কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন! আমিও অনেক ভাল আছি সকলের দোয়াতে। সে যাই হোক, ইন্ট্রো টা আর বড় করছি নাহ। সরাসরি মূল টপিকে যাওয়া যাক……..
আজকের টাইটেল দেখে অনুমান করে ফেলছেন হয়তো। আপনার ফোনে Built-In থাকা Google এর একটি মজাদার গেইম, আপনি হয়তো খুজেই পান নি…!! এমন কি কথা, আপনার ফোনে Google এর Bulit-in, কিন্তু আপনি খুজেই পান নি। আসলেই মজার নাহ, অনেক টাই মজার ব্যাপার টা। কারণ, ৯১% এ ব্যাপারে অগ্য, আপনি হয়তো বাকি ৯% এর দলে।
আমরা কোন কিছু ব্রাউজিং করার জন্য Chrome কে প্রধান্য দেই, মোবাইল হোক কিংবা পিসি। Offline এ Chrome Browsing করলে ডাইনোসর এর একটি গেইম তো ঠিকই খেলেছেন,
এটিও অনেকটা এরকম। চলুন তাহলে খুজে বের করি ফোনে থাকা Google এর Built-in গেইম টি।
Step-01
আপনার ফোনে থাকা Google App টি Open করুন।
অপেন হয়ে গেলে Search bar এ কিছু লিখে সার্চ করুন।
Step-02
এরপর নিচের পিকের মতো একটা Flag animation আসবে, তাতে ক্লিক করুন।
এবার আপনার কাঙ্ক্ষিত built-in গেইমটি অপেন হয়ে গেছে। Screen এ টেপ করলেই গেইমটি শুরু হবে।
গেইটা খেলার পর আপনার Score. কতো তা জানিয়ে একটা কমেন্ট করুন।
On Messenger
#Ghost_Sniper
#Ms_Ex_Coder