Playstore কিংবা App Store খুজলে হয়তো অনেক ক্যাটাগরীর গেমস পাওয়া যাবে।যেমন Adventure, Simulation, Puzzle, এবং Survival games. তবে আপনি যদি Top 10 Best Survival গেমস সম্পর্কে জানতে চান আর্টিকেল টি আপনার জন্য।
আজকে ২০২০ সালের সেরা ১০ টি Survival গেমসের তালিকা প্রকাশ করবো। আপনারা চাইলে Playstore কিংবা App Store থেকে ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক Survial Games Review.
10 Best Survival Games of 2020
1. Call of Duty: Mobile
২০২০ সালের সেরা Survial তালিকার প্রথম গেমস টি হলো Call of Duty: Mobile. যার Developer: Activision Publishing, Inc. Playstore থেকে ৭ মিলিয়ন+ ডাউনলোড করে নিয়েছে গেম লাভার রা। সম্পূর্ণ ফ্রি একটি গেমস সাথে ওপেন ওয়াল্ড। কিছু Map রয়েছে আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন। আপনি যে কোন প্রান্তের মানুষকে নিয়ে খেলতে পারবেন। গেমস টিতে রয়েছে অসাধারণ 3D Graphics এবং Sound.রয়েছে কাস্টমাইজ Loadout ফিচার আরো অনেক কিছু। সম্পূর্ণ টাইম কিলার একটি গেমস যা Exciting ও বটে।
আপনি যদি গেমস টি ডাউনলোড করতে চান নিচে লিংক।
2. Last Day on Earth: Survival
আরেকটি বেস্ট গেমস হলো Last Day on Earth: Survival. Develope করেছে Kefir! বেশী বার ডাউনলোড হওয়া Survival গেমস গুলোর একটি। জম্বি থেকে নিজেকে রক্ষা করার সময় বিভিন্ন স্থান থেকে খাদ্য আইটেম, জল এবং কাজে লাগতে পারে এমন সব আইটেম সংগ্রহ করতে হবে।জম্বি কে গুলি করে হত্যা করতে হবে এবং বাঁচার জন্য পথ তৈরি করতে হবে। মজার এবং টাইম কিলার সাথে Exciting তো অবশ্যই।
যদি ডাউনলোড করতে চান তবে নিচে লিংক।
3. DEAD TRIGGER 2 – Zombie Survival Shooter FPS
আমাদের তালিকায় থাকা ৩য় গেমস টি হলো Dead Trigger 2 – Zombie Survival Shooter FPS. এটাও Zoombie Shooter এবং Survival গেমস যা Develop করেছে MADFINGER Games.
নিজের জন্য একটি অস্ত্র নির্বাচন করতে পারবেন Zombie মারার কাজে ব্যবহারের জন্য।
আপনি কয়েকটি মিশনে খেলতে পারবেন যেমন Side quests, Story, or Global Missions.
সেরা একটি Action Survival Games উচ্চ মানের গ্রাফিক্স। Mind blowing FPS Strategy.
যদি ডাউনলোড করতে চান নিচে লিংক।
4. DEAD TRIGGER – Offline Zombie Shooter
Dead Trigger গেমসটিও রয়েছে সেরা Survival Games 2020 তালিকায়। এটা সম্পূর্ণ অফলাইন Zombie Shooter গেমস। গেমটিতে জম্বিদের হত্যা করতে হবে। বেঁচে যাওয়া লোকদের বাঁচাতে হবে। শহর জুড়ে অনুসন্ধান করতে হবে এবং নিরাপদে সবাইকে রক্ষা করতে হবে। গেমটিতে রয়েছে দুর্দান্ত গ্রাফিক্স এবং Visual Effect. এছাড়াও Gameplay টা জোস যদি খেলে থাকেন তবে অবশ্যই জানেন। Auto Heal এবং Radar ছাড়াও ১৩ টি ভিন্ন চরিত্রে আপগ্রেড করতে পারবেন। আপনার বন্ধুদেরও যুক্ত করতে পারেন।
যদি ডাউনলোড করতে চান তবে নিচে লিংক।
5. UNKILLED – Zombie FPS Shooting Game
এবার চলুন দেখে নেই ৫ম স্থানে থাকা UNKILLED – Zombie FPS Shooting Game. আপনি হয়তো নাম দেখেই ধারনা করে ফেলেছেন এটাও একটি Zombie Shooting এবং Survival গেমস।যার নির্মাতা MADFINGER Games.এটি একটি অনলাইন PVP Multiplayer গেমস। পছন্দের কারন সেরা গল্প, সহজ নিয়ন্ত্রণ, উত্তেজনাপূর্ণ গেমপ্লে এবং আরও অনেক কিছু রয়েছে এতে। এই গেমটিতে ১৫০+ এর বেশি রোমাঞ্চকর Solo Mission রয়েছে। দুর্দান্ত গ্রাফিক্স, সাউন্ড এফেক্টস রয়েছে গেমটিতে।মেশিনগান এবং শটগান সহ ৪০+ শক্তিশালী অস্ত্র ব্যবহার করা যাবে। আর গেমসটি Gamepad সাপোর্ট করে।
যদি ডাউনলোড করতে চান নিচে দেখুন।
6. Day R Survival – Apocalypse, Lone Survivor and RPG
তালিকাতে স্থান পাওয়া আরেকটি গেমস হলো Day R Survival. যার নির্মাতা tltGames.গেমসটির মাধ্যমে এমন একটি World এ প্রবেশ করানো হবে যেখানে কিনা পারমানবিক হামলা করা হয়েছে। Nuclear Radiation মাঝে আপনাকে Survive করতে হবে। আপনার চারপাশে ক্ষুধার্ত এবং রোগে আক্রান্তদের দেখতে পারবেন। নিজেকে নিরাপদ রাখতে হবে সাথে যা দরকার তার যোগাড়। দেশটি অতিক্রম করতে হবে এবং পরিবার বাঁচাতে হবে।
ডাউনলোড লিংক নিচে যুক্ত করা আছে।
7. Grim Soul: Dark Fantasy Survival
Android এবং iOS এর জন্য সেরা আরেকটি Survival গেমস Grim Soul. যার নির্মাতা হলো Kefir!.
এই গেমটিতে আপনাকে Plaguelands এ বেঁচে থাকতে হবে। যা একসময়ের নামকরা ইম্পেরিয়াল প্রদেশ ছিল।বর্তমানে তা লোকজনের আত্মায় ঘেরা এবং জায়গাটি অন্ধকারের রাজ্য বলে পরিচিত।
আপনাকে সেখানে বেঁচে থাকতে হবে। নিজেকে নিরাপদ রাখতে হবে এবং মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।আপনার জন্য একটি দুর্গ তৈরি করবেন যাতে জম্বি এবং অন্যান্য দানব থেকে নিজেকে রক্ষা করতে পারেন। Map এর নতুন স্থান আনলক করতে পারবেন।কাজের জিনিস বানাতে পারবেন। আপনার দুর্গকে উন্নত করতে পারবেন, রহস্য সমাধান করতে একটি Castle এর সাথে যোগ দিতে পারেন। তাহলে শুরু করে দিন বন্ধুদের নিয়ে কাটাকাটি, মারামারি অথবা ফাটাফাটি।
ডাউনলোড করতে নিচে দেখুন।
8. Survivors: The Quest
আমাদের তালিকায় থাকা Survivors: The Quest একটি Exciting এবং Interesting গেমস। আপনাকে Resource খুজতে হবে। Craft করতে হবে তাছাড়াও জিনিস পত্র সংগ্রহ করার মাধ্যমে নিজের Team কে সাহায্য করতে হবে। আপনাকে রহস্যময় ধাধা গুলোর উত্তর খুজতে হবে।
এছাড়াও, আপনি কৃষক হয়ে ফসলগুলি বাড়িয়ে তুলতে পারেন এবং উদ্ভট প্রাণী থেকে নিজেকে বাঁচাতে পারেন। কারুকাজ,অস্ত্র এবং মূল্যবান সরঞ্জামগুলি খুঁজতে আপনি সৈকত, পাহাড়, জঙ্গল ইত্যাদি তে ঘুড়ে বেড়াতে পারবেন।
প্রয়োজন হলে নিচে লিংক দেওয়া রইলো।
9. Rebel Inc.
Rebel Inc. অন্যতম একটি সেরা গেমস যা নির্মান করেছে Ndemic Creations. এই গেমস টি Amazing এবং Exciting দুটোই। আপনি পাচ্ছেন Save এবং Load ফিচার Games Help এবং realistic environment.আপনি খুজে পেতে পারেন ৮ টি unique governors সহ আলাদা abilities, Intelligent AI. আপনাকে Military সামরিক পাশাপাশি বেসামরিক অগ্রাধিকারের ভারসাম্য বজায় রাখতে হবে। মানুষের হৃদয় জয় করতে হবে। এটি সর্বাধিক ডাউনলোড হওয়া গেমগুলির মধ্যে একটি। সুতরাং, আপনি একবার চেষ্টা করে দেখুন।
নিচের লিংক থেকে ডাউনলোড করে নিত পারবেন।
10. Stormfall: Saga of Survival
আমাদের তালিকায় থাকা শেষের গেমস টি হলো Stormfall: Saga of Survival. যার নির্মাতা হলো Plarium Global Ltd. গেমটিতে, আপনাকে শিকারী পশু, তুষারময় পাহাড়, ভুলে যাওয়া ধ্বংসাবশেষ এবং প্রাচীন যাদুবিদ্যায় ভরা দেশে বেঁচে থাকতে হবে। আপনাকে খাদ্য সংগ্রহ করতে হবে, অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে হবে, আপনার জন্য একটি আশ্রয় তৈরি করতে হবে এবং জানোয়ার থেকে নিজেকে রক্ষা করতে হবে। এছাড়াও, আপনার বংশ তৈরি করতে পারবেন। অন্ধকারকে হারিয়ে করুন বন্য পশু কে পোষ মানাতে হবে। দলাদলি করার পাশাপাশি অভিশাপ গুলো প্রতিরোধ করতে হবে এবং সাথে আরও অনেক কিছু।
যদি নিজের ডিভাইসে নিতে চান নিচে লিংক।
তাহলে এই রইলো ২০২০ সালের Top Survival Android Games গুলোর তালিকা। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তবে দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে। তবে আপনি চাইলে আমার লেখা অন্য পোষ্ট গুলো দেখে আসতে পারেন নিচে লিংক।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স