আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছে। যেহেতু আপনি এই পোস্টটি ওপেন করেছেন তাহলে আমি ধরে নিতে পারি আপনি একজন ফ্রি ফায়ার প্লেয়ার। এই পোস্টো আমরা বাংলাদেশ সার্ভার আসার পর কি কি জিনিস ফ্রিতে পাব তা জানব।

আমি একজন ফ্রি ফায়ারে নতুন কনটেন্ট ক্রিয়েটর। আমাকে সাপোর্ট করতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার আমাকে সাপোর্ট করবেন আশা করছি।

Subscribe My Youtube Channel

আর এই পোস্টটি আপনি চাইলে ইউটিউব থেকে ভিডিও আকারে দেখতে পারেন। নিচে ভিডিওটি ইম্বেড করে দিলাম ও সরাসরি লিংকও দিয়ে দিলাম!


Watch on Youtube

কিছুদিন আগে ফ্রি ফায়ার অফিশিয়ালি ঘোষণা করেছে যে তারা বাংলাদেশকে একটি ডেডিকেটেড সার্ভার দিবে। অর্থাৎ বাংলাদেশ সার্ভার অন্য কোন সার্ভারের সাথে কানেক্ট থাকবে না। যেটি আপনার সবাই জানেন।

আর এই Annousment এর সাথে সাথে তার একটি ব্যানার ও প্রকাশ করেছে। যেটা আপনার এখন ভিডিওতে দেখতে পারবেন।

ব্যানারটিকে একটু ভালো করে লক্ষ করলে নতুন কিছু জিনিস দেখতে পারবেন।

যারা ফ্রি ফায়ার একটু দীর্ঘ সময় ধরে খেলেন তারা ভালোভাবে জানেন নতুন কোন ইভেন্ট আসার আগে একটি ব্যানার ইন-গেমে বা গেরিনার ফ্রি ফায়ারের অফিশিয়াল কোথাও আপলোড করা হয়ে থাকে। আর ওই ব্যানারে যা কিছু থাকে তা ধীরে ধীরে কোন ইভেন্টের মাধ্যমে দেওয়া শুরু হয়। কিছু জিনিস ফ্রিতে দেয় আবার কিছু জিনিস আমাদের ডায়মন্ড দিয়ে কেনা লাগে।

এই ব্যানারে প্রথম যে জিনিসটি আমি লক্ষ্য করেছি তা হলো কেলি রিকশা চালাচ্ছে।

সত্যিই এটা অনেকটা মজাদার। শেষ পর্যন্ত কেলিকে রিকশাচালক বানিয়ে দিল গারিনা।

এই রিকশার যে স্কিন টা দেখিতে পারছেন তা আমাদের গেমে আসবে। আর, আসার ৯০% সম্ভাবনা রয়েছে।

এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে, গেমে তো কোন ভিয়েকেলে রিকশা নেই। তাহলে রিকশা কিভাবে আসবে!!

আমার যেটা মনে হচ্ছে, গেমের মধ্যে যে Toto গাড়িটা আছে সেটাকে স্কিন দিয়ে রিকশা বানিয়ে দেওয়া হবে। গেমের টোটো গাড়িও তিন চাকার আবার রিকশারও তিন চাকা।

তাই রিকশার স্কিন আসতে পারে। যদি রিকশার স্কিন আসে তাহলে প্রথমে বাংলাদেশ সার্ভারে আসবে এরপর হয়ত India কিংবা Pakistan সার্ভারেও এই স্কিন যেতে পারে।

=====

এরপর আমরা যে রিওয়ার্ডটা পাব তা হলো ফ্রি ম্যাজিক কিউব। হ্যা ভাই!! ঠিক শুনশেন আমরা ফ্রিতে ম্যাজিক কিউব পেতে পারি।

বাংলাদেশ সার্ভার অফিশিয়াল এনাউজমেন্ট আসার আগে যে দুইটা ভিডিও দেওয়া হয়েচছিল তার ২ নাম্বার ভিডিওতে দেখানো হয়েছিল ম্যাজিক কিউব ঢাকার মধ্যে পড়ে। আবার, এই ব্যানারেও ম্যাজিক কিউবের ছবি আছে।

তাই বাংলাদেশ সার্ভার আসলে ফ্রিতে ম্যাজিক কিউব পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়।

ম্যাজিক কিউব আসলে আপনি এই ম্যাজিক কিউব দিয়ে কি কিনবে আর আপনার কাছে এখন কয়টা ম্যাজিক কিউব আছে তা কমেন্টে জানান। আমার কাছে শুধু ১ টা ম্যাজিক কিউব আছে। যদি বাংলাদেশ সার্ভারে আসার পর ম্যাজিক কিউব স্টোরে পরিবর্তন আসে তাহলে আমি ভালো দেখে একটা বান্ডিল নিব আর একটা রেখে দিব!! আপনি কি করবেন।

=====

আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে পোস্টটি পড়ার জন্য।

=> Imran Hossan – Best Looking Man in Bangladesh

10 thoughts on "Free Fire বাংলাদেশ সার্ভার এ ম্যাজিক কিউব ফ্রিতে দিবে?"

  1. Avatar photo GR RAIHAN Contributor says:
    vaiya help me?
    1. Avatar photo Lucifa ??? Expert Author Post Creator says:
      ??
  2. Avatar photo Rakib Author says:
    সুন্দর লেখেছেন।

    কিন্তু আপনারই ত বলেন নিজের লিংক পোস্টের নিচে দিতে হয়।

  3. Avatar photo GR RAIHAN Contributor says:
    Rakib Bro Help
  4. Avatar photo Alamgir Contributor says:
    already 4 ta magic cube ace,ekta valo dress nei?
  5. Avatar photo Error:// Contributor says:
    2ta cube ase..?
  6. Avatar photo ꜰᴀɪʀʟᴇꜱꜱ࿐ Contributor says:
    Amr kache 3 ta cube chilo kintu 3-4 din age ekta diye ekta dress nisi ekhon 2 ta ache
  7. Avatar photo XR SABBIR KHAN Contributor says:
    ভাইয়া সব নিয়ে পোস্ট চাই
    1. Avatar photo Lucifa ??? Expert Author Post Creator says:
      চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ব্রো ?
  8. Abis kkr Contributor says:
    amar kase 2 ta ase

Leave a Reply