অবসর সময়ে ঘরে বসে থাকতে থাকতে কি বিরক্ত
হয়ে গিয়েছেন? তাহলে আপনার সময় কাটাতে বানিয়ে
নিতে পারুন কাগজের তৈরি জিনিসপত্র। আপনাদের সবারই
হয়ত জানা আছে কাগজ দিয়ে কত সুন্দর খেলনা, জামা কাপড়,
জিনিসপত্র তৈরি করা যায়। কিন্তু এইসব জিনিস্পত্র তৈরি করা
গেলেও কীভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ জানা থাকে
না। এইসব কাগজের তৈরি জিনিসপত্র কে অরিগামি বলা
হয়ে থাকে। যে এপ্লিকেশন আমি শেয়ার করছি তা থেকে দেখে
দেখে আপনি এরোপ্লেইন বানাতে পারবেন। এতে ২২ টির মতো
প্লেনের ডিজাইন আছে, যা দেখে দেখে আশা করি সকলেই
সুন্দর প্লেইন তৈরি করতে পারবেন। অন্যান্য অরিগামি এপ এর
মধ্য রয়েছে ফার্নিচার,জামাকাপড় ইত্যাদি। বাসায় বসে বসে এইসব ট্রাই করে দেখতে পারেন। ভালোই সময় কাটবে সকলের।
DETAILS
- Rating: 4.5
- Size: 8MB
- Download:100K
DOWNLOAD
SCREENSHOTS
SUPPORT ME
হ্যাকিং আর্নিং ইত্যাদির জন্য জয়েন করুন আমার চ্যানেলে।
SUPPORT ME ON TELEGRAM