মুক্তি পেয়ে গেলো “কল অব ডিউটি মোবাইলে” অনেক জল্পনাকল্পনার পড়ে আমাদের হাতে চলে আসলো এতদিনের সবার অপেক্ষারত গেইম “কল অব ডিউটি মোবাইল” প্লেস্টরে এতদিন আমরা প্রি রেজিস্টেশন করে রেখেছিলাম কিন্তু হটাৎ করে কাল নুটিফিকেশন আসলো তাই চট জলদি ডাউনলোড করে খেলা শুরু করে দিলাম। আপনারাও কেন অপেক্ষা করবেন আজই ডাউনলোড করুন।
অনেকেই Loading প্রব্লেম ফেইস করেছেন এই প্রব্লেমটি ফিক্স করার জন্য এই পোস্ট পড়ে আসুন নিয়ে নিন Call Of Duty গেম এর লোডিং স্ক্রিন প্রব্লেম এর সলিউশন
কিভাবে ডাউনলোড করবেন :
কল অব ডিউটি মোবাইল ডাউনলোড করার জন্য নিচের LINK ক্লিক করুন
CALL OF DUTY MOBILE(PLAYSTORE)
রিসেন্টলি “কল অব ডিউটি মোবাইল” নিয়ে আমাদের ইনাদ ভাই একটি পোস্ট লিখেছেন এখানে –অতি শিঘ্রই মুক্তি পাচ্ছে কল অব ডিউটি মোবাইলেও
আমার রিভিও :
এই গেইমসটি নিয়ে আমার তেমন কিছু বলার নেই শুধু বলতে পারি অসাধারন একটি গেইমস “গ্রাফিক্স এর দিক দিয়ে এটি সকল মোবাইল গেইমসকেও হার মানাবে। পাবজি – ফ্রি ফায়ার এর আল্ট্রা গ্রাফিক্স থেকেও কল অব ডিউটি মোবাইল গ্রাফিক্স রিয়েলেস্টিক।
আপনি যদি আপনার গেইমিং এক্সপিরিয়েন্সকে অন্য লেভেলে নিতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য –আপনার মোবাইল গেমিং অভিজ্ঞতা উন্নত করার ৫ টি উপায়
কন্ট্রোল এবং লবি:
কন্ট্রোল এর দিক দিয়ে বলতে গেলে এতসব সিস্টেম আমার মাথায় গজা খিছুরি পেকে গিয়েছিল যখন আমি গেইম শুরু করি। কন্ট্রোল অনেক ভালো এবং স্মুথলি কাজ করে এটি একটি মিলিটারি মিশনারি গেইমস এখানে ফ্রি ফায়ার এর মত লাফালাফি চলে না স্ট্রেইট কাট কন্ট্রোল সিস্টেম।
এই গেইমের মাঝে আমার মন কেড়েছে গেইমসটির লবি। এতসুন্দর গ্রাফিক্স এর মাঝে যখন একজন মিলিটারি ড্রেস পড়ে দারিয়ে থাকে তখন অন্যরকমভাবে অনুভূতি কাজ করে। লবির কিছু স্ক্রিনশট।
এই লবিটি হচ্ছে আপনি যখন গেইমসটি প্রথম চালু করবেন। মেইন লবিও বলতে পারেন।
এটি হচ্ছে ভিক্টোরি লবি.আপনি যখন SQUAD মুড খেলে উইন হবেন তখন এরকম লবিতে রিটার্ন করবে।
এই গেইমস্টির সবচেয়ে মজাদার ফিচারসটি হচ্ছে ৫ প্লেয়ার মাল্টিপ্লেয়ার গেইমপ্লে মানে আপনারা ৫ জন মিলে একটি স্কুয়াড হবে।
গেইমস মুড এবং প্লেইন:
গেইমটিতে বর্তমানে ৩ টি মুড আছে :
- একটি খুব তারাতাড়ি আসছে
- মাল্টিপ্লেয়ার
- ব্যাটল রয়েল
খেলা শুরু হয়েগেলে অনেক রিয়েলেস্টিক ভাবে কতগুলি প্লেইন আসে স্ক্রিনশট।
প্লেইন থেকে লেন্ড করাটা অনেক দারুন।
কল অব ডিউটি নিয়ে আর কিছু বলার নেই গেমটি সত্যিকার ভাবেই অসাধারন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমি সজিব ইসলাম এতক্ষন ছিলাম আপনাদের সাথে বাংলাপেন.কম থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি এবং পরবর্তী পোস্ট এর জন্য অবস্যই অবস্যই আমাদের সাইটে ভিসিট করতে ভুলবেন না। আমার এই পোস্ট আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার আগের পোস্ট পড়তে ভুলবেন না।
দেখে নিন কীভাবে এন্ড্রয়েড এ আরেকটি এন্ড্রয়েড সেট আপ করবেন
ওয়াইফাই নেটওয়ার্ক এর মাঝে কানেক্ট ইউজারদের ডিসকানেক্ট করুন