Site icon Trickbd.com

Project Next 3.0 UI এখনই ইনষ্টল করে নিন নতুন আপডেট আসার আগেই [MLBB]

Unnamed

mlbb project next 3.0 ui

যারা Mobile Legends খেলেন তারা হয়তো জানেন যে Project Next Continues মানে Project Next 3.0 আপডেট আসছে সামনেই। তো এই নতুন আপডেটে অনেক কিছু নতুন আসবে, তার মধ্যে নতুন UI অন্যতম। নতুন এই UI টা পুরাই জুস, কি নেই এতে? এই নতুন UI এটা বিশেষ করে যারা ফোন হ্যাং, ল্যাগের জন্য খেলতে পারেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি।
কারন এটা অনেক লাইট এবং স্মুদ একটা আপডেট আসতে চলেছে। তাছাড়া আরে নতুন নতুন আইকন অপটিমাইজেশন, নতুন সাউন্ড ইফেক্ট, নতুন হিরো ডিসপ্লে এনিমেশন আরে অনেক কিছু আসবে এই আপডেটে।
তো বন্ধুরা চলুন দেখে নেয়া যাক কিভাবে আপডেট আশার আগেই নতুন এই UI টা পাবেন।
তবে তার আগে কিছু স্ক্রিনশট দেখে নিনঃ




How To Get Project Next 3.0 UI:

প্রথমে Project Next 3.0 UI File টা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। এরপর আমাদের লাগবে Zarchiver. আপনি এটা Play Store থেকে ডাউনলোড করতে পারেন অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

  1. Project Next 3.0 UI File Download
  2. Zarchiver apk
    1. এবার নিচের স্টেপ গুলো ফলো করুন।

      ১. প্রথমে Project Next 3.0 UI File টা Zarchiver দিয়ে এক্সট্রাক্ট করুন। (Password: Pn3.0)
      ২. এক্সট্রাক্ট করার পর ২-৩টা ফোল্ডার পাবেন। এবার এই ফোল্ডার গুলো মার্ক করে Android/data/com.mobile.legends/files/dragon2017/assets/ এখানে মুভ বা কপি করুন।
      ৩. এবার যদি Duplicate Files দেখায় তাহলে Replace All করে ওকে করুন। নিচের ছবির মতোঃ

      ৪. কাজ শেষ, এবার দেখবেন Project Next 3.0 UI চলে এসেছে। এনজয় ?

      যদি আরে ভালোভাবে বুঝতে চান তাহলে নিচের ভিডিওটা দেখে নিন।
      Video Link:- https://youtu.be/zhHD5Oeqij0

      এরকম আরো MLBB Free Skin, MLBB Free Diamond, এবং Mobile Legends বিষয়ে নতুন নতুন পোস্ট পেতে আমার সাইটে ভিজিট করুন।