Site icon Trickbd.com

ফ্রিতে নিয়ে নিন 420 টাকা মূল্যের চমৎকার Infinite Flight গেইমসটি [MOD+Unlocked ]।মাত্র ৩১ MB এর এই গেইমসটিই হতে পারে আপনার অবসরের সঙ্গী।

Unnamed

আসসালামু ওয়ালাইকুম।


কেমন আছেন বন্ধুরা?
আশা করি সকলেই ভালো আছেন।


আমাদের অনেকেরই গেইমস খেলতে খুব ভালো লাগে।
অনেকের তো আবার কিছু গেইমস নেশা হয়ে গিয়েছে যা না খেলতে পারলে কারো কারো রাতে ঘুমাতেই পারে না।
যায় হোক,টাইটেলে থেকে তো জেনেই গিয়েছেন যে আজ Infinite Flight গেইমস টি রিভিউ করতে চলেছি!

না শুধু রিভিউ নয়,সাথে ৪২০ টাকা মুল্যের এই গেইমস টি ফ্রি ডাউনলোড এর Link ও দিয়ে দিচ্ছি।


প্রথমেই চলুন গেইমস টি ডাউনলোড করে ফেলি।

Games Name : Infinite Flight (MOD+UNLOCKED)

Games Size : 31MB
Download : এখানে ক্লিক করে ফ্রিতে ডাউনলোড করে নিন।

আপনি চাইলে এখানে ক্লিক করে প্লে ষ্টোর থেকে একবার দেখে নিতে পারেন।

চলুন এখন গেইমস এর বিস্তারিত জেনে নেয় :

MOD করা থাকায় গেইমসটিতে সব কিছু পাবেন আনলক অবস্থায়।

এখানে আপনি নেজেই হবেন বিমান চালক।
আপনি চাইলে বিমান আকাশে নিতে পারেন বা চাইলে সগরে বা পাহাড়ে নিয়ে ফেলে দিতে পারেন।

এই গেইমস এর মাধ্যমে আপনি আপনার মেজাজ ভালো করতে পারবেন।
যখন কোন কারণে আপনার মেজাজ খারাপ থাকবে তখন গেইমসটি চালু করে বিমান টিকে নিয়ে রাগে পাহাড়ের সাথে লাগিয়ে ফেলে দিবেন।
এতে আপনার রাগ কমে মন ভালো হয়ে যাবে!
হু,হু,হু!

চলুন গেইমস টির কিছু SS দেখে নেয় :


সাথে থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ।