হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।
তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুন অ্যান্ড্রয়েড গেম । গেম টির নাম dead target offline zombie games । গেম টি আমার কাছে দারুণ লেগেছে । তো চলুন কিছু তথ্য জেনে নিই ।১/আপনার শহর বিপদে পড়েছে । Zombie রা চারদিক থেকে ঘিরে ফেলেছে।
২/আপনি একজন shooter এবং আপনাকেই শহর কে বাঁচাতে হবে ।
৩/আপনাকে gun দিয়ে zombie কে মারতে হবে ।
৪/আপনি চাইলে আপনার বন্দুক আপডেট করতে পারেন ।
৫/zombie আপনার কাছে আসলেই আপনাকে মেরে ফেলবে ।
৬/প্রতি লেভেলে zombie বাড়তে থাকবে
৭/গেম টির সাইজ মাত্র ১৫৩ mb
৮/৪.৪ রিভিউ । এবং গ্রাফিক্স উপভোগ করার মত ।
চলুন কিছু screenshot দেখে নেয়া যাক


কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর প্লিজ যদি এই পোস্টটি আপ্নার একটু হলেও উপকারে আসে, তাহলে প্রতিদান হিসেবে দয়া করে আমার youtube channel টা subscribe kore দিন।
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।