Hunter assassin review
DETAILS
Name:Hunter assassin
Develooper: Ruby Game Studio
Genre:Arcade,Action,Single Player, Offline,Casual, Premium
Language: English
Price: 0 USD/{in-app purchases}
Rating: 4.1/5
সবার আগে ধন্যবাদ দিতে চায় এই গেমের আইডিয়া যার মাথায় এসেছে তাকে।একেবারে সোজা সাপটা স্টোরি,মিশন ও 2d গ্রাফিক্স থাকার সত্বেও গেমটি অনেক বেশি এডাকটিভ।আমি প্রথম দিনেই ৬০ লেভেল ক্রস করে ফেলেছিলাম।লেভেল যেতে যেতে কঠিন হোতে থাকে।যা আপনাকে গেমটির সাথে বেধে রাখে।ওভারঅল আমার কাছে গেমটি অনেক ভালো লেগেছে।আশাকরি আপনাদের ও ভালো লাগবে।
এই গেমে কতটি লেভেল আছে সেটা কেও এখনো ঠিকমতো জানেনা।তবে লাস্ট আপডেট মতে ১১১১ লেভেল পর্যন্ত আছে।যদিও এরপর আরো লেভেল যুক্ত করা হয়।
একেকটা লেভেল পার করার পর কিছু ডায়মন্ড দিয়া হয়।যা দিয়ে আপনি কারেক্টআর কিনতে পারবেন।একেকটা লেভেল পর করে তেমন বেশি ডায়মন্ড পাওয়া যায়না, তাই ক্র্যাক ভার্সন লিংক দিয়েছি।সেটা ও চাইলে দেখতে পারেন। এই গেমটির কন্ট্রোল ভালো ছিলো কিনতু গ্রাফিক্স ও ইউয়াই ছিল মোটামুটি মনের।আরো ভালো হতে পারত।তবে 2d গ্রাফিক্স আর বেশি পুশ করা যাবে বলে আমার মনে হয়না। এই গেমে কারেক্টআর ভেরিয়েশন ও আমার কাছে ভালো লেগেছে।বন্দুকের সাউন্ড এফেক্ট গুলাও অনেক সুন্দর লেগেছে আমার কাছে।
গেমের প্রত্যেকটা লেভেল শেষ হওয়ার পর মাঝখানে কারেক্টআর কিনার জন্য অ্যাড আসে,যেটা মোটেও পছনধ হয়নি।খেলার রিদমটা নষ্ট করে দে।