হ্যালো বন্ধুরা,
অনেক আলোচিত গেম PUBG MOBILE অবশেষে ব্যান হয়ে গেল। শেষ রক্ষে আর হলো না PUBG MOBILE গেম এর।নিউজটি BDNEWS24 নামে ওয়েবসাইট এ করা হয়েছে।আপনি এখানে ক্লিক করে নিউজটি দেখতে পাবেন।
তবে আনন্দের বিষয় এই যে তার কিছুক্ষণ পরেই Unbanned করা হয় ।এখন আপনারা ভিপিএন ছাড়াই খেলতে পারবেন।
PUBG MOBILE গেমটি 2018 সালের ১৯ মার্চ Release হয়েছিল Play Store এ।অনেক জনপ্রিয় হয়ে গিয়েছিল এই গেমটি।এর জনপ্রিয়তা এতই বেড়ে গেল যে রাস্তায় অলি গলিতে এখন শুধুই চলছে PUBG MOBILE গেমটি। বন্ধু বান্ধব এর সাথে দেখা হলেই শুরু হয়ে যায় PUBG MOBILE গেমটি নিয়ে আলোচনা।
এখন কেউ আর বের হয়না মাঠে ক্রিকেট ,ফুটবল খেলতে।মাঠ এখন সম্পূর্ণ ফাঁকাময়,নিরব।সবাই এখন ঘরের চার দেওয়ালের মধ্যে খেলছে PUBG MOBILE.
আমি বলছিনা যে PUBG MOBILE অথবা অন্যান্য গেম খেলা একদমই বাদ দিন।আমি বলছি খেয়ে খেলুন তবে সেটা পরিমান অনুযায়ী।অধিক সময় খেলে গেমটিকে নিজের নেশায় পরিনত করবেন না।
আর হ্যাঁ! অবশ্যই খেয়াল রাখবেন আপনার ছোট ভাই আবার সারাদিন মোবাইল নিয়ে পরে থাকছে নাতো।তাকে বুঝিয়ে বলবেন এই সময়টা মোবাইল গেম নয় ,এই সময়টা হাতে ক্রিকেট ব্যাট ,বল অথবা বন্ধু দের সাথে মাঠে খেলানোর দিন।এই সময়টা কি একবার চলে গেলে ফিরে পাবে সে!
অনেকে{আমরা} ঢাকায় অথবা বাইরে শহরে যেখানে কোনো মাঠ নেই ।বাইরে শুধুই খারাপ লোকদের আসা-যাওয়া, নেশাদ্রব্য নিয়ে মেতে থাকা মানুষ।তারা এই PUBG MOBILE গেমটি খেলে নেশাদ্রব্য থেকে নিজেকে বাইরে রেখেছেন।তাদের জন্য এই গেমটি ভালো।বাট মনে রাখবেন কোনো কিছুই অতিরিক্ত ভালো না। একজন রোগী সুস্থ হওয়ার জন্য অতিরিক্ত ওষুধ খেলে সে কিন্তু আরো বেশীই অসুস্থ হয়ে পরে।
মনে রাখবেন গেম খেলবেন তবে সেটা যেন অতিরিক্ত না হয়।আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার ছোট ভাইয়ের প্রতি যেন এইরকম গেমে আসক্ত না হয়।
PUBG MOBILE ব্যান হওয়ার মূল কারন এখানে ক্লিক করে দেখে নিন।PUBG MOBILE সম্পূর্ণ ভাবে ব্যান হয়ে যাবে রবিবার।শেষ ট্রাই করতে পারেন এই গেমটিকে ব্যান হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য বিস্তারিত ঐ পোস্টেই পাবেন।
গেমটি কিছুক্ষণ এর জন্য ব্লক হয়েছিল । বাংলাদেশ সরকার এখন আনব্লক করে দিয়েছে PUBG MOBILE গেমটিকে।
ধন্যবাদ