Site icon Trickbd.com

[SNAIL BATTLE] একটি মজাদার অফলাইন অ্যাকশন গেমের রিভিউ।সাথে থাকছে ক্র্যাক ভার্সন ডাউনলোড লিংক।

Unnamed

Snail battle review



DETAILS

Name:Snail battle
Develooper: CanaryDroid
Genre:Adventure,Arcade, Action,Single Player, Offline,Casual, Premium
Language: English
Price: 0 USD/{in-app purchases}
Rating: 4.4/5
Size:15 mb

Snail battle:এটি হলো অ্যাকশন গেম যেখানে একটি সামুখ হবে আপনার বাহন আর আপনি অস্ত্র কন্ট্রোল করবেন ও শত্রু(অন্যান্য সমুখ) দের গুলি করে পয়েন্ট নিতে হবে

Review:

এ গেমটিতে এনিমি ভেরায়টি আমার খুব ভালো লেগেছে।কখনো আপনাকে ছোটো সমুখ মারতে আসে,আবার কখনো বড় কোনো জনতু আবার আর্টিলারি ফায়ার তো আছেই।কম এমবি ও সিম্পল স্টিরি মিলে এটি একটি কমপ্লিট প্যাকেজ।জত লেভেল পার হয় তত কঠিন হোতে থাকে গেমটি।কম এমবির হওয়ায় আমার পুরনো ফোনেও অনেক ভালো চলেছে। আর গ্রাফিক্সের কথা কি বলব,পনেরো এমবির মধ্যে অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে। ক্র্যাক ভার্সন এ আনলিমিটেড কয়েন থাকবে।ওগুলো কেরেকটার ম্যাক্স করতে ইউজ করতে পারবেন।

এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম ।

এখন গেমের কিসু ডেমো দেখে নিন।

Tested Device

Device: Symphony v120
Android: 7

Root: Not Rooted Rom: Stock


SCREENSHOTS