আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
গত পর্বে আমরা Play Store থাকা আরও ৫টি প্রিমিয়াম গেম নিয়ে কথা বলেছিলাম।
তার ধারাবাহিকতায় আমরা আজ আরো পাঁচটি প্রিমিয়াম গেম নিয়ে কথা বলবো।
আশা করছি পোস্টের শেষ পর্যন্ত থাকবেন।
তো চলুন শুরু করা যাক:-
5.Bridge Constructor
Size:-53 MB
Ratings:-4.2
BDT 80 tk
একটি মজাদার এবং চ্যালেঞ্জিং ব্রিজ বিল্ডার Puzzle গেম।
গেমটিতে আপনাকে বিভিন্ন মেটেরিয়াল দিয়ে একটি ব্রিজ তৈরি করতে হবে,
তারপর ব্রিজটি পরীক্ষা করার জন্য তার ওপর দিয়ে গাড়ি বা ট্রাক চালাতে হবে।
নরমালি টাইম পাস এর জন্য এটি খুবই ভালো গেম।
Apk:-Bridge Constructor
4.stickman Ghost 2
Size:117 MB
Ratings:-4.4
BDT 80 tk
Stickman ghost 2 সেরা অফলাইন RPG গেম। আর এই গেমটি ফাইটিং আর অ্যাকশনের সেরা কম্বিনেশন।
stickman এর এই সিরিজে রয়েছে দুর্দান্ত গ্রাফিক্স আর চ্যালেঞ্জিং মিশন।
যদি আপনি stickman অন্য সিরিজ খেলে থাকেন তবে অবশ্যই এই গেমটি একবার খেলে দেখবেন।
Apk:-Stickman 2
3.Slaughter 3:The Rebels
Size:-585 MB
Ratings:-4.4
BDT 100tk
Slaughter 3 হচ্ছে একটি third person shooting গেম।
একটি এলাকা যেখানে সবচেয়ে ভয়ংকর সব ক্রিমিনাল দিয়ে ভরা।আর আপনি সেখানে একা।
এখন আপনাকে সেখানে survive করতে হবে।
আর সেখান থেকে বেঁচে বের হতে হবে।
Apk:-Slaughter 3
Obb:-Slaughter 3
2.The Gardens Between
Size:-437 MB
Ratings:-4.4
BDT 450 tk
Arina আর Frendt দুজন খুব ভালো বন্ধু।একদিন বজ্রপাতের ফলে তারা এক অন্য দুনিয়ায় চলে যায়।যেখানকার সবকিছুই তাদের ছোটবেলার জিনিস।
এরপর আর কি সেই অ্যাডভেঞ্চার আর পাজেল যা আপনাকে সলভ করতে হবে।
গেমটির আর কিছু ভালো লাগুক আর না লাগুক এর চমৎকার গ্রাফিক্স আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার অবশ্যই ভালো লাগবে।
Apk:-The gardens between
1.Forgotten Memories
Size:-1 GB
Ratings:-4.4
BDT 350 tk
এর আগেও আমি অনেক পাজেল গেম এর কথা বলেছি কিন্তু এটা একটু ভিন্ন।
এটা হচ্ছে third person Psychological Survival Horror game.
এই গেমটিতে অাপনাকে Rose নামের এক মেয়ের রোলে খেলতে হবে যে কিনা, এক হারিয়ে যাওয়া বাচ্চাকে খুজতে গিয়ে একটা ভুতুড়ে বাড়িতে পৌচ্ছে যায়।
এরপর কি হবে? সে কি বাচ্চাটিকে খুজে পাবে,নাকি ভুতুড়ে বাড়ির রহস্য বের করতে পারবে।ল?
এটা জানার জন্যতো গেমটি আপনাকে গেমটি একবার খেলতেই হবে।
Apk:-Forgotten Memories
OBB:-Forgotten Memories
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নিয়মিত নামাজ আদায় করবেন|
আল্লাহ হাফেজ