Site icon Trickbd.com

কম এমবির জনপ্রিয় গেম N.O.V.A Legacy এবার Premium ভার্শনে। (All Feature Unlocked!)

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

এবার খেলুন N.O.V.A Legacy Premium Version

গেমটি কমবেশি অনেকেই খেলেছেন হয়তো। তবে যারা এখনো খেলেননি বা প্রিমিয়াম ভার্সনে খেলেন নি তাদের জন্য এই পোষ্ট।

এই গেমে থাকছে :

• অফলাইন ভার্সন এ খেলার সুবিধা।
• অনলাইনে মাল্টিপ্লেয়ারে খেলার সুবিধা।
• আনলিমিটেড কয়েন/ডায়মন্ড/গোল্ড।
• আপডেট করা অস্ত্র।
• আনলিমিটেড শিল্ড প্রোটেকশন।
• টিম ম্যাচ খেলা সহ আরো অনেক সুবিধা।

Short Details:

N.O.V.A. Legacy : Multiplayer FPS Experience

এই গেমে কাল ওয়ার্ডিন একজন অভিজ্ঞ এন.ও.ভি.এ. তার আর্মার্ড স্যুট ডোন করতে আহ্বান জানায় এবং শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে থাকে।

ইয়েলেনার সাহায্যে(NPC), তাঁর ব্যক্তিগত এআই এজেন্ট, কাল ওয়ার্ডিন কে তাদের আকস্মিক হামলার পিছনে রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বিদেশী শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে মানবতার ভাগ্য রক্ষা করতে হবে।

Game Modes↓

★ ডেথ ম্যাচ: ৮ জন যোদ্ধার জন্য একটি অনলাইন মাল্টিপ্লেয়ার যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সর্বশেষ শ্যুটার হয়ে, ক্রসফায়ারে না পড়ার চেষ্টা করা।

★ টিম ডেথম্যাচ: প্রতিটি বুলেটে 4v4 মাল্টিপ্লেয়ার স্ট্রাইক করা।

★ ম্যাচমেকিং: ব্যক্তিগত মাল্টিপ্লেয়ার ম্যাচের জন্য পাসওয়ার্ড সেট করুন বা উন্নত অনলাইন ম্যাচমেকিং সিস্টেম ব্যবহার করুন।

★ গল্পের মোড: গল্পটি অফলাইনে প্লে করে এবং ১৯ টি অ্যাকশন-প্যাকড এফপিএস লেভেলে এই এলিয়েন আক্রমণকারীদের সাথে লড়াই করুন।

★ শ্যাডো মিশন: সীমিত সময়ের যুদ্ধক্ষেত্রকে চ্যালেঞ্জ জানানোয় এলিয়েন স্পেশাল অপস ফোর্সকে আক্রমণ করা।

এবার গেম খেলার বিষয়ে জানা যাক।

গেমটি ইনস্টল করার পর চালু করলে প্রথমবারের মতো এরকম সেট‌আপ শুরু হবে। কারো ফোনে আবার এরকম সেটআপ দেওয়া নাও লাগতে পারে, কারো ফোনে সরাসরি প্রেমিয়াম ভার্শন ইনস্টল হয়ে যেতে পারে, কিন্তু যাদের সরাসরি প্রিমিয়াম ভার্সন ইন্সটল হবে না তাদের জন্য এই রকম সেটাপ করতে হবে। তারপর প্রিমিয়াম ভার্সন ইন্সটল হবে।

প্রিমিয়াম ভার্সন ইন্সটল হ‌ওয়ার পর আবারো প্রথমবারের মতো এরকম সেট‌আপ শুরু হবে।

সেট‌আপ শেষ হয়ে গেলে গেম খেলতে পারবেন।

গেমের কিছু স্ক্রীনশর্টঃ

গেমটির গ্রাফিক্স কোয়ালিটি এবং কন্ট্রোল ব্যবস্থা নিয়ে কোনো ঝামেলা পাবেন না। গেমের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালোভাবে উপভোগ করতে হেডফোন ব্যবহার করুন।

এখন নিচের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন, তাহলে সরাসরি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। গেমটির সাইজ মাত্র ১০০ এমবি।

Download Nova Legacy Premium

টাকা আয় টিপ্সঃ আপনি যদি গেম খেলে ইনকাম করতে চান তাহলে এই আর্টিকেল দেখুন, ↓↓↓

গেম খেলে টাকা আয় করার উপায়

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ?