GTA San Andreas

GTA বা Grand Theft Auto এর গেম গুলোর মধ্যে San Andreas এর জনপ্রীয়তার মাত্রা টা অন্য লেভেল এর।

এর স্টোরী ,Gameplay , Dialogue একেক টা যেনো মাস্টারপিস।

অনেকে শুধু এটি কম্পিউটার এই খেলেছেন । মোবাইল এ খেলেন নি।

*** অথবা অনেক এ জানেন ও না যে GTA San Andreas এর মোবাইল ভার্সন ও রয়েছে  যা হুবহু PC এর ভার্সন এর মতই। সব মিশন যাতে রয়েছে।

প্লে স্টোর এ এটির দাম 6.99 $।।

আপনারা অনলাইন খেলতে চাইলে Play Store থেকে নিতে পারেন ।

কিন্তু টাকা ছাড়া অফলাইন মিশন গুলো খেলতে এখনই ডাউনলোড করে নিন গেম টি।

Downloading Part

GTA Apk [Telegram Link

GTA MOD apk [Telegram Link]

OBB File [Google Drive Link]

এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী ডাউনলোড করুন । [Telegram Link]

*** MOD ভার্সন টি ইনস্টল দেয়ার পর আবার GTA San Andreas ইনস্টল হবে। চিন্তা করবেন না। কারো যদি MOD install না হয় তাহলে শুধু APK টা ইনস্টল করুন।

gta san andreas

*** এবার OBB ফাইল টি zArchiever দিয়ে Extract করে Internal Storage এর Android ফোল্ডার এর obb ফোল্ডার এর ভীতরে রাখুন।

gta san andreas mobile

*** এরপর গেম টি অন করুন। প্রথমবার হয়তো কিছুক্ষন সময় নিবে ।

*** এরপর আপনার ইচ্ছা মত সেটিং করে নিয়ে খেলতে থাকুন পুরো গেম টি। এটি কোনো লাইট ভার্সন নয়। এখানে পুরো গেম টি রয়েছে। আপনি একটা একটা করে সব মিশন খেলতে পারবেন।

*** আপনার স্মৃতী বিজরীত কম্পিউটার গেম GTA San Andreas মোবাইল এ খেলার পর অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে।

** এর আগে হয়ত অনেক যায়গা থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন নি বা ইনস্টল হয় নি। আবার হয়তো অনেকে শুধু  Lite ভার্সন টি পেয়েছে।

** কিন্তু আমি আজকে গেমটির ফূল ভার্সন নিয়েই হাজির হয়েছি  ।?

***** আমি আমার ব্যাক্তিগত দুইটি ফোন এ গেম টিকে টেস্ট করেছি।

*** একটি Redmi Note 8 Pro যা Android 11 এ রান করে ।

MOD Install করতে কিছুটা বেগ পেতে হয়েছে  । আপনার ক্ষেত্রে সমস্যা না ও হতে পারে। সমস্যা হলেও শুধু APK তা ডাউনলোড দিবেন কোনো সমস্যা ছারাই রান করতে পারবেন।

*** আরেকটি Huawei Nova 2i যা Android 8 এ রান করে [এটাতে MOD ও খুব ইজিলি ইন্সটল হয়েছে ] ।

কোনো প্রোকার Crash , Bug ছাড়াই গেম টি চালু হয়েছে।
আপনাদের ক্ষেত্রে প্রবলেম হলে, অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন।

*** GTA San Andreas এর Cheat Code ফোন এও রান করার ট্রিক্স জানতে চাইলে অবশ্যই জানান।

*** এছাড়া আপনাদের সবার প্রীয় GTA Vice City এর ফুল ভার্সন নিয়েও পোস্ট করবো কি না তাও আমাকে কমেন্ট এ জানান।

আজকের মত এখানেই শেষ করছি। নতুন পোস্ট নিয়ে শীঘ্রই হাজীর হবো। আল্লাহ হাফেজ।

ফেসবুক এ আমি

27 thoughts on "GTA San Andreas এর Android [Full] ? ভার্সন ডাউনলোড করে নিন।"

  1. Avatar photo meharaj Contributor says:
    Joss game
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      হ্যা ভাইয়া। অনেকের ছোটবেলার স্মৃতী।
  2. Avatar photo Belal Hossain Contributor says:
    Android 12 a cholbe ?
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      আমার টা Android 11 আর Android 8 ভাইয়া । তাই শিওরিটি দিতে পাচ্ছিনা যে ১২ এ চলবে কি না। আপনি দেখুন যে APK টা ইনস্টল হয় কি না। ইনস্টল হলে ফাইল OBB তে রাখলেই হবার কথা। আর এর মধ্যে আমার পরিচিত কারো Android 12 পেলে টেস্ট করে জানিয়ে দেবো ।
  3. Avatar photo Sakibur Rahman Contributor says:
    Onk age khele felsi
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      জ্বী ভাই । অনেক আগেই খেলার কথা । কিন্তু অনেকে ফুল ভার্সন খেলেনি অথবা এখনো অনেকে আছে যারা খেলেনি । তাদের জন্যই দেয়া।
  4. Avatar photo Minar123 Contributor says:
    চিট কোড দেন
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      Very Soon Vaia ?
  5. Avatar photo Tech Lover Author says:
    Drive link prblm
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      কই না তো ভাইয়া। ? চেক করলাম তো ঠিক আছে।
    2. Mushfiq335 Contributor says:
      ওরেএএএ ভাই জোস তো?
  6. Abedin Contributor says:
    Cheat code theke cleo mod apk dia khelte beshi moja lage joto sob ajob script,skin,random vehicle …koto kisu je ase…..bole shes kora jabe na
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      হ্যা ভাইয়া। পপুলার হওয়ার সুবাদে GTA San Andreas এর প্রচুর মড, স্ক্রিপ্ট ছিলো আছে যা অন্য গেম এর খুব কম।
  7. Fahad Ibna Tuhin Contributor says:
    Google drive link e onek problem and slow download. Mega link provide koren
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      টেলিগ্রাম এ ২ জিবি প্লাস দেয়া যায় না ভাইয়া। আর গুগল ড্রাইভ এ প্রবলেম পাচ্ছিনা আমি। নেটওয়ার্ক এর প্রবলেম হতে পারে হয়তো আপনার। ? তবুও আমি পারলে মেগা তে দিয়ে দিবো।
  8. Fahad Ibna Tuhin Contributor says:
    Or telegram e den
  9. MrClown Contributor says:
    Aita diye ki RP kelte parbo aktu bolben
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      না ভাইয়া। ?
  10. Avatar photo Raj Bro Contributor says:
    Download e problem hole https://lnk2.eu.org/d/Jf5dN ekhan theke download korun
  11. Avatar photo Sayeed Contributor says:
    Vai amr ekto problem hoitese.ekto help korben?
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      কি প্রবলেম হয়েছে ভাইয়া। ফেসবুক এ নক দিয়েন।
  12. Avatar photo Jillur Contributor says:
    Pc er jonno ta dite parben vai?
  13. Rahat Islam Contributor says:
    Gta V Need 😀
  14. Tahmied Hossain Author says:
    obb file ki shob dhoroner gpu er jonno?
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      জ্বি। ডাটা ফাইল এ GPU ভ্যারিয়েশন হয় যতদূর জানতাম।
  15. Avatar photo MD Shohag Contributor says:
    ভাই চিট কোড দেন এবং জিটিএ ভাইস সিটি এর ফুল ভার্শ্ন আপ দেন। প্লিয। সাতদিন হয়ে গেসে।
    1. Avatar photo Tarek Author Post Creator says:
      ভাইস সিটির টা দেয়া আছে ভাই। আমার পোস্ট চেক করলেই পেয়ে যাবেন।

Leave a Reply