যারা Mobile Legends খেলেন তাদের কাছে ফ্রিতে স্কি পাওয়া একটা স্বপ্নের মতো। Mobile Legends এর একদম নতুন স্কিন হলো Bruno The Falcon Skin. এই স্কিনটা এখন সকল সার্ভারে রিলিজ হয়নি, এটা এখন শুধু Middle East যেমনঃ সৌদি আরব, দুবাই, কাতার, মিশর ইত্যাদি দেশে রিলিজ হয়েছে এবং এই স্কিনটার ডিজাইন, স্কিল ইফেক্ট, সাউন্ড, ভয়েস লাইন, ডায়লগ, এক কথায় অসাধারণ।
তাই সবাই এই স্কিন টা পাওয়ার জন্য মরিয়া। কিন্তু সবাই তো আর ডায়মন্ড রিচার্জ করে স্কিন কিনতে পারে না। তো বন্ধুরা চিন্তার কিছু নেই, আমি আছি না? ?
আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Bruno The Falcon স্কিন ফ্রিতে পাবেন। তাহলে চলুন শুরু করা যাক।
How To Get Bruno The Falcon Skin For Free:
প্রথমে Bruno The Falcon Skin File টা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। এরপর আমাদের লাগবে Zarchiver. আপনি এটা Play Store থেকে ডাউনলোড করতে পারেন অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
- Bruno Falcon Skin File Download
- Zarchiver apk
এবার নিচের স্টেপ গুলো ফলো করুন।
১. প্রথমে Bruno Falcon Skin File টা Zarchiver দিয়ে এক্সট্রাক্ট করুন। (Password: F7890)
২. এক্সট্রাক্ট করার পর ২-৩টা ফোল্ডার পাবেন। এবার এই ফোল্ডার গুলো মার্ক করে Android/data/com.mobile.legends/files/dragon2017/assets/ এখানে মুভ বা কপি করুন।
৩. এবার যদি Duplicate Files দেখায় তাহলে Replace All করে ওকে করুন। নিচের ছবির মতোঃ
৪. এবার MLBB ওপেন করে Bruno এর ডিফল্ট স্কিন The Protector সিলেক্ট করুন। কাজ শেষ, এবার দেখবেন Bruno এর Falcon স্কিন চলে এসেছে। এনজয় ?
বিঃদ্রঃ এই স্কিনটা গেমে নতুন আপডেট আসলে চলে যাবে। তখন আবার এখান থেকে ফাইলটা ডাউনলোড করে উপরের স্টেপ অনুযায়ী সেট করে নিলে আবারও স্কিন চলে আসবে। তারমানে হলো প্রতি আপডেটে এটা নতুন করে করা লাগবে। তবে চিন্তার কারন নেই কারন আপডেট তো আর প্রতিদিন আসে না। মাসে হয়তো একবার-দুইবার আসে।
যদি আরে ভালোভাবে বুঝতে চান তাহলে নিচের ভিডিওটা দেখে নিন।
Video Link:- https://youtu.be/SzKZ8RCt8QU
এরকম আরো MLBB Free Skin, MLBB Free Diamond, এবং Mobile Legends বিষয়ে নতুন নতুন পোস্ট পেতে আমার সাইটে ভিজিট করুন।