হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য  Fifa 12 PC Games এর Medium Compressed ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম তাহলে চলুন দেরী না করে জেনে নেওয়া যাক
বিস্তারিত

ফুটবল কথাটা ভাবলেই কেমন যেন একটা উত্তেজনা চলে আসে কারন ফুটবল খেলাটাই এমন।
আর দেখা যাবে খেলোয়ারদের ফ্যান এর অভাব নেই যেমন ধরুন মেসি,নেইমার কিংবা রোনালদো কিংবা অন্য কেউ কিন্তু কেমন হবে যদি সেই খেলোয়ার কে নিয়েই যদি আপনি খেলতে পারেন তবে তো কথাই নেই তাইতো বানানো হয়ে ফিফা ছাড়াও অনেক পিসি এবং মোবাইল গেমস। তবে বর্তমান বাজারে ফিফার আপডেট সংস্করন থাকলেও আমি পুরানো থেকে নতুন সংস্করনের দিকে যাবো তবে চিন্তা করবেন না আপনাদের অনেক পছন্দের তারকা এখানে পেয়ে যাবেন তা হলে চলুন শুরু করা যাক রিভিউ।

Fifa 12 Games Review:

Fifa 12 (যা North America তে Fifa Soccer 12 নামে পরিচিত) হচ্ছে ১৯ তম গেমস Electronic Arts’ কোম্পানীর FIFA series এর যা ডেভেলপ করেছে EA Canada এবং প্রকাশ করেছে Electronic Arts’ যা কিনা EA Sports নামে দেখানো হয়ে থাকে।
Fifa 12 প্রথম প্রকাশ করা হয় ইউরোপ ৩০শে September ২০১১ সালে এবং Nort America তে প্রকাশ করা হয় ২৭ শে September ২০১১ইং সালে।
বর্তমানে এই গেমস টি যে সকল Platform থেকে খেলা যাবে PlayStation 3, Xbox 360, Wii এবং PlayStation 2; PlayStation Portable, 3DS, Xperia Play, Android, সাথে iOS; ছাড়াও Microsoft Windows সহ Mac OS X. থেকে।
আপনি FIFA 12 গেমস টি Single কিংবা MultiPlayer Mode এ খেলতে পারবেন।


Fifa 12 Games StoryLine:

এখানে স্টোরি লাইন যদি যুক্ত করতে হয় তবে বলতেই হচ্ছে খেলবেন আপনি স্টোরিও তৈরী করবেন আপনি তাহলে স্টোরি লাইন আপনি পরে এসে যুক্ত করে দিয়েন।
তবে আমি নিচে স্ক্রিনশর্ট যুক্ত করে দিচ্ছি দেখে নিন ভালো লাগলে ডাউনলোড করে নিতে পারেন।

Fifa 12 Games ScreenShort:

FIFA 12 Minimum system requirements :


OS: Win Xp 32
Processor: Intel Celeron E1200 Dual-Core 1.6GHz / AMD Athlon 64 X2 Dual Core 3600+
Graphics: AMD Radeon HD 2400 Pro or NVIDIA GeForce 6600
System Memory: 1 GB RAM
Storage: 6 GB Hard drive space
DirectX 9 Compatible Graphics Card

FIFA 12 Recommended system requirements :

OS: Win Xp 32

Processor: Intel Core 2 Duo E6600 2.4GHz / AMD Athlon 64 X2 Dual Core 5600+
Graphics: AMD Radeon HD 2900 XT 512MB or NVIDIA GeForce 8800 GS
System Memory: 2 GB RAM
Storage: 6 GB Hard drive space



FiFa 12 Download Link:

আপনাদের কথা মাথায় রেখে গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি তাই আশা করি গতি নিয়ে ঝামেলা হবেনা
Download Link – Size 2GB

FiFa 12 Install Process:


প্রথমে ডাউনলোড করা Zip ফাইল টি Extract করুন তাহলে আপনি Setup.vbe নামে একটি ফাইল পাবেন তার উপরে ডাবল ক্লিক করুন যখন Extract শেষ হবে main.rar নামে একটি ফাইল পাবেন। main.rar ফাইলটি Extract করুন তাহলে Setup.exe নামে ফাইল পাবেন তাতে ডাবল ক্লিক করুন ইন্সটল প্রসেস শুরু হয়ে যাবে তারপর আর কি ইন্সটল হয়ে গেলে মজা লুটুন।


যদি আমার করা পোষ্ট আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন।
তাহলে এই পোষ্ট থেকে বিদায় দেখা হবে অন্য কোন পোষ্টে যে কোন সময়ে ভালো থাকবেন।

সৌজন্যেঃ www.DarkMagician.Xyz

6 thoughts on "FiFa12 Games ডাউনলোড করে নিন Medium Compressed সাইজে আপনার পিসির জন্য সাথে বিস্তারিত দেখুন"

  1. এন্ড্রয়েডে খেলা যাবে ভাই?অফলাইন/অনলাইন?
  2. Samiulla Contributor says:
    Core i3 7100u with intel hd 620 a colbe…?
  3. Fahim Ahmod Contributor says:
    Core i 3
    4 gb ram
    Without graphics card colbe vai??
  4. Ashik babu Contributor says:
    Bhai link then

Leave a Reply