গেইম গুলো আসলেই মজার গেইম। আমি নিজে এই গেইমগুলো খেলে তারপরই রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আপনারা ডাউনলোড করে খেলতে থাকুন।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
★যদি কোনো সমস্যা বা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন নিম্নউক্ত মাধ্যমেঃ

★Email: akashahmed5556@gmail.com
.
★Facebook
আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে