আজ লিখতে বসলাম ফ্রী ফায়ার এর একটি সমস্যার সমাধান নিয়ে । এটা আমিও ফেস করেছি । গেমে ঢুকে ম্যাচ Start দিলে ম্যাচম্যাকিং হয় না আবার ২ মিনিট পার হয়ে যায় কিন্তু ম্যাচ স্টার্ট হয় না আরও অনেক সমস্যা ম্যাচে ঢুকানো ধরে কিন্তু লোডিং আটকে যায় এবং Game Server Timeout (mm_07) এটা আসে । এটার সমাধান নিয়ে লিখতে বসলাম । এটা যে ১০০% সবার কাজ করবে সেটা আমি শিউরিটি দিচ্ছি না কারন অনেকেরই কাজ নাও করতে পারে । আর আমি যেভাবে সমাধান করেছি সেটাই তুলে ধরবো আজকে । তো আমরা Garena কে মেইল করার মাধ্যমে সমস্যা টা সমাধান করার চেষ্টা করবো । এর জন্য আপনার সমস্যার একটি স্ক্রিনশট লাগবে আর গেম আইডি কোড আর গেম আইডির নামটা লাগবে ।
আমি সমস্যাটার স্ক্রিনশট দিয়ে দিবো আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন ।
তো এখন Google এ গিয়ে free fire help centre লিখে সার্চ করুন অথবা নিচের লিংক এ ক্লিক করে সরাসরি help centre এ চলে আসুন ।
SCREENSHOTS
লিংক এ ঢুকার পর Submit Request ক্লিক করুন
আপনার গেম আইডি দিয়ে লগিন করুন
এখন স্ক্রিনশট এ দেখানো জায়গায় ক্লিক করুন
আপনার আইডি যে সার্ভারে সেটা সিলেক্ট করুন । আমার আইডি বাংলাদেশ সার্ভার তাই বাংলাদেশ সিলেক্ট করলাম ।
এখানে যেসব ইনফরমেশন চাচ্ছে সেগুলো দিন । আপনার UID এবং Game id Name দিন এবং স্ক্রিনশট এ দেখানো জায়গায় ক্লিক করুন এবং Game Concerns সিলেক্ট করুন
স্ক্রিনশট এ দেখানো জায়গায় ক্লিক করুন
Technical Issue সিলেক্ট করুন
টিক মার্ক দুটো দিয়ে ফাকা বক্সে আপনার সমস্যাটি নিজের মত করে লিখুন অথবা চাইলে নিচের লেখাটুকু কপি করে পেস্ট করে দিন
Match not starting. When I start the match, after a while Game server timeout (mm_7) it comes and takes it out of the match.
Please solve this problem. I miss my all game friend. Thank you
এখন আপনার সমস্যাটির একটি স্ক্রিনশট আপলোড করে দিন । আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি চাইলে এটা ইউজ করতে পারেন
Upload হয়ে গেলে Submit দিন
Request done✅
এখন অপেক্ষা করুন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ।
Diamond Topup
হ্যালো বন্ধুরা বর্তমানে অসাধু সেলার এর অভাব নেই । আর অনলাইনে কেউ কাউকে বিশ্বাসও করতে চায় না । তো এখানে ভিসিটর দের মধ্যে অনেকেই আমার কাছ থেকে অনেকদিন যাবত টপ আপ নিয়ে আসছে । তো তারা অবশ্যই বিশ্বাসযোগ্য ভেবেই তারা টপ আপ নেয় । চাইলে আপনিও নিতে পারেন যেকোনো ধরনের টপ আপ অনেক দ্রত সময়ে ।
100% TRUSTED AND QUICK DELIVERY ON
CLICK HERE TO VISIT FOR TOPUP
Contact
Facebook ___https://m.facebook.com/iamhqshakibpro
Messenger ___https://m.me/iamhqshakibpro