আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।
কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।
এটা হচ্ছে 5 best high graphics action rpg games for android এর ১ম পর্ব। action games নিয়ে ১ম,২য় ৩য়, ৪র্থ পর্বগুলো আপলোড করা হয়েছে। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।
এই পোস্টটিতে শুধুমাত্র Action + RPG Games গুলো নিয়ে লিখছি। যারা RPG Type Games পছন্দ করেন না বা শুধু Action Type Games খেলতে পছন্দ করেন তাদের জন্যে আলাদা করে ৪টি পর্ব লিখে রেখেছি।
এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।
যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।
5) Game Name : V4
Game Developer : NEXON Company
Game Size : 97 MB (ভিতর থেকে 3 GB+ Data Download হবে)
Required OS : 5.0+
Game Version : 1.30.422908
Game Released Date : July 22,2020
Game Link : Playstore
NEXON Company কে তো আপনারা চিনেনই। যারা Darkness Rises গেমটি খেলেছেন তারা অবশ্যই এই কোম্পানিকে চিনে থাকবেন।
কারন NEXON Company টিই Darkness Rises গেমটিকে তৈরি করেছে। এই কথাটা বলার কারন আস্তে আস্তে বুঝে যাবেন যদি পোস্টটি মনোযোগ দিয়ে পড়েন।
শুরুতেই বলে দিই গেমটির গ্রাফিক্স আপনাকে নিরাশ করবে না। MMORPG হিসেবে গেমটি আপনাকে একটি Normal Rpg গেমেরই স্বাদ দিবে। তবে এখানে আপনি অনেক Details পাবেন।
NEXON Company আর Darkness Rises দুটির কথা Mention করার কারন হলো এই গেমের Playstore এর Rating।
গেমটিকে প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটিকে রিভিউ করা হয়েছে ৬৪ হাজার+ বার। কিন্তু গেমটির রেটিং Playstore এ দেখতে পাবেন 3.3 ★।
তাহলে এতো বাজে রেটিংওয়ালা গেম কেন সাজেস্ট করলাম? গেমটি তৈরি করেছে NEXON Company। আপনারা যারা Darkness Rises Game টি খেলেছেন তারা অবশ্যই জানেন গেমটির গ্রাফিক্স ও গেমপ্লে কতটা ভালো।
কোম্পানির নাম মেনশন করলাম এই কারনে যে আপনারা দ্বিধায় পড়ে যাবেন না যে আমি যেকোনো একটা Random Game Pick করে পোস্ট লিখে ফেলেছি। আবার NEXON Company এর গেম বলেই যে গেমটা ভালো হবে তাও না।
কিন্তু গেমটির রেটিং আমার কাছে অনেক কম বলেই মনে হয়েছে। গেমটি At least 4 ★ Deserve করে। কেন এই কথা বলছি?
শুরুতেই বলি Character Customization এর কথা। গেমটির Character Customization অনেক ভালো RPG Game হওয়ায়। গেমটিতে আপনি অনেক কিছুই করতে পারবেন। Character থেকে শুরু করে প্রচুর Tweaks Change করতে পারবেন।
এখানে অনেক বড় Open World Map আছে Travel করার মতো। আপনি যদি প্লে-স্টোরে এখন গিয়ে গেমটির রিভিউ দেখেন Average এর হিসাবে তখন দেখতে পাবেন এর 5-4 ★ Rating ই বেশি। আর রিভিউ গুলো পড়লেই বুঝতে পারবেন গেমটি আসলে যতটা Deserve করে ততটা পাচ্ছে না।
তাই এই গেমটিকে লিস্টে রেখেছি। এখানে অনেক ধরনের Options পাবেন খেলার জন্যে যার কারনে এখানে Details এর পরিমান বেশি হওয়ায় আপনি কিছুটা অগোছালো Screen দেখতে পারেন।
তবে সেগুলো Change করতে পারবেন সমস্যা নেই। অনেক কিছু থাকায় আর অগোছালো Screen থাকায় গেমটি অনেকের কাছেই ভালো লাগেনি।
তবে গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল + গেমপ্লে সবকিছুই ভালো। এতে কোনো সন্দেহ নেই। তাই গেমটি সাজেস্ট করবো তাদেরকে যারা সবকিছুই Try করে দেখতে চান। মানে এক জায়গায় বসে থাকেন না।
আপনার যদি wifi থাকে তবে গেমটিকে একবার Try করে দেখতে পারেন। data user রা এত mb খরচ করে ডাউনলোড করে পরে ভালো না লাগলে আমাকে আবার গালি দিয়েন না ??।
আমার কাছে ভালোই লেগেছে। তাই আমি লিস্টে এড করেছি। যদিও এর চেয়েও ভালো ভালো গেম আছে Rpg section এ তবুও একটু ভিন্ন কিছু try করলে ক্ষতি কি?
এছাড়াও এটি একটি নতুন গেম যা ২০২০ সালে রিলিজ করা হয়। তাই গেমটিতে অনেক কিছুই এড করা বাকী। তবুও যা দেওয়া আছে তা যথেষ্ট হবে বলে মনে হয়েছে আমার কাছে।
ডেভেলপাররা রেগুলার গেমটিকে আপডেট করছে। তাই ভবিষ্যতে ভালো করবে বলে আশা করা যায়।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেয়ে দিচ্ছিঃ
4) Game Name : Kritika : The White Knights
Game Developer : Com2uS Holdings Corporation
Game Size : 95 MB (ভিতর থেকে আরো Data Download হবে)
Required OS : 5.0+
Game Released Date : May 29, 2014
Game Version : 4.20.2
Game Link : Playstore
এটি একটি Competitive Multiplayer Action-RPG Game। গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না তারা জেনে নিতে পারেন।
গেমটি অনেক পুরোনো ২০১৪ সালে রিলিজ করা হয়। গেমটি এখন পর্যন্ত প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ৮ লক্ষ ৮৭ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।
এই গেমটির রেটিং অনুযায়ী গেমটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। এই গেমে আপনি অনেক মজা পাবেন। কারন এখানে Control + Gameplay এক কথায় অসাধারন। গেমটির গ্রাফিক্সও খুবই ভালো।
এখানে আপনি অবশ্যই Story Mode পাবেন। RPG Games গুলো বেশিরভাগই Story Mode ই হয়। এখানেও আপনি Story mode এ খেলতে পারবেন অন্যান্যগুলোর মতোই।
গেমটিতে বিভিন্ন ধরনের Characters + Skills + Upgrades + Weapons ইত্যাদি নিয়ে খেলতে পারবেন এবং সেগুলো Upgrade + Customize করতে পারবেন।
এখানে Colour দেখতে পাবেন ব্যাপক পরিমানে। কারন গেমটিকে এভাবেই ডিজাইন করা হয়েছে। এটি একটি Hack & Slash Game হওয়ায় আপনি Attack করে অনেক মজা পাবেন। আশা করছি গেমটি ভালো লাগবে।
গেমটিতে প্রচুর Features আছে। সবগুলোই দিয়ে দিলাম। নতুন নতুন ফিচার আরো এড করা হচ্ছে। তাই গেমটি Must Try করে দেখবেন।
Game Features :
✔ Feel the adrenaline at your fingertips!
✔ Play the most exhilarating action RPG that will keep you electrified!
✔ Intense EX skills that jump off the screen! Call upon a friend’s Striker to help you dominate!
✔ Meet the champions!
✔ Rang: Unleash waves of her dual wielding attacks!
✔ Wandering Master: Utilizes beasts and talismans to turn the tide in his favor!
✔ Elemental Fairy: A magical girl weaving together spirits and four elements of magic for all-out attacks!
✔ Flame Striker: Overwhelms enemies with flaming attacks using her explosive gauntlet!
✔Blade Dancer: Overwhelms enemies with swift and accurate slashes from her Phantom Sword!
✔Lina: Illuminates both stages and battlefields with her flames and spear!
✔ Strike Archer: A deadly archer and her loyal falcon deals long-range & fatal damage!
✔ Steam Walker: Defeats enemies with splendid kicks!
✔ Halo Mage: Annihilates enemies with powerful artillery fire and magic!
✔ Monk: Uses his fists and powerful magic to smite evil!
✔ Mystic Wolf Guardian: Brilliant lightning skills! The power of Sirius! Enemies watch out, she’ll destroy all those in her way!
✔ Noblia: Dominates the enemies with different weapons and her super strong power!
✔ Ice Warlock: Powerful frost magic attack sweeps the enemies off the ground!
✔ Burst Breaker: Sprightly and unpredictable! Single strike will blast the entire battlefield!
✔ Eclair: Her second to none versatility will lead the enemies to their ruin!
✔ Blood Demon: Her bloodthirsty spear yearns for lives!
✔ Demon Blade: His blade cuts a bloody path through the battleground!
✔ Crimson Assassin: Cool as ice! The battlefield is her playground!
✔ Dark Valkyrie: She seduces with her chains and judges with her scythe!
✔ Berserker: Behold his rage as he destroys everything in sight!
✔ Cat Acrobat: Quick and agile, fall in love with her spunky fighting moves!
✔ Shadow Mage: His eerie shadow will ensnare and annihilate enemies!
✔ Experience a game system like no other!
✔ It’s more fun if you work together! Enjoy the new Guild system!
✔ Pets that keep your side and make you stronger!
✔ Grow stronger through 103 different stages in Stage Mode!
✔ Encounter the Monster Wave! Attack an endless wave of monsters!
✔ Climb and conquer the 50 floors of the Tower of Tribulation!
✔ Test your skills in Arena, Versus, and Melee! Become the ultimate champion!
✔ Work together to defeat powerful bosses in “World Boss”!
✔ Use the Auto-Battle feature to clear stages more conveniently!
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
3) Game Name : Black Desert Mobile
Game Developer : PEARL ABYSS
Game Size : 90 MB (ভিতর থেকে আরো Data Downlaod হবে)
Required OS : 5.0+
Game Type : Online
Game Released Date : December 9, 2019
Game Version : 2.5.12
Game Link : Playstore
এটি RPG GAME LOVER দের কাছে অনেক জনপ্রিয় একটি গেম। এখানে প্রশংসনীয় অনেক ব্যাপারই আছে।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১১ হাজার+ আর সেই রেটিং অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা এই গেম Deserve করে না।
এই গেমটি Atleast 4.3 ★ বা 4.5 ★ Deserve করে। এই গেমটিতে যে গ্রাফিক্স আছে তা আপনাকে অবাক করে দিবে। Android গেমেও যে এত সুন্দর গ্রাফিক্স পাওয়া যায় তা এই গেম না খেললে বুঝতেই পারবেন না।
এই গেমটিতে প্রত্যেকটি Character
কে এতটা সুন্দরভাবে Design করা হয়েছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না। এখানে প্রতিটা Character এরই প্রচুর Customization Option আছে।
আর এতো Realistic Animation Graphics আমি খুব কম গেমেই দেখেছি। গেমটি রেগুলার আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন ফিচার এড করা হচ্ছে।
গেমটিতে ১৫০টি দেশের Player রয়েছে। এখানে Unique 13 টি Character আছে। সচরাচর আমরা ৩-৫ টি ক্যারেক্টার দেখতে পাই বেশিরভাগ গেমেই। তবে এখানে ক্যারেক্টার ডিজাইন এর উপর ভিত্তি করে গেমটির রেটিং ৪.৫ ★ দেওয়ার যোগ্য।
গেমটির কন্ট্রোল ও গেমপ্লে খুবই স্মুথ পাবেন যদি আপনার কাছে একটি ভালো ডিভাইস থাকে। যত ভালো ডিভাইস তত ভালো গ্রাফিক্স + গেমপ্লে তে গেমটি খেলতে পারবেন।
Adventure + Action + RPG + Multiplayer + Single Player সবকিছু নিয়েই গেমটিকে তৈরি করা হয়েছে। one of the best mmorpg games on mobile একে বলাই যায়।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
2) Game Name : Chronicle Of Infinity
Game Developer : NEOCRAFT LIMITED
Game Size : 883 MB
Required OS : 4.4+
Game Type : Online
Game Version : 1.3.4
Game Released Date : April 6, 2022
Game Link : Playstore
জি এই গেমটিকে এই মাসের ৬ তারিখই প্লে-স্টোরে রিলিজ করা হয়। গেমটিতে ডিটেইল এর কোনো ঘাটতি আমি পাইনি।
প্লে-স্টোরে মাত্র কয়েকদিনেই ৫ লক্ষাধিকবারেরও বেশি ডাউনলোড ক্রস করে গিয়েছে। আগামী কয়েক মাসে বা এই বছরেই গেমটি কোটিতে পৌছে যাবে ধারনা করা যায়।
কারন এই গেমটির গ্রাফিক্স + গেমপ্লে খুবই Impressive। গেমটি রিভিউ করা হয়ে গিয়েছে ২৭ হাজার+ বার মাত্র কয়েক দিনেই আর রেটিং দাড়িয়েছে 4.4 ★ এ।
গেমটিকে রেগুলার আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই এড করা হচ্ছে। গেমটিতে Characters + Story + Upgrades + Weapons + Skills এর কোনো অভাব বা ঘাটতি নেই। অন্যান্য RPG Game এর মতো মনে হলেও এখানে ভিন্ন কিছু অবশ্যই পাবেন।
নিচে গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ
✔ Redefines ARPG industry standard with revolutionary graphic and combat experience
✔ Killing special effects blast your screen
✔ Breathtaking Ultimate skills with fancy animations
✔ Suit up! Transform into the Armor Status!
✔ When 150-player PVP meets intensive Battle Royale
✔ In Apex Guerilla, you win or you die
✔ Wealth, Fame, Exclusive Title! Winner take’em all!
✔ Farm Legendary Equipments in 100% Random Dungeons
✔ The Dungeon will have its structure randomly generated everytime
✔ Random Monster, Chests, NPC, Entrances and etc. All Random!
✔ Special Rewards and well-designed traps
✔ The fate of an Open World relies upon your decision
✔ Random events in the Dynamic Sandbox world
✔ Immersive MMORPG experience: your action matters!
✔ Numerous Easter Eggs hidden in different corners over the world
✔ The wings and pets are your best guardians
✔Your avians will transform to a pair of wings when you are in danger
✔With the cuttest appearance, the pet deals the most brutal damage
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
1) Game Name : Marvel Future Fight
Game Developer : Netmarble
Game Size : 82 MB (ভিতর থেকে Data Download হবে)
Required OS : 4.4+
Game Type : Online
Game Released Date : April 29, 2015
Game Version : 8.0.0
Game Link : Playstore
Netmarble সত্যিই একটি অসাধারন কোম্পানি। তারা Gameloft এর থেকেও ভালো কিছু করে দেখিয়েছে মাত্র কয়েক বছরেই।
তাদের গেমগুলোর গ্রাফিক্স অনেক High Level এর। আর তাদের গেমগুলো অনেক Futuristic হয়। আর গেমপ্লে + কন্ট্রোলও নিয়ে তো কোনো কথাই নেই।
আগের একটি পোস্টে আমি Marvel Future Revolution গেমটির কথা বলেছিলাম। এটিও সেই গেমটির মতই প্রায় অনেকটাই একই।
তবে এখানে আপনি ভিন্ন Storyline + Characters এর দেখা পাবেন।
Spiderman, Iron Man, Captain America, Black Widow, Nick Fury, Deadpool, Wolverine, Thor, Black Panther, Doctor Strange, Hulk, Loki, Captain Marvel, X-Men Squad, Guardians of thw galaxy squad সহ এর সাথে পাবেন 200 টিরও বেশি Super Heroes + Super Villains।
এখানে আবার প্রতিটি ক্যারেক্টারের Costume এর ৩ টি আলাদা আলাদা Customized Design পাবেন যেগুলো দেখতে আরো অসাধারন।
এখানে Graphics + Details + Controls + Gameplay কোনো কিছুতেই বিন্দুমাত্র খুতের দেখা আমি পাইনি। Netmarble অনেক সুন্দরভাবেই গেমটিতে ডেভেলপ করেছে।
গেমটি আপনি নিজেই খেললে বুঝতে পারবেন কতটা অসাধারন এই গেমটি। One of the best marvel games on playstore বলা যায়।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।
পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।
আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।
যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।
তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।
আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?
আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।
তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..