আসসালামু আলাইকুম
➤আশা করি সবাই ভালো আছে- Trickbd এর সাথে থাকলে ভালোই থাকবেন
তো চলুন পোস্টে ঢুকে পড়া যাক
✔️
??????????? ?????
✅ফ্রি ফায়ার OB29 আপডেট। আজ সারাদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.১০ পর্যন্ত গেমে আপডেট চলবে এ সময় কেউ গেমে ঢুকতে পারবেন না
❌চলুন দেখে নিই নতুন আপডেটে কি কি থাকছেঃ
১. ১v১ পাগলাদের জন্য সুখবর
সম্পূর্ণ নতুন মোডে নতুন ম্যাপো ১v১ আসছে।এই মোডের নাম Lone Wolf
২. নতুন ক্যারেক্টার DIMITRI
স্কিলঃ টিমমেট ডাউন থাকলে তাকে এই দিমিত্রীর একটিভ স্কিল দিয়ে HP দেওয়া যাবে। লেভেল অনুযায়ী সময় বাড়বে।
৩. নতুন ক্যারেক্টার Thiva
স্কিলঃ বিপদজনক পরিস্থিতিতে তার Vital Vibes স্কিল দিয়ে টিমমেটদের উদ্ধার করতে সাহায্য করতে পারবে। লেভেল অনুযায়ী সময় বাড়বে
৪. Jota -Shani -Alvaro -Luqueta এই চারটি ক্যারেক্টার আমরা ব্যবহার করি না বললেই চলে। এদের জনপ্রিয় করার লক্ষ্যে এদের স্কিলে কিছু পরিবর্তন আনা হচ্ছে অনেক এদিক সেদিক করা হচ্ছে।
OB29 ক্যারেক্টর স্কিল চেঞ্জ(১)
আপডেটের আগে Luqueta ক্যারেক্টর(ম্যাক্স লেভেল):
২টা কিল করতে পারলে MAX HP 200 এর বদলে 235(প্রতি কিলে 18 করে)
আপডেটের পর:(ম্যাক্স লেভেল):
২টা কিল করতে পারলে MAX HP 200 এর বদলে 250 ?(প্রতি কিলে 25 করে)
আপডেটের পর মারাত্মক হবে এই ক্যারেক্টর
?৫. নতুন পেটঃ Sensei Tig
স্কিলঃ এটা এনেমির ম্যান মার্কয়িং এর সময় কমিয়ে দিবে।
বেশ কাজের পেট হতে যাচ্ছে এটি।
৬. নতুন গানঃ AC80
৫০ করে ড্যামেজ দিবে। ১০ টা এমো থাকবে রেট অফ ফায়ার কম
৭. গেমের মধ্যে M4A1 এর জন্য M4 চিপ লাগিয়ে সেটা X,Y,Z ভার্সনে নিয়ে যেতে পারবেন
৭.১ UZI এর ড্যামেজ ম্যাগাজিন রেঞ্জ বাড়াচ্ছে
৭.২ XM8 এর রেট অফ ফায়ার আর রিকয়ের বাড়াবে
৭.৩ Spas12 এ রেঞ্জ বাড়াবে আর মাজেল এড করা যাবে স্কোপ ও
৭.৪ ভেক্টর এর রেঞ্জ আর মুভমেন্ট স্পিড বাড়বে
৭.৫ দুই নলা শর্ট গানের রেঞ্জ রেট অফ ফায়ার সব কমবে
৮. নতুন AR magazine এ রেট অফ ফায়ার বাড়বে ম্যাগাজিন ১৫% বাড়বে
৮.১ SMG Muzzle এ রেঞ্জ ড্যামেজ দু’টো আরো বেশি হবে।
৯. উপরের দিকে জয়স্টিক Drag করলে এখন থেকে দৌড়াবে
১০. একটিভি আর এলিট পাস মিশন এখন একসাথে ফ্রি ফায়ার মিশন মেনুতে।
১১. যে ডামি আর ভয় পাইনা সেটাতে কিছি নতুনত্ব আনতে যাচ্ছে যাতে এটার ব্যবহার বাড়ে
১২. ম্যাচের শেষে যে লাইক দেয় সেটা ম্যাচ হিস্টোরি তে দেখা যাবে।
১৩.২ ম্যাচ ম্যাকিং শুরু হবার সময় নতুন নোটিফিকেশন সাউন্ড আসবে।
১৩.৩ সম্পূর্ন নতুন লবি
১৪. লবিতে ব্যাগ শো করা যাবে
১৫. ক্লেশ স্কোয়াড এ আইটেম কেনার জন্য বন্ধুদের রিকোয়েস্ট করতে পারবেন
১৬. Rank পয়েন্টে কিছু এডজাস্টমেন্ট করবে যাতে Rank বাড়ানো আরো সহজ হয়
১৭. গ্লো ওয়ালের মতো ট্রেনিং গ্রাউন্ডে গ্রেনেড রেঞ্জ আসছে
১৮. ভেস্ট ডেমেজ
অনেক নতুন কিছু আসছে অনেক পরিবর্তন আসছে।
আপনার কাছে কোনটি ভালো লেগেছ?
জানিয়ে দিবেন।
__________________________________________________
Happy gaming?❤️
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
___________________________________________
গেমের সকল আপডেট পেতে অবশ্যই জয়েন হবেন
Join Our FB Group
Tech Gaming BD
———————————————