Site icon Trickbd.com

অসাধারণ ফুটবল গেম Dream Leauge Soccer 2019 এ নিয়ে নিন আপনার পছন্দের National Team মোড ডাটা এবং আনলিমিটেড কয়েন

Unnamed

সসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি । বেশি কথা না বাড়িয়ে আজকের টপিকে চলে আসি ?

Dream Leauge Soccer গেম টির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত । কম এম্বির মধ্যে এটি খুব ভালো একটি গেম । এই গেমটির একটি অাকর্ষনীয় দিক হলো এইখানে প্লেয়ার দের রিয়াল ফেস দেয়া আছে (এনিমেটেড) এবং আপনি আপনার পছন্দের প্লেয়ার দের নিয়ে খেলতে পারবেন ??

‌যাইহোক,, কাজের কথায় আসি । গেমটিতে মূলত আন্তর্জাতিক টিম নেই, অর্থাৎ আপনাকে ক্লাব নিয়ে খেলতে হয় । কিন্তু অনেকেরই ইচ্ছা থাকে নিজের পছন্দের আন্তর্জাতিক দল নিয়ে খেলার জন্য । কিন্তু সব প্লেয়ার পাওয়া যায়না, তাই খেলা হয়ে উঠে না । তো আজকের টিউনে আপনারা পাচ্ছেন সেই সমস্যার সমাধান যার মাধ্যমে আপনি আপনার পছন্দের দল নিয়ে খেলতে পারবেন । আর যারা খেলেন তারা হয়তো জানেন ই যে গেমটির কয়েন কিভাবে হ্যাক করতে হয়, যারা জানেন না তাদের ও চিন্তার কারণ নেই । কারণ আমার এই পদ্ধতিতে আপনি কয়েন ও হ্যাক করে ফেলতে পারবেন আর গড়ে তুলতে পারবেন আপনার পছন্দের টিম । আমি আর্জেন্টিনা ফ্যান তাই আমি অার্জেন্টিনা টিম টা নিয়ে দেখাবো, কিন্তু আপনাদের জন্য বাকি কিছু টিমের ডাটা লিংক ও দেয়া থাকবে

‌তো চলুন শুরু করা যাক আজকের টিউন ??

প্রথমত আপনাদের বলে রাখি ঃ- আপনারা যদি আপনাদের কোন সমস্যা / জানতে চাওয়ার বিষয়ে টিউন চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি লিখে যাওয়ার চেষ্টা করবো ? আর ভালো লেগে থাকলে নিচে আমার ইউটিউব লিংক দেয়া থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে আসবেন

যা যা লাগবেঃ

Dream Leauge Soccer Game ? ডাউনলোড করুন

ZArchiver app ? ডাউনলোড করুন

ARGENTINA team Data File ? Download

Others Team Dat File ? Download

Note:: দুইটি ফাইলের পাসওয়ার্ড ? BY TECH SCHOOL

ধাপসমূহঃ-

★ প্রথমে উপরে দেয় লিংক থেকে ডাটা ফাইল দুইটি এবং ZArchiver এপ ডাউনলোড করে নিন এবং ডাটা ফাইল গুলো একটি ফোল্ডারে রেখে দিন

যার নতুন শুরু করবেন তারা প্রথমে গেম টি ওপেন করে একটি ম্যাচ খেলে নিন । এতে করে আপনার ডাটা ফাইল ক্রিয়েট হবে ফোনে, আর যারা পুরাতন তাদের প্রয়োজন নেই

★★ এবার ফাইল দুইটি Unzip করতে হবে । তার জন্য প্রথমে ZArchiver এপ এ প্রবেশ করুন । যে ফাইলটি আনজিপ করবেন তাতে লং প্রেস করুন এবং অপশন থেকে EXTRACT HERE এ ক্লিক করুন

★★ আপনার কাছে পাসওয়ার্ড চাইবে

পাসওয়ার্ড ? BY TECH SCHOOL

পাসওয়ার্ড যেভাবে দেয়া ঠিক একইভাবে দিবেন নয়তো আনজিপ হবেনা

★★ এখন আপনারা এরকম একটি ফোল্ডার পাবেন ? TeaM ARGENTINA by Tech School

★★ ফোল্ডারটির ভেতর প্রবেশ করুন । আরও একটি ফোল্ডার পাবেন । তাতে ক্লিক করে ধরে রাখুন এবং কপি / কাট এ চাপুন

★★ এবার, আপনি আপনার Internal Memory এর Android ফোল্ডারে যান । Android এর Data ফোল্ডার এ গিয়ে পেস্ট করে দিন

★★ ব্যাস কাজ শেষ । আর যারা পুরাতন তাদের ক্ষেত্রে একটা অপশন আসবে পেস্ট করলে । এইখানে প্রথমে Apply to all Files চাপুন তারপর Replace চাপুন তাহলেই হবে । (এইখানে ভূল করলে কাজ হবেনা)

★★ তারপর গেম ওপেন করুন । দেখবেন Checking Cloud Sync দেখাবে । একটু লোড হতে দিন

★★ এবার গেম ওপেন করলেই দেখবেন আপনার কয়েন আনলিমিটেড হয়ে গিয়েছে এবং আপনার টিমেও আর্জেন্টিনার লোগো, জার্সি, প্লেয়ারস চলে এসেছে ??

★★ কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করে দিয়েছি । দেখে আসতে পারেন । আর অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আরো ভিডিও পাওয়ার জন্য

★★ আজ এ পর্যন্তই । দেখা হবে আগামী কোন টিউনে । আপনার চাওয়া বিষয়ে টিউন পেতে কমেন্ট বক্সে লিখে দিন আর নিচে লিংক থেকে ১০ সেকেন্ড সময় নিয়ে সাবস্ক্রাইব করে আরো ভিডিও এবং টিউন উপহার দিতে উৎসাহ দিবেন আশা করি

★★ ইউটিউব চ্যানেল ? ক্লিক করুন