Site icon Trickbd.com

Mobile Legends এ কিভাবে নতুন একাউন্ট বা স্মার্ফ আইডি খুলবেন Data Clear ছাড়া

Unnamed


Mobile Legends এ নতুন একাউন্ট খোলা খুবই বিরক্তিকর একটা বেপার হতে পারে। বিশেষ করে যখন আপনার মোবাইল এ ইতিমধ্যে একটা একাউন্ট করা আছে। কারন Mobile Legends এ একাউন্ট একবার এক মোবাইলে লগিন করলে তা আর লগ আউট করা যায় না। যার ফলে একাউন্ট লগ আউট করাতে হলে একেবারে গেমস এর Data Clear করতে হয় বা গেম Uninstall করে আবার ডাউনলোড করতে হয়। অনেকসময় ডাটা ক্লিয়ার এবং আইনস্টাইন করেও কাজের কাজ হয়না। তাই নতুন করে আর একাউন্টও করা যায় না। মাঝখান থেকে আমও গেল, ছালাও গেল ?…
মানে গেম ডাটা ক্লিয়ারও দিলেন আবার MB খরচ করে ডাটা ডাউনলোড করলেন ?। তাই বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনি ডাটা ক্লিয়ার বা গেম না কেটেই নতুন একাউন্ট করতে পারেন।

এই টিউটোরিয়াল এর সুবিধাঃ

১. ডাটা ক্লিয়ার দেয়া লাগবে না, ফলে নতুন করে রিসোর্স ডাউনলোড করার চিন্তা নেই।
২. গেম আনইন্সটল করা লাগবে না। তাই আবার গেম ডাউনলোড করার চিন্তা নেই।
৩. আইডি ব্যান হবার কোন চান্স নেই।

কিভাবে নতুন একাউন্ট করবেনঃ

বন্ধুরা এই টিউটোরিয়াল টা সম্পূর্ণ এখানে পোস্ট করে বা লিখে বুঝানো সম্ভব নয়। তাই আমি একটা ভিতিও তৈরি করেছি। কষ্ট করে নিচের ভিডিওটা দেখে নিন। ১০০% সমাধান পাবেন আশা করি।

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবসক্রাইব করবেন আর কোন সমস্যা হলে নিচে কমেন্ট করে জানান। ভালো থাকবেন। দেখা হবে নতুন কোন পোস্টে।

  • গেমিং বিষয়ে আমার ওয়েবসাইট
  • Exit mobile version