আজ আপনাদের সাথে শেয়ার করবো পিসির জনপ্রিয় গেমস Metal Slug – Super Vehicles (001)
এই গেমসটি খেলেন নি আপনাদের মাঝে এমন নেই বললেই চলে তাই গেমসটির রিভিউ বড় করছিনা সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করবো।
Metal Slug রিভিউঃ
Metal Slug একটি Action, Shooting ধাচের গেমস। যাতে আপনি পিস্তল , বন্দুক , গ্রেনেড নিয়ে শত্রু পক্ষের উপর ঝাপিয়ে পড়তে হবে Spider man এর মত করে।
মনে রাখতে হবে প্রতি একটা গুলি খাওয়ার জন্য একটি করে Life/প্রান দিতে হবে। খেলার মাঝে পাবেন আকর্ষনীয় সব হাতিয়ার ও গোলা বারুদ।
চালাতে পারবেন অদ্ভূত সব গাড়ি , ট্যাংক , উট , রোবট ইত্যাদি। ৪-৬ টি Charectar যুক্ত করা হয়েছে তবে তা নির্ভর করে আপনি কোন ভার্সন টি খেলছেন তার উপর।
চিন্তা করতেছেন এটা কোন আকর্ষন হলো নাকি চিন্তার কিছু নাই ভুত মারতেও পারবেন আবার নিজেও ভুত হতে পারবেন।
খেলতে হবে পানি পথ , অগ্নিপথ (মুভি না কিন্তু বস) , আকাশপথ , রেলপথ এককথায় গেমসটি কোন পথ আর বাদ রাখলোনা
Metal Slug সর্বপ্রথম মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালের এপ্রিল মাসের ১৯ তারিখ যা SNK Developer টিম এর তৈরী করা এবং সম্পূর্ন মিশন টাইপের গেমসটি খেলতে চান আপনার পিসি অথবা মোবাইলে তবে পোস্টের শেষ অংশ পর্যন্ত পড়ুন।
গেমসটি তৈরী করা হয়েছে ফ্যালকন স্কোয়াড , একটি বিদ্রোহী সেনাবাহিনী, এলিয়েন এবং বিভিন্ন আধিপত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য তাই মরছেন তো ফটাশ…
চলেন এবার তৈরী হয়ে নিন এক মিনিট এর আগে আমার কিছু পরামর্শ শুনে নিন
Warning message : Warning! check it.
{আকাশে গাড়ী চালাতে সাবধান কারন সামনে হয়তো বরফের পাহাড় ও তো থাকতে পারে ভয়ে ভয়ে পেরোতে হবে নয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা তো আছেই ভুতের থেকে দূরে থাকবেন নয়তো Vampire তো কামড় দেয় উনারা ফু দিয়ে দিবে “তেনারা আন্নেরে ভুতের দলে সামিল করে ফেলবে মানে আন্নেও ভুত হইয়া যাইবেন”।
উট নিয়ে বেশী দৌড়াদৌড়ি করবেন না যাতে আপনাকে ফেলে না চলে যায়। ট্যাংক লাল হয়ে গেলে ভেতর থেকে বের হয়ে যেও কিন্তু নয়তো ফেটে গিয়ে কাবাব হয়ে যেতে পারেন কারন আমরা তো আর Fantastic4 না। Jumanji এর লোকদের থেকে দূরে থাকবেন নয়তো কখন বল্লম দিয়ে ফুটো করে দেয় বলা যায়না। কারন আপনার কাছে তো আর Thor এর হাতুড়ি নেই যে ফাটিয়ে দিবেন।
বুঝে শুনে লিফটে উঠবেন নয়তো লিফট কিন্তু আপনার উপর চড়ে বসবে।}
প্রথমে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Rename করতে হবে নয়তো চলবেনা।
mslug (darkmagician.wapkiz.com).zip
উপরের নামে ফাইলটি পাবেন আপনার কাজ হবে
(darkmagician.wapkiz.com)
লেখাটি কেটে দেওয়া তাহলে আপনার File এর নাম হবে mslug.zip হয়ে যাবে।
এবার Android ব্যবহারকারীরা যেভাবে চালাবেনঃ
আপনি Tiger Arcade ফাইলটি download করুন।
এবং Neo Geo BIOS ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Neogeo.zip নামে Rename করুন।
neogeo.zip ফাইলটি ভুলেও Extract করবেন না।
প্রথমে আপনার sdcard এ”ROMs” নামে একটি folder বানান।
এবার “ROMs” folder টি ওপেন করে এর ভিতরে”arcade2″ নামে একটি folder বানান।
এবার neogeo.zip ফাইলটি সহ mslug.zip ফাইল টি sdcard এর ROMs/arcade2/ ফোল্ডারে রাখুন।
Tiger.apk install দিন।
Tiger Arcade open করুন।
এবার Tiger Arcade থেকে Metal Slug এ প্রবেশ করুন।
এবার Android থেকে খেলার মজা নেন।
এবার যারা কম্পিউটার থেকে খেলতে চান তারা নিচের পোস্টটি দেখুন
এরকম মজার আরো কিছু গেমস পেতে ঘুরে আসুন আমার সাইটে
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
http://evassmat.com/54eN