Site icon Trickbd.com

নিয়ে নিন একটি দারুন গেম shadow fight 3 version

Unnamed

হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।

তো, আজকে আমি এই পোষ্টে একটা চমৎকার গেম সম্পর্কে বলবো । আপনারা shadow fight গেম টি তো খেলে থাকবেন । এটা আমারও একটা প্রিয় গেম । এটার
প্রথম ও দ্বিতীয় version তো আগেই release হয়েছে । আপনারা হয়তো খেলেও থাকবেন । এবার এর তৃতীয় version এসে গেছে ।

আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।

প্রথমে কিছু তথ্য জেনে নিই
Name : shadow fight 3
Type : online

Size : 122 mb
Playstore rating : 4.3
Personal rating : 4.5
Device : Android
গেমটির গ্রাফিক্স এক কথায় চমৎকার। আর গেমটির সাইজ একটু বড় হলেও গেমটি খেলে আপনারা দারুন মজা পাবেন । বিশেষ করে আপনারা যদি shadow fight এর প্রথম এবং দ্বিতীয় ভার্সনগুলো খেলে থাকেন তাহলে এই version টি আপনারা দারুন উপভোগ করতে পারবেন । চলুন কিছু স্ক্রিনশট দেখে নেওয়া যাক তো দেরি না করে আমার দেওয়া এই ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন । আর কোন কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানান । আর আমার এই পোস্টটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে please আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন । আর যেকোনো প্রবলেমে Facebook এ আমার সাথে contact করবেন