Game Review
DETAILS
Name:Can Knockdown 3
Download: 10M
Genre:Puzzle, Single Player, Offline
Language: English
Price: Free
Rating: 4.2/5
অ্যান্ড্রয়েড ফোন আসার পর থেকে হাজার হাজার গেইম খেলার সুযোগ হয়েছে কিন্তু অনেক গেইমের নাম আজ মনে পড়ে না। আজকে একটি কম এমবির মধ্যে ভাল একটি Puzzle গেইমের কথা বলব। গেইম টি একদম এর নামের মতোই। আপনাকে একটি ক্যান ফেলে দিতে হবে ব্যাস এতটুকুই কাজ। কিন্তু আসলেই কি এতটুকুই? খেলে দেখুন না একবার, এর প্রতিটি লেভেল কমপ্লিট করতে মাথা গরম হয়ে যাবে আপনার। গেমটি বানানো হয়েছে কিছুটা angry birds এর কনসেপ্ট নিয়ে। কিন্তু ভাইরে ভাই এর এনিমেশন+ গ্রাফিক্স গুলো জোশ। আপনি একটু করে খেলে দেখলেই হবে। আপনি বুঝতেই পারবেন না আপনি একবারে বসে ২০-৩০ টি লেভেল খেলে ফেলেছেন। গেমটি অনেক সুন্দর এবং আসক্তির, যদি এর প্রতি আসক্ত হতে না চান তবে এটি না খেলাই আপনার জন্য উত্তম।
SCREENSHOTS
SUPPORT AND HELP ME
আপনারা অনেকেই ফেসবুক ব্যববার করেন। আমি একটি Photography Contest এর মধ্যে অংশগ্রহণ করেছি এবং তা জেতার শর্ত হিসেবে আমার পোস্টে লাইক, কমেন্ট এবং শেয়ার এর পরিমাণ সর্বোচ্ছ থাকতে হবে। ট্রিকবিডিতে অনেকদিন ধরে আছি আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি। যেহেতু ২০০ তম পোস্টে রুট রিলেটেড মজাদার কিছু আনার প্লেনিং করছি তাই আপনাদের থেকে এতটুকু আশা করতেই পারি?।
আমার ছবিতে একটি লাইক এবং কমেন্ট করবেন দয়া করে, তবে সবচেয়ে বেশি উপকার হবে যদি আপনি শেয়ার করে দেন পোস্টটি, কারণ শেয়ারের মাদ্ধমে একাধিক লাইক আসে আপনার পক্ষ থেকে। যদি সম্ভব হয় শেয়ার করবেন। যদি আপনি গ্রুপে জয়েন থাকেন তবে সেখান থেকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন অথবা আপনি যদি গ্রুপে জয়েন না হতে চান তবে আমার প্রফাইলে সেই ছবির শেয়ার করা লিংক দেয়া আছে যা নিচে দেয়া আছে ওখান থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।
আমার ছবির লিংক ফেইসবুকে
আমার ছবির লিংক আমার প্রফাইল থেকে