Site icon Trickbd.com

পাবজি ফ্রী ফায়ার তো অনেক খেললেন? | এবার না হয় এই ৫টি ব্যাটেল রয়েল গেম ট্রাই করুন। | Top 5 Battle Royale Games | Bangla review

Unnamed

তো তোমাদের মধ্যে অনেকেই ফ্রী ফায়ার আর পাবজি কয়েক বছর ধরে খেলছো, তো যার কারণে তোমাদের মধ্যে অনেকেই নতুন নতুন গেম ট্রাই করতে চাও কিন্তু পারো না অথবা তোমরা এমন গেমগুলো খেলতে চাও যেগুলো পাবজি আর ফ্রী ফায়ার এর মত।
তাই আমি তোমাদের জন্য এরকম পাঁচটি ব্যাটেল রয়েল গেম এনেছি যেগুলো পাবজি আর ফ্রী ফায়ার এর মতই আর অনেক দিক থেকেই ভালো।

আর হ্যাঁ এই পাঁচটি ব্যাটেল রয়েল গেম এর মধ্যে এমন একটি গেম সাজেস্ট করবো, যেটা চাইলে তোমরা অফলাইনেও খেলতে পারবা।

৫। Free fire Max
তো যদি কোন গেম ফ্রি ফায়ার হুবহু হয় আর তার পাশাপাশি অনেক দিক দিয়ে ভাল হয় তাহলে সেটা হচ্ছে যে ফ্রী ফায়ার ম্যাক্স!
তো ফ্রী ফায়ার ম্যাক্সে ডেভলপার গেরিনা ফ্রি ফায়ার গেমে মেকানিক্স থেকে শুরু করে গ্রাফিক্স ভিউ ডিসটেন্স সহ আরো অনেক এডভান্টেজ আছে যেগুলো তুমি নরমাল ফ্রী ফায়ার এ পাবানা।

এবং তার সাথে তুমি যদি ফ্রি ফায়ার প্লেয়ার দের সাথে খেলতে চাও তাহলে তুমি পারবা! এর মানে হলো গিয়ে যদি তোমার ফ্রেন্ড নরমাল ফ্রী ফায়ার খেলে আর তুমি যদি ফ্রী ফায়ার ম্যাক্স খেলো তাহলে তুমি তাদের সাথে খেলতে পারবে।

এবং তার সাথে তুমিও ঐসব অ্যাডভান্টেজ গুলোই পাবা, তো তুমি যদি ফ্রী ফায়ার ম্যাক্স গেমটি ডাউনলোড করতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করে! ডাউনলোড করে নিতে পারো। https://play.google.com/store/apps/details?id=com.dts.freefiremax


৪। Cyber Hunter
তো এই গেমটা বোধহয় আমি নাম্বার ২ য়ে রাখতাম কারণ গেম টা আসলেই অনেক ভালো আর ডিফারেন্স! আর গেম টা আইওএস পিসি আর এন্ড্রয়েড সবগুলোতে এভেলেবেল আছে।

আর এই গেম এ গ্রাফিক্স মেকানিক্স গান স্ক্রীন সবকিছুই তুমি টপ কোয়ালিটির পাবা।
আর একসময় এমনো ছিল যে এই গেম আমি পাবজি ফ্রী ফায়ার থেকে বেশি খেলতাম! কিন্তু আস্তে আস্তে আমি অন্যান্য গেমে শিফট হয়ে যায়। বাট স্ক্রিল আমি তোমাদের এই গেমটা সাজেস্ট করব কারণ এই গেমের ব্যাটেল রয়েল এক্সপেরিয়েন্স অনেক ভালো।

আর একটা জিনিস যেটা আমি পার্সোনালি মনে করি! যে এটা পাবজি আর ফ্রী ফায়ার এর থেকে একটু হলেও আলাদা এবং অন্যরকম।
এই গেমসের তুমি অনেক ধরনের গান পাবে! আর যেগুলো একদম ডিফারেন্ট ডিফারেন্ট।

এর ফলে তোমার গেমপ্লের স্টাইল অনেক চেঞ্জ হবে।

গেম এর সাইজ (১.২ গিগাবাইট) আর তোমার ফোনে যদি ২ গিগাবাইট র্যাম আর মোটামুটি একটা প্রসেসর থাকে তাহলে তুমি গেমটি চালাতে পারবে।
তো গেমটি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবা অথবা https://play.google.com/store/apps/details?id=com.netease.lztgglobal এই লিংকে ক্লিক করে।


৩। ScarFall – The Royale Combat
আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এই গেমটির নাম পর্যন্ত এখনো শোনো নাই বা চিনবে না,
তো কারফল হলো একটা ব্যাটেল রয়েল গেম কিন্তু এই গেমের মধ্যে একটা স্পেশালিটি আছে! যেটা তুমি অন্যান্য গেমের মধ্যে পাবেনা।

আর এই গেমটি অনলাইনের পাশাপাশি তুমি অফলাইনেও খেলতে পারবে মানে তুমি চাইলে ফোনে ডাটা কানেকশন বন্ধ করেও গেমটি খেলতে পারবে।
আর আমার মনে হয় এটিও একটি ইউনিক ফিসার এই গেমটির। এবং তার সাথে আরেকটি ভালো লাগার মতো বিষয়- এই গেমটি ১ জিবি র্যামের ফোনেও স্মুথলি খেলা যায়।
তো এই গেমের সাইজ ( ৫০০ মেগাবাইট) এর মত! আর গেমটি সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। https://play.google.com/store/apps/details?id=com.phoenix.scarfall.free.fps.tps.battle.royale.combat.survival.shooting.battleground.war


2. Free survival: fire battlegrounds
তো এই গেমটি আমি একচুয়ালি সিরিয়াস ভাবে দিই নাই, এক হিসাবে একটু মজা ভাবেই দিয়েছি কারণ তোমাদের জানা উচিত এরকম টাইপের গেম তোমরা প্লে স্টোরে পাবা।
তো গাইজ এই গেমটি পুরা পাবজি ফ্রী ফায়ার এর ছোট ভাই!
কারণ এই গেমটি পাবজি আর ফ্রী ফায়ার এর মত কিছুটা ফিল পবা তোমরা!
তো এই গেমটি তোমাদের সাথে শেয়ার করার মেইন উদ্দেশ্য হলো গেমের সাইজ অনেক কম! মাত্র (২৪০ মেগাবাইট)

আর এই গেমটি মূলত পাবজি আর ফ্রী ফায়ার দুইটার কম্বিনেশন! আর সাইজ মাত্র ২৪০ এমবি বিষয়টা কেমন ইন্টারেস্টিং।
তো এই গেমটি ও সহজেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। https://play.google.com/store/apps/details?id=com.c17h21no4.freesurvival.firebattlegrounds


১। Call of duty

তো এই পাঁচটি গেমের মধ্যে আমি কল অফ ডিউটি কে এক নাম্বারে দিলাম কারণ যদি কোন কারণে বাংলাদেশে পাবজি ফ্রী ফায়ার পুরোপুরি ব্যান করা হয় অথবা কোনভাবেই বাংলাদেশ থেকে গেম টা খেলা না যাই।

তাহলে যদি কোন গেম সব থেকে বেশি পপুলার থাকে তাহলে সেটা কল অফ ডিউটি এটা একদম নিশ্চিত! কারন আমার পার্সোনালি মনে হয় পাবজি ফ্রী ফায়ার এর মত ইউজার এই কল অফ ডিউটি খেলবে।

আরেকটি বড় ব্যাপার হল গেমটি অনেক দিক থেকে পাবজি কে রিজমবেল করে!
আর গেমটির গ্রাফিক্স ও অতুলনীয় সুন্দর দেখতে।

আর এই গেমে গান প্লে থেকে শুরু করে! মেকানিকস সহ সবকিছুই মোটামুটি অনেক ভালো করা হয়েছে।। https://play.google.com/store/apps/details?id=com.activision.callofduty.shooter

তো এই পাঁচটি গেমের মধ্যে কোন গেমটি বেশী ভাল লাগল কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো! এবং এই লিস্টে নাই এমন একটি গেম যেটা তোমার কাছে খুব ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা।

তাহলে নেক্সট টপ ফাইভ গেমে অবশ্যই আমি তোমার সাজেস্ট করা গেমটি এড করে দিব!


Old Monetize YouTube Channel Sell করা হবে, যারা নিতে ইচ্ছুক তারাই শুধু কল করুন- 01922859423 ( দাম- আলোচনা সাপেক্ষে) ফেস টু ফেস নেয়ার সুযোগ আছে) চ্যানেল লিংক- https://m.youtube.com/c/MkShorts

তো আজকের পোস্টটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে দিবেন ধন্যবাদ।