হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।Metal Slug 5 গেমস নিয়ে আজ হাজির হয়ে গেলাম তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি তা কম্পিউটার কিংবা মোবাইল থেকে খেলবেন।



Metal Slug 5 Games Review:


আমি এর আগেও আপনাদের সামনে Metal Slug x, Metal Slug 2, Metal Slug 3 এবং Metal Slug 4 নিয়ে রিভিউ, ডাউনলোড লিংক এবং টিউটোরিয়াল শেয়ার করেছিলাম তাহলে আর বলতে হচ্ছেনা যে এই Metal Slug 5 গেমস টি এসেছে Metal Slug সিরিজের আপডেট সংস্করন হিসাবে যা প্রথম প্রকাশ করা হয় MVS Arcade Platform থেকে 2003ইং সালের  13  নভেম্বর।

Metal Slug 5 বর্তমানে যে সকল প্লাটফর্ম থেকে খেলা যাবে তা হলোঃ 
Arcade Microsoft Windows, Neo Geo AES, Nintendo Switch, PlayStation 2, PlayStation 4, Xbox, Xbox One.


Metal Slug 5 এর প্রকাশনায় যারা কাজ করেছে তারা হলোঃ
SNK Playmore Ignition Entertainment (PS2) HAMSTER Corporation (PS4/Switch/Xbox One)


Metal Slug 5 গেমস টি Develop করেছেঃ
Noise Factory SNK Playmore Ignition Entertainment (PS2)

যারা আগের ভার্সন গুলো খেলে থাকবেন তারা অবশ্যই জেনে থাকবেন যে Metal Slug সিরিজের গেমস গুলো Run With Gun টাইপের হয়ে থাকে।

তবে এই Metal Slug 5 ভার্সনে আপনি আরো বেশী মজার অভিজ্ঞতা পাবেন আর আগের তুলনায় গ্রাফিক্স কোয়ালিটি টাও ভালো আছে।

তো আশা করি মিশন গুলো নিয়ে আপনাদের বলার দরকার হবেনা কারন আপনার সময় কিভাবে পার হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না।

অনেক তো হলো গেমস টির ইতিহাস জানা যা না জানালেও হয়তো হতো তবে আমার ধারনা এটাই যে জানার কোন শেষ নেই তা যাই হোক না কেন।


Metal Slug 5 Games Screenshot :











উপরে শুধু প্রথম মিশন থেকে নেওয়া স্ক্রীনশর্ট তুলে ধরা হলো By The Way আপনি যদি ডাউনলোড করতে চান এবং পিসি কিংবা মোবাইল থেকে খেলতে চান তবে নিচে বিস্তারিত দেখুন।

Metal Slug 5 Play With Android:


যদি গেমস টি আপনার ভালো লেগে থাকে তবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিংক (77MB)


ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Rename করতে হবে নয়তো চলবেনা।
mslug5-(darkmagician.wapkiz.com).zip উপরের নামে ফাইলটি পাবেন আপনার কাজ হবে (darkmagician.wapkiz.com) লেখাটি কেটে দেওয়া তাহলে আপনার File এর নাম হবে mslug5.zip হয়ে যাবে।

আপনি Tiger Arcade ফাইলটি download করুন।
এবং Neo Geo BIOS ডাউনলোড করতে

এখানে ক্লিক করুন
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Neogeo.zip নামে Rename করুন।
neogeo.zip ফাইলটি ভুলেও Extract করবেন না।



প্রথমে আপনার sdcard এ”ROMs” নামে একটি folder বানান।





এবার “ROMs” folder টি ওপেন করে এর ভিতরে”arcade2″ নামে একটি folder বানান।

এবার neogeo.zip ফাইলটি সহ mslug.zip ফাইল টি sdcard এর ROMs/arcade2/ ফোল্ডারে রাখুন।

Tiger.apk install দিন।

Tiger Arcade open করুন।

Metal Slug 5 নির্বাচন করুন এবং মোবাইল থেকে খেলা শুরু করে দিন।

Metal Slug 5 Play With Computer:


প্রথমে এখান থেকে Emulator (1.4MB) টি ডাউনলোড করে নিন।
Extract করে ফেলুন।
এবার আমাদের ডাউনলোড করা ফাইলগুলো কপি করে নিচের দিকনির্দেশনা মত পেস্ট করুন।
Rom ফোল্ডারে প্রবেশ করুন।
এবার NeoGeo ফোল্ডারে ঢুকুন এবং আপনার ডাউনলোড করা গেমসের জিপ ফাইলগুলো পেস্ট করুন।

Winkwaks ওপেন করুন।

উপরের চিত্রটি দেখুন লাল চিহ্নিত ঘর গুলো ।


উপরের মত আপনার ডাউনলোড করা সকল গেমস দেখাবে যদি আপনি সঠিকভাবে কপি পেস্ট করা থাকেন।
ডাবল ক্লিক করে খেলা আরম্ভ করে ফেলুন। 
অনেকে হয়তো ভাবছেন Control কি হবে ?
 আপনি গেমস চালু হবার পর Games অপশনে গিয়ে Redefine Keys থেকে মনের মত Control সাজিয়ে নিতে পারবেন।এই হলো পিসি ইউজারদের সমাধান।



তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে তাই আমাদের সাথেই থাকুন।

সৌজন্যে ঃ Cyber Prince

5 thoughts on "Metal Slug 5 খেলুন আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে সবথেকে সহজ নিয়মে"

  1. JonyKar2 Contributor says:
    আবার পুরান পোস্ট| শুধু পোষ্টের সংখ্যা বাড়ানোর জন্য উনি বারবার পোস্ট করেন| একসাথে কতগুলো রম এর ডাউনলোড লিংক দিয়ে দিলেই তো হয়| আর এমন তো নয় এগুলো দু একদিন আগে বের হয়েছে যার জন্য উনার পক্ষে সব ডাউনলোড লিংক দেয়া সম্ভব হয়নি| এক একটা রমের জন্য আলাদা আলাদা পোস্ট| আজাইরা কর্মকাণ্ড|
    1. ABUBOKOR Contributor says:
      একমত
    2. Cyber Prince Author Post Creator says:
      হ্যা আমার পোষ্ট আমি নতুন ভাবে উপস্থাপন করেছি আর এটা যদি মানহীন হতো তবে ট্রিকবিডি কর্তৃপক্ষ পাবলিশ করতোনা।
      আর ভাই আপনার ফেবু কিংবা মোবাইল নাম্বার থাকলে দিবেন আমি আপনার সাথে কথা বলতে চাই।
    3. JonyKar2 Contributor says:
      কয়েকদিন আগে একজন পোস্ট করেছিলো অপেরা মিনি তে কি করে অ্যাড অন অফ করতে হয়| তাছাড়া ট্রিকবিডি যদি সব পোষ্টের মান নিজেরাই চেক করত তাহলে আর ইউজারদের জন্য রিপোর্ট অপশন থাকতো না| এই রম এর ব্যাপারে যদি আরো 10 জন পোস্ট করে তাহলে 10 জন 10 রকম ভাবে পোস্ট করবেন তাদের বলাতে আর লেখার ভাষায় কিছু পরিবর্তন হবে তাই বলে সেটা নতুনত্ব নতুন হয়ে গেল না| যেমন আপনার পোস্টটিতে আমরা বুঝে গেছি রমটি কিভাবে ব্যবহার করতে হবে সে তো আর বাকি 10 জনের 10 ভাবে নতুনত্ব নতুন করে পোস্ট করার প্রয়োজন পড়বে না| কিন্তু স্বাভাবিক 10 জনের কাছে তাদের নিজের পোস্টটি নতুন নতুনত্ব ভরা মনে হবে কিন্তু তাই বলে এই রম নিয়ে কি 11 টি পোস্ট করা উচিত? উচিত নয়| তেমনি আপনারও পোস্টে আমার বুঝে গেছি কিভাবে নতুন রম নামিয়ে রম ব্যবহার করতে হবে বারবার এক একটা রমনি আপনার পোস্ট করা উচিত নয়| কেননা যদি আপনার কাছে 1000 প্লাস রম থাকে তবে তা দিয়েই তো আপনি 1000 টা পোস্ট করে ফেলবেন| আপনি রম এর ব্যাপারে যতগুলো পোস্ট করেছেন সেখানে কোথাও জিপ ফাইলে অনেকগুলো রম অথবা রম ডাউনলোড এর ভালো কোন সাইটের লিংক দেন নি, দেনি কারণ হয়তো আপনার জানা ছিল আমাকে আরো 5 টার বেশি পোস্ট করতে হবে একই বিষয়ে যা অযথাই বাহুল্য| আপনাকে বোঝানো যায় না আমি দেখেছি আপনি আপনার গুণের ভান্ডার এর কিছু অংশ তুলে দিয়ে রিপ্লাই করে দিন তাতেই হবে|
  2. Sagor21 Contributor says:
    vai tigerarcade open korlam but ase na,,,plz help me

Leave a Reply