হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।Metal Slug 5 গেমস নিয়ে আজ হাজির হয়ে গেলাম তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি তা কম্পিউটার কিংবা মোবাইল থেকে খেলবেন।
Metal Slug 5 Games Review:
আমি এর আগেও আপনাদের সামনে Metal Slug x, Metal Slug 2, Metal Slug 3 এবং Metal Slug 4 নিয়ে রিভিউ, ডাউনলোড লিংক এবং টিউটোরিয়াল শেয়ার করেছিলাম তাহলে আর বলতে হচ্ছেনা যে এই Metal Slug 5 গেমস টি এসেছে Metal Slug সিরিজের আপডেট সংস্করন হিসাবে যা প্রথম প্রকাশ করা হয় MVS Arcade Platform থেকে 2003ইং সালের 13 নভেম্বর।
Metal Slug 5 বর্তমানে যে সকল প্লাটফর্ম থেকে খেলা যাবে তা হলোঃ
Arcade Microsoft Windows, Neo Geo AES, Nintendo Switch, PlayStation 2, PlayStation 4, Xbox, Xbox One.
Metal Slug 5 এর প্রকাশনায় যারা কাজ করেছে তারা হলোঃ
SNK Playmore Ignition Entertainment (PS2) HAMSTER Corporation (PS4/Switch/Xbox One)
Metal Slug 5 গেমস টি Develop করেছেঃ
Noise Factory SNK Playmore Ignition Entertainment (PS2)
যারা আগের ভার্সন গুলো খেলে থাকবেন তারা অবশ্যই জেনে থাকবেন যে Metal Slug সিরিজের গেমস গুলো Run With Gun টাইপের হয়ে থাকে।
তবে এই Metal Slug 5 ভার্সনে আপনি আরো বেশী মজার অভিজ্ঞতা পাবেন আর আগের তুলনায় গ্রাফিক্স কোয়ালিটি টাও ভালো আছে।
তো আশা করি মিশন গুলো নিয়ে আপনাদের বলার দরকার হবেনা কারন আপনার সময় কিভাবে পার হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না।
অনেক তো হলো গেমস টির ইতিহাস জানা যা না জানালেও হয়তো হতো তবে আমার ধারনা এটাই যে জানার কোন শেষ নেই তা যাই হোক না কেন।
Metal Slug 5 Games Screenshot :
উপরে শুধু প্রথম মিশন থেকে নেওয়া স্ক্রীনশর্ট তুলে ধরা হলো By The Way আপনি যদি ডাউনলোড করতে চান এবং পিসি কিংবা মোবাইল থেকে খেলতে চান তবে নিচে বিস্তারিত দেখুন।
Metal Slug 5 Play With Android:
যদি গেমস টি আপনার ভালো লেগে থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংক (77MB)
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Rename করতে হবে নয়তো চলবেনা।
mslug5-(darkmagician.wapkiz.com).zip উপরের নামে ফাইলটি পাবেন আপনার কাজ হবে (darkmagician.wapkiz.com) লেখাটি কেটে দেওয়া তাহলে আপনার File এর নাম হবে mslug5.zip হয়ে যাবে।
আপনি Tiger Arcade ফাইলটি download করুন।
এবং Neo Geo BIOS ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Neogeo.zip নামে Rename করুন।
neogeo.zip ফাইলটি ভুলেও Extract করবেন না।
প্রথমে আপনার sdcard এ”ROMs” নামে একটি folder বানান।
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Neogeo.zip নামে Rename করুন।
neogeo.zip ফাইলটি ভুলেও Extract করবেন না।
প্রথমে আপনার sdcard এ”ROMs” নামে একটি folder বানান।
এবার “ROMs” folder টি ওপেন করে এর ভিতরে”arcade2″ নামে একটি folder বানান।
এবার neogeo.zip ফাইলটি সহ mslug.zip ফাইল টি sdcard এর ROMs/arcade2/ ফোল্ডারে রাখুন।
Tiger.apk install দিন।
Tiger Arcade open করুন।
Metal Slug 5 নির্বাচন করুন এবং মোবাইল থেকে খেলা শুরু করে দিন।
Metal Slug 5 Play With Computer:
প্রথমে এখান থেকে Emulator (1.4MB) টি ডাউনলোড করে নিন।
Extract করে ফেলুন।
এবার আমাদের ডাউনলোড করা ফাইলগুলো কপি করে নিচের দিকনির্দেশনা মত পেস্ট করুন।
Rom ফোল্ডারে প্রবেশ করুন।
এবার NeoGeo ফোল্ডারে ঢুকুন এবং আপনার ডাউনলোড করা গেমসের জিপ ফাইলগুলো পেস্ট করুন।
Winkwaks ওপেন করুন।
উপরের চিত্রটি দেখুন লাল চিহ্নিত ঘর গুলো ।
উপরের মত আপনার ডাউনলোড করা সকল গেমস দেখাবে যদি আপনি সঠিকভাবে কপি পেস্ট করা থাকেন।
ডাবল ক্লিক করে খেলা আরম্ভ করে ফেলুন।
অনেকে হয়তো ভাবছেন Control কি হবে ?
আপনি গেমস চালু হবার পর Games অপশনে গিয়ে Redefine Keys থেকে মনের মত Control সাজিয়ে নিতে পারবেন।এই হলো পিসি ইউজারদের সমাধান।
তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে তাই আমাদের সাথেই থাকুন।
সৌজন্যে ঃ Cyber Prince
আর ভাই আপনার ফেবু কিংবা মোবাইল নাম্বার থাকলে দিবেন আমি আপনার সাথে কথা বলতে চাই।