হ্যালো প্রিয় ভাই ব্রাদার আজকে হাজির হলাম প্লে স্টোরে আমার পাবলিশ করা একটি ছোট গেমস নিয়ে আশা করি বাজে ভাবে না দেখে সাপোর্ট করবেন কারন।

লুডু খেলতে তো আমরা কম বেশী সবাই পছন্দ করি। তবে আপনারা জেনে থাকবেন তাতে থাকে অনেক এড যা আমাদের খেলার সময় অনেক ডাটা খরচ করে থাকে আর অনেকটা বিরক্তির বিষয় তাই বানানো হয়েছে এড বিহীন এই লাইট ভার্সন গেমস টি।

লাইট ভার্সন এ জন্যই বলছি কারন গেমস টির সাইজ মাত্র 1 MB.

ভাবছেন ১ MB তে আর কি থাকবে তাদের জন্য উল্লেখ করছি এখানেও আপনি সব পাবেন যা লুডু কিং কিংবা অন্য গুলোতে পাচ্ছেন, এর মানে হলো সকল ফিচার এই এক MB তে পেয়ে যাবেন।

এটা মূলত মাল্টিপ্লেয়ার গেমস তাই যারা অফলাইনে খেলতে ইচ্ছুক তাদের অবশ্যই প্রথমবার ডাটা চালু করে লোডিং না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর লোডিং শেষ হলে ডাটা অফ করে খেলা শুরু করতে পারবেন অফলাইনে।

আশা করি আপনাদের ভালো লাগবে তবে ভালো লাগলে প্লে স্টোরে রিভিউ কিংবা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এতে অনেক আনন্দিত এবং উপকৃত হবো

তাহলে ডাউনলোড করে নিন লাইট ভার্সনের লুডু গেমসটি সাইজ মাত্র 1MB.

অবশ্যই ডাউনলোড করে সাপোর্ট করবেন আমাদের তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

আইডিয়া ক্রেডিটঃ Rayhan Hossen Rifat (Trickbd)

সৌজন্যেঃ সাইবার প্রিন্স

9 thoughts on "Ludo Lite মাত্র 1MB ডাউনলোড করে নিন আপনার Android মোবাইলের জন্য"

  1. FAIHAD Contributor says:
    Good Post
  2. Md Al-Amin Contributor says:
    আরো ক্লিয়ার কালারের দরকার ছিল, কাঁচা গুটিটা কোন জায়গাতে বসে আছে বুঝা যায়না। গুটির সাইজ আরেকটু বড় করতে হবে। বেটার হবে লুডো স্টার টা একবার দেখে নিলে। আর ডিভাইসের ফটো, মেডিয়া, লোকেশন এক্সেস টা কি জন্য?
    1. Cyber Prince Author Post Creator says:
      আগামী আপডেট এ আপনার দেওয়া আইডিয়া অনুযায়ী গেমস টাকে আরো বেটার করার চেষ্টা করবো ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।
  3. Xunayed Contributor says:
    অসাধারণ ব্র,আসা করি নতুন আপডেটে আরো ফিউচার পাব
    1. Cyber Prince Author Post Creator says:
      ইনশাআল্লাহ্‌

Leave a Reply