হ্যালো বন্ধুরা,
আজ আমি দেখাবো কিভাবে Call Of Duty Mobile গেমটি খেলবেন নিজের বাংলাদেশ সার্ভার দিয়ে। শুধু মাত্র আপনাকে ধৈর্য ধরে পোস্ট পড়ে কাজ করতে হবে।
আপনারা যদি এখন Call Of Duty Mobile গেমটি অপেন করেন তাহলে দেখবেন এখানে Getting Version Info বারবার আসা যাওয়া করে কিন্তু এখান থেকে আর কিছু হয় না।
এখন আপনাকে এই VPN অ্যাপটি ডাউনলোড করতে হবে।আমি অনেক VPN অ্যাপ ট্রাই করেছি বাট কাজে দেয়নি আপনি এই অ্যাপটি নিচের লিংক ক্লিক করে ডাউনলোড করে নিন।
অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অপেন করুন।অপেন করার পর Choose Location এ ক্লিক করে India কানেক্ট করে নিন। কানেক্ট করার সময় একটি অ্যাড দেখাবে ১৫ সেকেন্ড দেখে নিবেন এতে ২০ মিনিট পাবেন।ভয় নেই বারবার অ্যাড দেখতে হবে না ! আমি তো বলে দিয়েছি বাংলাদেশ সার্ভার দিয়ে খেলবো।
আপনাকে যদি লগইন করতে বলে তাহলে লগইন করে নিন।আর Auto Login হলে তো কোনো সমস্যাই নেই।
এখন আপনি গেম এর ভিতর যখন চলে আসলেন তখন গেমটি মিনিমাইজ করে VPN টি সরিয়ে দিয়ে গেমে প্রবেশ করুন ।গেমটি কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর Connected দেখাবে।ব্যাস এখন খেলতে থাকুন।
আপনি আগে বাংলাদেশ সার্ভার এ যে পিং এ খেলতেন সেই পিং পাবেন! আমি পিং ৭০-৯০ পাই
আমার পোস্ট এ যদি আপনার সামান্য হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের সাইট টি ভিজিট করে আসবেন।আমাদের সাইটের লিংক
TrickNow24.Com
আমাদের সাইটে ১ টি পোস্ট করেই ৫-১০ টাকা + ট্রেইনার রোল দেওয়া হয়।আপনার টাকার পরিমান সবনিম্ন ৩০ টাকা হলে পেমেন্ট নিতে পারবেন।
ধন্যবাদ