Site icon Trickbd.com

জাভা একশান গেইম দরকার? দেখে নিন চরম মজার একটা জাভা ফাইটিং গেম art of war, না দেখলে মিস

Unnamed


স্বাগতম, সবাইকে আমার আজকের এই নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা । কারন trickbd এর সাথে থাকলে সবাই খুবই ভালো থাকে ।
আজকে আমি এই পোষ্টে আপনাদের রোমাঞ্চকর একটা running গেইম এর সাথে পরিচয় করিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।




game name:art of war 2- global confedaration
game type: fighting and adventurous
vendor: unknown

এককথায় বললে অসাধারন এই গেইমটি যদি আপনি না খেলেন তাহলে আপনার জীবন থেকে আপনি একটা অসাধারন মজার গেমকে মিস করে যাবেন। গেমটিতে কি নেই?

আমি নিজে অনেকবার গেইমটি খেলেছি এবং এনজয় করেছি। তাই এবার আপনাদের বলছি গেমটি খেলে দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অসাধারন কঠিন এই গেমটি না খেললে আসলেই চরম মিস। গেমটিতে যা যা আছে————





সৈন্য তৈরি করা এবং এটাক করা।

১.অনেক দুরত্ব পার হওয়া।

২.আপনার টিমকে গড়ে তোলা এবং বিপক্ষের আক্রমন রোধ করা।

৩.আপনি গেইমটি অর্ধেক খেলে সেইভ করে রাখতেও পারবেন।

৪.অনেকরকম সৈন্য বানাতে পারবেন।

৫.সমযের সঠিক ব্যাবহার করতে হবে।

৬.অনেকগুলা লেভেল পার করতে হবে।

৭.অনেকগুলা পথে যেতে পারবেন।

৮.গ্রাফিক্স চমতকার।

৯.আপনাকে আপনার বেসমেন্ট বানাতে হবে।

১০.আপনার পথে অনেক কঠিন বাধা থাকবে যেগুলোকে পার করতে হবে।

১১.আপনি ফাযার করার জন্য সৈন্যর সাথে ট্যাঙ্ক বানাতে পারবেন।

১২.আপনি আপনার এলাকা দেয়াল দিয়ে ঘেরাও করতে পারবেন।

১৩.কমান্ড সেন্টার থেকে টাকা বানাতে পারবেন।

১৪.টাকা দিয়ে সৈন্য বাড়াতে পারবেন।

১৫.রকেট , বাঙ্কার পাবেন।

এককথায় গেইমটি অসাধারন।

নিচে এই অসাধারন গেইমটির কিছু screenshot দেখে নিন।

তাহলে নিচের লিঙ্ক থেকে amazing এই গেইমটি ডাওনলোড করে নিন।

download the game

মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন।

কোন কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানান। আর যেকোন ( Java games,super fast browsers,3gp হিন্দি ও বাংলা movies and natok,java books,wapkiz codes) এর জন্য আমার সাইটটি ভিজিট করতে পারেন। asphnky.wapkiz.com(best site for java)

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।