আস্সালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আশা করি আপনারা সাবাই ভালোই আছেন।
আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটি জাভা গেইমের রিভিউ নিয়ে হাজির হয়েছি। এটা আমার দেখা সব থেকে ভালো একটি জাভা গেইম। গেইমটার অনেক লেভেল পর্যন্ত আমি খেলেছি, এবং এখনো খেলছি।
গেইম টার নাম হলো Justice. এই Justice গেইমটার স্টোরি কাহিনি অনেকটা বাস্তবতার সাথে মিলে যায়। গেইমটিতে অনেক গুলো অসাধু লোকজন বিভিন্ন ভাবে রাস্তার উপর মারপিট করে। তখন আপনাকে এই মারপিট গুলো বন্ধ করতে হবে। এক পর্যায়ে তারা আপনার সাথে মারপিট করা শুরু করে দিবে তখন আপনাকে ওদের সাথে মারামারি করে জিততে হবে। আর এটাই হলো গেইমটার মূল কাহিনি। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গেইটার বেসিক ইনফরমেশনে চলে যায়।।
Game info:
- গেইমটার নাম হলো Justice যা আমি উপরে আগেই বলেছি।
- গেইমটার সাইজ মাত্র 314 KB ফলে সকল জাভা মোবাইলেই খেলা যাবে। (যদি Android এ খেলতে চান তাহলে Emulator সফটওয়্যার ব্যবহার করুন)
- আপনারা এখানে ক্লিক করে গেইমটি ডাউনলোড করে নিন।
- এটা হলো গেইমটির latest ভারশন অর্থাৎ ২.৩.২
- Justice গেইমটা হলো Action category’র গেইম।
- গেইমটি তৈরী করেছি Asia gamers ডেভোলোপার কোম্পানি।
- সকল স্কিনের জাভা মোবাইলে সাপোর্ট করবে।
- গেইমটি ১০০% সেফ কোনো পিগারিজম নেই। তাই নির্ভয়ে গেইমটি খেলতে থাকুন
- গেইমটি খেলার আগে তাদের পলিছি টা পড়ে নিবেন। (না পড়লেও সমস্যা নেই)
- আপনি গেইমটি direction বাটন না 2, 4, 6, 5, 8 ইত্যাদি দিয়ে খেলতে পারবেন।
- আপনি চাইলে ইন্টারনেট দিয়েও খেলতে পারবেন, তবে এইক্ষেত্রে আপনার Nokia বা Sony জাভা মোবাইল লাগবে।
তো এই ছিলো গেইমটার ইনফরমেশন। আপনারা উপরে দেওয়া লিংক হতে বা এইখানে ক্লিক করে গেইমটা ডাউনলোড করে নিন। অনেক কিছুই তো হলো তাহলে এইবার গেইমটার কিছু স্কিনশুট দেখে নেওয়া যাক।
তো আজ এই পর্যন্তই। যদি আপনাদের এই পোস্টটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ওয়েবসাইটি একবার ঘুড়ে আসুন।
Click hare to visit my site.
তো পোস্ট এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ।