Dan the Man review



DETAILS

Name:Dan the Man
Develooper: Half brick studios
Genre:Adventure,Arcade,indie, Action,multiplayer,Single Player, Offline, Online,Casual, Premium
Language: English
Price: 0 USD/{in-app purchases}
Rating: 4.6/5[Editor Choice]
Size:74 mb

Dan The Man:এটি হলো একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম।যেখানে ডেন কে রোবট দের সাথে ফাইট করে মোহর কালেক্ট করতে হবে। যার জত বেশি মোহর থাকবে সেই উইনার, মাল্টিপ্লেয়ার এর ক্ষেত্রে। আর স্টোরি মডে জতো বেশি কালেক্ট করবেন সেটাই আপনার স্কোর।এই গেমে চারটি মড আছে।

☝️ Campaign: সোজা বাংলায় স্টোরি মড বললেই চলে।

✌️Endless survival: আপনি কতক্ষণ টিকে থাকতে পারেন সেটাই এ মোডের মূল বিষয়।

? Adventure: বলতে গেলে স্টোরি মড কে মডিফাই করে একটা আলাদা লুক দেয়া হইসে।

?☝️ Multiplayer:নিজের বন্ধুদের অ্যাড করে বা অটো ম্যাচ করে খেলতে পারবেন।

Review:

সবার আগে বলে নি,এটি এপর্যন্ত আমার খেলা সবচেয়ে বেস্ট ইন্ডি অ্যাকশন গেম।কারণ এটির স্টোরি মড গুলা খুবি এডাক্তিভ ও তার সাথে নতুন মাত্রা যোগ করেছে অনলাইন মাল্টিপ্লেয়ার মড টি। এই মড এ চাইলে আপনি আপনার ফ্রেন্ড কে অ্যাড করে বা অটো ম্যাচ করে খেলতে পারবেন।যেটা আমার খুবি ভালো লেগেছে। বলা বাকি রাখে না, এই মড অ্যাড করার পরই এডিটর চয়েস অ্যাওয়ার্ড পায় এই গেমটি।আর গ্রাফিক্স এর কথা কি বলবো ইন্ডি গেমে যেমন দেখতে পান তেমনিই। এক একটা লেভেল পার করার পর কেরেক্তার পাওয়ার আপডেট করতে পারবেন।যদিও কন্ট্রোল গুলা আরেকটু ভালো করা যেত। আর আপনি চাইলে আপনার গুগল,fb একাউন্ট অ্যাড করে রাখতে পারবেন।

এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম ।

এখন গেমের কিসু ডেমো দেখে নিন।

Tested Device

Device: Symphony v120
Android: 7
Root: Not Rooted Rom: Stock


SCREENSHOTS



2 thoughts on "[indie]অ্যাকশন প্ল্যাটফর্ম এর গেম পছন্দ?আপনাদের জন্য নিয়ে এলাম 4.6 রেটিং প্রাপ্ত অনলাইন ও অফলাইন মড যুক্ত অ্যাকশন মাল্টিপ্লেয়ার গেম।"

    1. Adhish-ABS Author Post Creator says:
      WC

Leave a Reply