আসসালামু আলাইকুম বন্ধুরা,
কেমন আছেন সবাই?
আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।
আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
তো অবশেষে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজকে Play Store এ রিলিজ হলো বাংলাদেশের প্রথম ব্যাটেল রয়েল গেম Annihilation.
প্রায় দুবছর আগে এ Crisis Entertainment দ্বারা বলা হয় যে,তারা Pubg, Free Fire এর মতো একটি ব্যাটেল রয়েল গেম তৈরি করবে।
Annihilation গেমের মধ্যে থাকবে মোট আটটি ক্যারেক্টার।পরবর্তীতে হয়তো আরও ক্যারেক্টার এড করা হবে।
আর ক্যারেক্টার গুলো মধ্যে রয়েছে বাবু ভাই,জাইন,মারিয়া,বিয়েট্রিক্স,আকিলা আহমেদ,রিও কাজুমি,ডেমেইন অস্কার।
তবে যে ক্যারেক্টার নিয়ে সবার মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ আছে সেটা হচ্ছে দা লিজেন্ড সালমান শাহের ক্যারেক্টার।
আর যে কারণে Annihilation গেমটাকে অন্য ব্যাটেল রয়েল গেম থেকে আলাদা করা হচ্ছে,সেটা হচ্ছে গেমে থাকা প্রতিটা ক্যারেক্টারের আলাদা আলাদা অ্যাবিলিটি।
গেমের প্রতিটা ক্যারেক্টারের থাকবে আলাদা আলাদা অ্যাবিলটি যেটা ব্যাবহার করে আপনাকে লড়াই করতে হবে এলিয়েনদের সাথে।
Annihilation গেমটির রিলিজ ডেট প্রায় ২-৩ বারের মতো চেঞ্জ করা হয়েছিলো।
কিন্তু কিছুদিন আগে গেমটির একটি ট্রেইলার বের হয় যে গেমটি ডিসেম্বরের ২২ তারিখে অর্থাৎ আজকে play store এ আসবে হবে।
আর অবশেষে গেমটি ২৭ তারিখে বের হলো।
তো আমি আর বেশি কথা বলবো না,নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম,জলদি ডাউনলোড করুন আর ইন্জয় করুন বাংলাদেশের প্রথম ব্যাটেল রয়েল গেম Annihilation.
Download Link:-Annhilation
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।
আল্লাহ হাফেজ