Site icon Trickbd.com

Limbo গেইম রিভিউ পুরনো দিনের স্মৃতি আবারো তাজা করে নিন

Unnamed

Game Review



DETAILS

Name:Limbo
Develooper: Playdead
Genre:Adventure, Puzzle,Single Player, Offline, Casual, Premium
Language: English
Price: 5 USD
Rating: 4.7/5
Size:150-200MB

অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে হাজার হাজার গেইম খেলার সুযোগ হয়েছে কিন্তু অনেক গেইমের নাম আজ মনে পড়ে না। যতই গেইম খেলি না কেন একটি গেইমের নাম কোনদিন ভুলার মত নয় সেটি হল Limbo. এই গেমটি খেলে নি এমন মানুষ ট্রিকবিডির মধ্যে কম পাওয়া যাবে কিন্তু তারপরেও পুরোনদিনের সৃতি তাজা করতে আবার এই গেইমের রিভিউ নিয়ে এলাম। এই গেমটি ১০০ টির বেশী এওয়ার্ড প্রাপ্ত এবং নানান পুরস্কার পেয়েছে। গেইমটির কনস্পে হল ছোট একটি বাচ্চা ছেলে ঘন অন্ধকার জংগলে একদিন ঘুম থেকে জেগে উঠে এবং তাকে সে জংগল থেকে বেরুতে হবে। কিন্তু জংগলে এট ট্রেপ, এবং ভয়ংকর প্রাণী আছে যার জন্য সেটি অনেক কঠিন হয়ে পড়ে। আপনার মাথায় কি পরিমান ব্রেন আছে সেটি এই গেইম খেললে বুঝতে পারবেন। আপনি যদি কঠিন থেকে কঠিন পাজল গেইম এক্সপার্ট হোন তখনও এই গেইম খেলতে হিমশিম খেতে হবে আপনাকে।

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: Miui 12 (eu)


SCREENSHOTS