Site icon Trickbd.com

GTA Long Night Zombie City PC Games Review

GTA Long Night Zombie City আপনি যদি Grand Theft Auto Vice City এর Fan হয়ে থাকেন তবে দেখে নিতে পারেন এই Zombie Mode.

GTA Long Night Zombie City টা হচ্ছে মূলত Vice City কে Modify করা পিসি ভার্সন গেমস।

হুবহু কপি মনে করে থাকলে ভুল বুঝবেন। আপনাকে এখানে Zombie Mission Complete করতে হবে। আর সবথেকে প্যারার বিষয় থাকবে সারাক্ষন দৌড়ের উপর থাকা। কারন আপনাকে সারাক্ষন মারার জন্য দৌড়াতে থাকবে Zombie গুলো দাড়িয়েছেন তো মরেছেন। মোট কথা হয় মারেন নয়তো ভাগেন।

আর এভাবে দৌড়ের উপর থেকেই আপনাকে মিশন গুলো সম্পূর্ণ করতে হবে। আর বাদ বাকী কি থাকতে পারে এই গেমসে তা আপনারা আরো ভালো জানেন।

তারপরেও বলবো Low Requirement PC যদি হয়ে থাকে রেখে দিতে পারেন কালেকশনে।

Horror, Shooting, Adventure, Action সব মিলিয়ে আপনার অন্যান্য Zombie গেমস গুলোর মতই লাগবে।

GTA Vice City Review:

যেহেতু Vice City থেকেই GTA Long Night Zombie City এসেছে তাই মূল গেমসের সাথে এর তথ্যের ব্যতিক্রম হতে পারে।

১৫ই অক্টোবর ২০০৮ সালে GTA Long Night Zombie City গেমস টি প্রকাশ করা হয়েছিলো।

GTA Long Night Zombie City Games এর Developer হলো Rockstar এবং প্রকাশনায় ছিলো Hellfish. আপনি শুধুমাত্র Windows Platform থেকে খেলতে পারবেন।

এটা সম্পূর্ণ অফলাইন গেমস। আর অবশ্যই GTA Long Night Zombie City একটি Open World Games.

আর নতুন যা পাবেনঃ-

নতুন স্টোরি লাইন
২০+ নতুন মিশন

আধ ডজন ক্যারেক্টার
নতুন রেডিও স্টেশন
নতুন পার্টিকেল ইফেক্ট
অসংখ্য অস্ত্র শস্ত্র (ভারি ভারি সকল অস্ত্র তো আছেই সাথে তা চালানোর জন্য Ability)
নতুন গেম প্লে ফিচারে থাকছে (Zombies, plotlines, weather)
একবারে ভিন্ন রকম মিশন এবং তার সমাপ্তি।
Zombie উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে
আর সাথে পাবেন ২৫ ধরনের Zombie.

GTA Long Night Zombie City System Requirements

Minimum System Requirements
Operating System Windows XP/Vista/7/ 8/10
Processor 800 MHz Processor
RAM / Video Memory 128 MB / 32 MB
Hard Drive 950 MB
Video Card DirectX 9.0c with Compatible Card

GTA Long Night Zombie City Screenshot

GTA Long Night Zombie City Download

যদিও অনেক আগের গেমস তারপরেও যদি ভালো লেগে থাকে তবে ডাউনলোড করে নিতে পারবেন নিচের লিংক থেকে।

Download

Size:- 530 MB

Pass:- DarkMagician.Xyz

#সবশেষে

বাংলাদেশী ভাই যারা Mode করেছিলো Vice City কে তাদের কাজগুলোও দারুন ছিলো।

যেমন ঢাকা ভাইস সিটি, বরিশাল, সিরাজগঞ্জ ইত্যাদি।

আপনারা যারা আমার আর্টিকেল নিয়মিত পড়েন তারা হয়তো বুঝে গিয়েছেন খুব শ্রীঘ্রই GTA IV কিংবা V পেতে যাচ্ছেন। 

আর্টিকেলের শেষ প্রান্তে চলে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন।

আবার দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।

লেখকঃ ইসমাঈল হোসেন ( সৌরভ )

ওয়েবসাইট । ফেসবুক । ইউটিউউব

Exit mobile version