Site icon Trickbd.com

Troll Face Quest আমার লাইফে খেলা সবচেয়ে Funny Game রিভিউ

Unnamed

Game Review



DETAILS

Name:Troll Face Quest
Download: 10M
Genre:Puzzle, Single Player, Offline, Adventure
Language: English
Price: Free
Rating: 4.2/5
Size:66MB


DOWNLOAD LINK

Troll Face Quest

টাইম পাস করার জন্য বেস্ট একটি গেইম বলে মনে করি এটি। আমার ছোট ভাই কে খেলতে দেখে এই গেইম আমি ট্রাই করি এবং পরে এর মজাতে পরে যাই। এই গেইম টি খুব ফানি। এই ধরনের ফানি গেইম আমি আগে কখনো খেলিনি। প্রতিটি লেভেল কমপ্লিট করার পর আপনি ১০০ পার্সেন্ট হাসবেন।

GAME MODES

এখানে কোনো মোড নেই, ব্যাস কাজ হচ্ছে লেভেল কমপ্লিট করা। এখানে অনেকগুলো লেভেল আছে এবং যদি সবগুলো শেষ করতে পারেন তবে আপনি চাইবেন আরো নতুন নতুন লেভেল খেলতে। কারণ প্লে স্টোরে রিভিউ তে দেখতে পাবেন সবাই লেভেল শেষ করে নতুন লেভেলের জন্য চিল্লাচ্ছে।

CONTROLS

এখানে কন্ট্রোল এর তেমন কিছু নেই শুধু আপনি স্ক্রিনে বিভিন্ন জায়গায় ক্লিক দিবেন এবং কি করতে হবে নিজে নিজেই বুজবেন।

GAME GRAPHICS

গেইমটির গ্রাফিক্স গুলো একদম প্র লেভেলের। ২ডি হলেও খেলে অনেক মজা পাইসি। কিছুটা কার্টুন কার্টুন ভাব আছে এবং ডিজাইন গুলো আর সাউন্ড এফেক্ট খুব ফানি।

GAME UI

এর Ui থেকে শুরু করে সবকিছু ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়েছে আমার কাছে। শুধু একটাই প্রবলেম ছিল এটি আমার ডিভাইসে Landscape মোড এর মধ্যে ফুল স্ক্রিন সাপোর্ট করছিল না।

PROS & CONS

এই গেইম টি খেলে কোনো সমস্যা পাইনি। সব কিছু ঠিক আছে শুধু ফুল স্ক্রিনের সমস্যা ছাড়া। হয়ত এটি অন্যান্য ডিভাইসে ভালই কাজ করবে।

Tested Device

Device: Poco x3
Android: 10
Root: Rooted (Magisk)
Magisk: Latest Rom: DotOs


SCREENSHOTS