Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন Classic Boy Emulator সাথে King Of Fighter রিভিউ ও ডাউনলোড লিংক আপডেট

Unnamed

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি  Classic Boy Emulator নিয়ে। যারা লিজেন্ড গেমার ছিল কোন এক সময় তাদের জন্য।

আপনারা অনেকেই আছেন যারা গেমস খেলতে ভালোবাসেন আর এজন্য Play Store এ অগনিত গেমস আপনাদের মনোরঞ্জণের জন্য Developer রা বানিয়ে পাবলিশ করে থাকে। তবে আমি কোন Play Store এর গেমস শেয়ার করতে আসিনি। আমি এসেছি ব্যতিক্রমধর্মী কিছু নিয়ে।

উদাহরণ হিসাবে ধরতে পারেন ছোট বেলায় গেমসের দোকানে গিয়ে কয়েন দিয়ে খেলা King OF Fighter অথবা Cadillacs And Dinosaur এর মোস্তফা Character এর কথা। কত মজাই না ছিল সে সময় টা আজো অনেক মিস করি সেই সময় সাথে গেমসগুলোকে।

 যদিও Android এর জন্য এর চেয়েও উন্নত হাই গ্রাফিক্সের সাথে ভার্চুয়াল রিয়েলিটি যোগ করে Mind blowing গেমস বানানো হয়েছে। তারপর ও যারা সেই পুরানো দিনের গেমস গুলো খেলতে চান আমার সাথে তাও আবার একই ফাইল দিয়ে পিসি এবং Android এ একই সাথে তারা চলুন আমার সাথে। 

আপনারা অনেকেই PSP গেমস খেলেছেন Android মোবাইল দিয়ে Emulator ব্যবহার করে। তেমনি আজকে আমরা কম্পিউটারের Neo Geo এর গেমস গুলো খেলবো মোবাইল দিয়ে আর অন্য দিকে কম্পিউটারে খেলার ট্রিক যারা জানেন না তারা জেনে যাবেন।

জেনে  নেওয়া যাক Classic Boy Emulator সম্পর্কেঃঃ

 এই একটি Emulator ব্যবহার করে আপনি N64, PlayStation 1, GBA, CBC, CB, Sega, Neo Geo ফরম্যাট এর গেমসগুলো আপনার শখের Android মোবাইল থেকেও খেলতে পারবেন Ram কম থাকলেও সমস্যা নেই যেমন ধরুন ৫১২ Ram এর ডিভাইস।

তাহলে প্রথমে নিচের লিংক থেকে Classic Boy Download করে নিন।

ডাউনলোড লিংক (19.8 MB)

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন।

এবার হয়তো ভাবছেন আগেই Emulator ডাউনলোড করে ফেলেছেন গেমস পাবেন কই আর গেমস পছন্দ হবে কিনা?

পছন্দ হবে কি না তা ঠিক বলতে পারবোনা তবে সে আলোচনায় আসছি।

নিচের লিংকে যান এবং আপনার পছন্দের গেমসটি ডাউনলোড করুন এবং ফিরে এসে পরবর্তী ধাপ দেখুন।

Android অথবা পিসি থেকে খেলুন King OF Fighters 94,95,96,97,98,99,200,2001,2002 একই ফাইল দিয়ে। 

যদি উপরের লিংক থেকে গেমস ডাউনলোড করে থাকেন তবে নিচের লিংক থেকে BIOS ফাইলটি ডাউনলোড করে নিন এটা অবশ্যই লাগবে সাইজ 2MB.

Neo Geo BIOS ডাউনলোড লিংক  

এবার মোটামুটি আমরা গেমসগুলো খেলার জন্য তৈরী হতে সর্বশেষ যে কাজটি করতে হবে তা নিম্নে দেওয়া হলো।

 প্রথমে ডাউনলোড করা গেমস গুলোর zip ফাইল Copy/Cut করে নিয়ে যেতে হবে।

আপনার মেমোরী কার্ডে চলে যান দেখবেন Classicboy নামে একটি ফোল্ডার রয়েছে প্রবেশ করুন।

উপরের মত NeoGeo ফোল্ডারে ঢুকুন।

BIOS ফোল্ডারে আপনার ডাউনলোড করা Zip ফাইলটি Paste করে দিন।

Roms ফোল্ডার টিতে আপনার ডাউনলোড করা গেমস গুলোর Zip ফাইল Paste করে দিন।

উপরের কাজ গুলো হয়ে গেলে আপনার Classic Boy চালু করুন মানে Emulator টি।

চালু হলে উপরের মত আসবে Neo-Geo তে ক্লিক করুন।

এবার উপরের মত আসলে Select  Game বাটনে ক্লিক করুন।

এবার আপনার গেমস গুলো দেখাবে যে গেমস টি খেলতে চান তার উপর ক্লিক করুন।

ব্যস চালু হয়ে গেল আপনার গেমস এবার উপভোগ করা পালা করতে থাকুন।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স