হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।
তো,
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুন অ্যান্ড্রয়েড গেম । এটি আমার দেখা সেরা android গেম গুলোর মধ্যে একটি ।
চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
গেম টির নাম: ” Lords mobile : tower defence .”
এটি একটি famous streatigy গেম । আমি নিজেও গেমটা অনেক উপভোগ করেছি l
গেম টি সম্পর্কে কিছু তথ্য,
১/নিজের রাজ্য বানাতে পারবেন নিজের ইচ্ছামত, আপনার defence করতে হবে এই রাজ্যকে l
২/রাজ্যে নিজের ইচ্ছামত বিভিন্ন রকম সৈনিক বসাতে পারবেন ।
৩/একটি নির্দিষ্ট সময় পর পর শত্রু attack করবে এবং আপনাকে সবসময় attack সামলানোর জন্য তৈরি থাকতে হবে।
৪/ টাইম ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, কখন কি করবেন সেটা একটা ইন্টেলিজেন্স এর বিষয় l
৬/ আপনি বিভিন্ন ধরনের সৈনিক দিয়ে অ্যাটাক করতে পারবেন । যেমন : archery, shooter ইত্যাদি ।
৭/ grafix দারুণ উপভোগ করার মত l
৮/ 3d animation যুক্ত l
৯/ দারুণ এই গেমটির size মাত্র ৩১৮ mb
১০/ rating 4.4* and 6M+ downloaded?
চলুন গেম টির কিছু screenshot দেখে নেয়া যাক।
বুঝতেই পারছেন গেম টি কতটুকু interesting. l so এখনি download করে নিন l
অথবা আমার দেওয়া download link থেকে সরাসরি ডাউনলোড করুন l ” download “
তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর প্লিজ যদি এই পোস্টটি আপ্নার একটু হলেও উপকারে আসে, তাহলে প্রতিদান হিসেবে দয়া করে আমার youtube channel টা subscribe kore দিন।
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
2 thoughts on "আপনি কি গেম lover ?? তাহলে পোস্ট টি আপনার জন্যই । Lords mobile : tower defence game review."