হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি
King Of Fighter XIII
চলুন তাহলে শুরু করা যাক আজকের রিভিউ আর সবশেষে ডাউনলোড লিংক তো রয়েছেই
গেমসের দোকানে ফাইটিং গেমস এর কথা মনে করলেই সামনে এসে দাঁড়ায় King OF Fighter সিরিজ যা কিনা আপনারা অনেকেই গেমসের দোকান গুলোতে কয়েন কিনে খেলেছেন আবার অনেকে মোবাইল কিংবা পিসি থেকে খেলেছেন। আর এই King Of Fighter সিরিজটি অনেকের পছন্দের তালিকায় রয়েছে তবে এর শুধু একটাই সমস্যা ছিলো যা কিনা লো কোয়ালিটির গ্রাফিক্স তাই এবার আপনাদের জন্য উচ্চ কোয়ালিটির গ্রাফিক্সের King OF Fighter XIII শেয়ার করবো।
King OF Fighter XIII Review:
King OF Fighter XIII একটি ফাইটিং ক্যাটাগরীর গেমস যা King Of Fighter সিরিজের অন্তর্ভুক্ত।
King OF Fighter XIII গেমসটি Develop এবং Publish করেছে SNK PlayMore.
King OF Fighter গেমসটি জুলাই মাসের ১৪ তারিখ ২০১০ সালে প্রথম প্রকাশ করা হয়।
King OF Fighter XIII গেমসটি বর্তমানে খেলা যাবে যে সকল প্লাটফর্ম থেকে তা হলোঃ
PlayStation 3, Android, Xbox 360, iOS.
এই গেমসটি আপনি দুভাবে খেলতে পারবেন আর তা হলোঃ
Single Player Mode অথবা MultiPlayer Mode.
এই গেমস এ পাবেন প্রথমত হাই কোয়ালিটির গ্রাফিক্স আগের তুলনায় অনেক বেশী Character আর সাথে অসাধারন সব সুপার পাওয়ার ভিউ এবং Gameplay এর অভিজ্ঞতা। গেমসটি যত খেলবেন ততো আপনার ফাইটিং দক্ষতা বাড়বে। যেহেতু এর গ্রাফিক্সটা উচ্চ মানের তাই সাইজটাও একটু উচ্চমানের হবে।আর পাশাপাশি এটা Paid করে খেলতে হয় তাই চাইলে আপনি ক্রয় করেও খেলতে পারেন আর যদি তা না পারেন তবে কিভাবে Full Version করবেন তার ট্রিক শেষের দিকে উপস্থাপন করবো।
তবে তার আগে চলুন দেখে নেই গেমসটি খেলতে পিসিতে যে Configuration দরকার হবে।
The King of Fighters XIII System Requirements (Minimum):
CPU: Intel Pentium4 2.0 GHz and up
CPU SPEED: Info
RAM: 1 GB
OS: Windows XP
VIDEO CARD: GeForce 9500 GT, or Radeon HD 2600, VRAM: 256MB and up
PIXEL SHADER: 3.0
VERTEX SHADER: 3.0
SOUND CARD: Yes
FREE DISK SPACE: 5 GB
DEDICATED VIDEO RAM: 256 MB
The King of Fighters XIII Recommended Requirements:
CPU: Intel Core i5 2300 and up
CPU SPEED: Info
RAM: 4 GB
OS: Windows 7
VIDEO CARD: GeForce GTS 250 or Radeon HD 4850, VRAM: 512MB and up
PIXEL SHADER: 4.0
VERTEX SHADER: 4.0
SOUND CARD: Yes
FREE DISK SPACE: 5 GB
DEDICATED VIDEO RAM: 512 MB
এই তো গেলো পিসির কনফিগারেশন ডাউনলোড করার আগে কিছু স্ক্রিনশর্ট দেখে নেওয়া যাক তারপর না হয় ডাউনলোড এর লিংক।
The King of Fighters XIII ScreenShort:
The King of Fighters XIII Download Link:
প্রথমেই বলেছি ডাউনলোড সাইজ একটু বেশীই হবে তবে তাড়াতাড়ি যাতে ডাউনলোড করে নিতে পারেন সেকথা মাথায় রেখে গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি।
Size 2.1GB
The King of Fighters XIII Installation Process:
আপনি Zip ফাইলটি Extract করে নিবেন তাহলে Setup ফাইল পেয়ে যাবেন তারপর ইন্সটল করে ফেলুন আর হ্যা ইন্সটল হয়ে গেলে ওপেন করবেন না ভুলেও।
আপনি Crack নামে একটি Folder পাবেন তাতে প্রবেশ করলে উপরের ছবির মত ২টি Steam_api.dll এবং Steam _api ফাইল পাবেন সেগুলো কপি করে নিন।
এবার যে Folder এ আপনি Install করেছেন গেমসটি সেখানে গিয়ে কপি করা ফাইল Paste করে দিন।
ব্যস আপনার গেমস সম্পূর্ন ভাবে প্রস্তুত খেলার জন্য।
যদি তারপরেও না বুঝে থাকেন তবে ভিডিওটি দেখে নিন।আর গেমস টি উপভোগ করুন।
তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ DarkMagician.Xyz
10 thoughts on "১৯ ডলার মূল্যের PC Games King OF Fighter XIII ডাউনলোড করে নিন সম্পূর্ন ভার্সন পুরাই ফ্রি তে"