আসসালামু আলাইকুম।তো সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তো চলুন শুরু করা যাক।


আপনারা অনেকেই অফলাইন গেম খেলেন।তেমনি জনপ্রিয় অনেক অফলাইন গেমের মাঝে Candy Crush ও অনেক জনপ্রিয় একটি গেম।প্লে স্টোরে গেম  ডাউনলোড হয়েছে।গেমটি খেলার সময় অনেকেরই ফার্স্ট চান্স এ অনেক হার্ড লেভেল কমপ্লিট করা সম্ভব হয় না।তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Candy Crush Saga Mod 1.217.0.3 Apk ।

  • এই মোড ভার্সন এ আপনি পাবেন সব গুলো স্পেশাল ক্যান্ডি ফ্রী।কোনো কিছু কিনতে হবে না।এবং স্পেশাল ক্যান্ডি গুলো ব্যবহার করার পরেও যতটা ছিল ঠিক ততটাই থাকবে।আপনি অনায়াসে অনেক হার্ড লেভেল মাত্র ২-৩ বার স্পেশাল ক্যান্ডি ইউজ করে পার করতে পারবেন।

এই বুস্টার টি ইউজ করে আপনি সবগুলো ক্যান্ডির ১টি করে লেয়ার ধ্বংস করে দিতে পারবেন এবং আরো ৪টি স্পেশাল ক্যান্ডি যোগ হবে।

এই বুস্টার টি দ্বারা আপনি যেকোনো ক্যান্ডির গায়ে পেইন্ট করে দিতে পারবেন।এবং কোনদিকে ব্লাস্ট হবে সেদিকে পেইন্ট করে দিবেন।


এটি দিয়ে আপনি যেকোনো ক্যান্ডি অথবা ব্লকার ধ্বংস করতে পারবেন।

রান্ডম ভাবে আপনি ৩টি ক্যান্ডি যোগ করতে পারবেন।

কোনো মুভ (চাল) নষ্ট না করেই যেকোনো ক্যান্ডির জায়গা বদল করতে পারবেন।

দেখুন নতুন লেভেল।

আমি একটি বুস্টার ইউজ করলাম।

তারপর দেখেন।মাত্র ২ বার বুস্টার ইউজ করার পরেই একটি লেভেল কমপ্লিট।

ডাউনলোড করতে নিচে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করে নিন।

 


আমাদের সঙ্গে যুক্ত থাকতে জয়েন করুন টেলিগ্রাম গ্রুপ এবং নিত্যনতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল।

13 thoughts on "ডাউনলোড করে নিন Candy Crush Saga Mod (ক্যান্ডি ক্রাশ সাগা মোড) ভার্সন"

  1. Avatar photo rakib+ Contributor says:
    Happymood theke khelcilm onk agei
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      হুম।অনেক সহজেই লেভেল গুলো পার করা যায়.?
  2. Avatar photo Rimon Miah Contributor says:
    Facebook connect possible?
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      না।তবে আপনি ইমেইল দিয়ে একাউন্ট ক্রিয়েট করে খেলতে পারেন।পরে যদি কোনো কারণে আন ইনস্টল করে দেন।আবারও একই লেভেল থেকে খেলতে ইমেইল অ্যাকাউন্টটি দিয়ে লগইন করবেন।তাহলেই হয়ে যাবে।ইমেইল একাউন্ট এ সিঙ্ক করা থাকে।মোড ভার্সনটি তে কাজ করে।ধন্যবাদ।
  3. Avatar photo Humayun Contributor says:
    সহজে লেভেল চুরি করে পার করে গেমের কি থাকলো বুঝলাম না ???
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      ☠️
  4. Avatar photo Md Himul Contributor says:
    ২০৩১ লেবেলে আছি, কোন চিটিংবাজি না করে, আমার আগের আইডি জিমেইলে করা, তো লগইন করলে কি আহের লেভেলে থাকবে
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      সিঙ্ক হয়ে এখন যে লেভেল আছে।সেটা হয়ে যাবে।মানে লেভেল আপডেট হয়ে যাবে।আমি নিজেই একাউন্ট সাইন ইন করে রেখেছি।
  5. Avatar photo Md Himul Contributor says:
    এটা কি শুধু অফলাইনে খেলতে হয়? ডাটা অন রেখে খেললে কি কোন সমস্যা হবে?
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      না।কোনো সমস্যা হবে না।
  6. md zakir Contributor says:
    ভাইয়া আমার একটা গেইমের মোড ভার্সন দরকার দিতে পারবেন কি? প্লিজ অনেকদিন ধরেই খুজছি কিন্তু পাচ্ছি না।
    1. mrfarhanisrak Levi Author Post Creator says:
      জ্বী।
  7. mrfarhanisrak Levi Author Post Creator says:
    জ্বী

Leave a Reply