Site icon Trickbd.com

(Part-1) Psp এর Anime Type Games গুলো খেলুন আপনারই Android Phone এ!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই?
আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। অনেক দিন পর ট্রিকবিডিতে পোস্ট লিখা শুরু করলাম।

আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি PSP Games নিয়ে যেগুলো আপনি আপনার Android Phone এ অনেক সহজেই খেলতে পারবেন।

এই আমি Psp এর সব গেমস এর কথা বলবো না। টাইটেল অনুযায়ী এখানে আপনি শুধু Anime Type গেমস গুলোরই উল্লেখ দেখতে পারবেন।

এই গেমগুলো আপনি অনায়াসেই যেকোনো এন্ড্রয়েড ফোনেই খেলতে পারবেন। এর জন্যে আপনাকে অনেক ভালো Processor, Ram Rom এর প্রয়োজন পড়বে না।

কারন বাজারে চলমান ফোনগুলোই যথেষ্ট এই গেমগুলো Run করানোর ক্ষেত্রে। এমনকি ২-৩ বছর কিংবা তারও আগের ফোন গুলোতেও অনায়াসেই এই গেমগুলো চলে যাবে।

ল্যাগ ফ্রি এর ক্ষেত্রে শেষে আমি কিছু সেটিংস দিবো Emulator এর। তাই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না।

গেমগুলো খেলতে হলে আপনার প্রয়োজন পড়বে একটি Emulator যার ডাউনলোড লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনি ডাউনলোড করে নিবেন।

 

? PPSSPP (GOLD) EMULATOR – https://rexdl.com/android/ppsspp-gold-psp-emulator-apk-dl.html/

 

এখন আমি আপনাদের এমন কিছু PPSSPP ROM ডাউনলোড করার Website দিচ্ছি যেখানে আপনি সব গেমস এর Rom গুলো পেয়ে যাবেন।

?1) https://www.emulatorgames.net/roms/playstation-portable/

?2) https://romsfun.com/roms/playstation-portable

?3) https://www.gamulator.com/roms/psp

?4) https://www.freeroms.com/psp_roms.htm

?5) https://romspure.cc/roms/sony-psp/

?6) https://m.coolrom.com/roms/psp/a/

?7) https://roms-download.com/roms/playstation-portable

?8) https://www.romspedia.com/roms/playstation-portable

?9) https://www.romsgames.net/roms/playstation-portable/

 

এবার চলুন আসা যাক আমাদের Anime Type কিছু Psp Games এ।
এই গেমগুলো আমি নিজে খেলেছি তাই আমি জানি গেমগুলো কেমন। তাহলে চলুন, শুরু করা যাক।

 

? 1) Game Name : Dragon Ball Z Shin Budokai

Game Developer : Bandai Namco

Game Size : After Extract 311+ MB

Genre : Fighting, Action, Adventure

Region : USA

Year of release : 2006

শুরুতেই বলে নিই আমাদের প্রায় সব Psp Games Lover দের একটি জনপ্রিয় গেমগুলোর মধ্যে একটি গেমের কথা।

এই গেমটির ডাউনলোড সাইজ এর তুলনায় গেমটি আপনি খেলে দেখলে বলতে বাধ্য হবেন গেমটি এক কথায় অসাধারন।

এই গেমটির গ্রাফিক্স আর গেমপ্লে যেকোনো এন্ড্রয়েড গেমকেও হার মানাবে। এন্ড্রয়েড প্ল্যাটফর্ম এ থাকা সব Dragon Ball Z গেমগুলোর চেয়ে Psp এর Dragon Ball Z গেমগুলোই আমার কাছে বেশি ভালো লাগে।

কারন এগুলো Pay To Win Type Games না, গেমগুলোতে আপনি Main Storyline এর মতো Story দেখতে পাবেন, এখানে আপনি প্রচুর Mode আর Mod দুটোই পেয়ে যাবেন।

এগুলো খেলতে হলে আপনাকে হাই ফাই লেভেলের ফোন বা ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে না। এছাড়াও আমি অনেক অনেক Benefits নিয়ে কথা বলতে পারি।

এবার আসি গেমটি নিয়ে কিছু তথ্য দেই। এই গেমটি Shin budokai series এর প্রথম গেম। এরপর আরো ২ টি গেম বের হয়েছে এই সিরিজের মধ্যে।

গেমটি Dragon Ball Z: Fusion Reborn মুভিটির উপর Based করে তৈরি হয়েছে যেখানে Kid Buu এর সাথে Goku এবং অন্যদের Fight করে Defeat করার ২ বছরের পরের সময়কালকে দেখানো হয়েছে।

গেমটিতে আপনি মোট ৭ টি Mode পাবেন।

১) Dragon Road – এটি হচ্ছে Main Storyline যেখানে আপনি Goku ও অন্যান্যদের নিয়ে Adventure টাকে Complete করবেন। যারা Dragon Ball Fans রয়েছেন তাদের অবশ্যই এই Storyline টি ভালো লাগবে।

২) Training Mode – এখানে আপনি বিভিন্ন Character নিয়ে Practice করতে পারবেন।

৩) Network Battle Mode – এখানে আপনি আপনার বন্ধুদের সাথে Multiplayer Mode এ খেলতে পারবেন।

৪) Arcade – এই মোডে আপনি আপনার Character নিয়ে Direct Action এ নেমে পড়েন যেখানে আপনার কাজ হচ্ছে সবগুলো Dragon Ball Collect করে Shenron কে ডাক দিয়ে Character এর ইচ্ছা পূরন করা।

৫) Time Attack – এই মোডে আপনাকে বলা হবে যত তাড়াতাড়ি সম্ভব Enemy কে Defeat করে গেম complete করতে। এখানে আপনি Goku এর Friends, Rivals, Enemies সহ মোট ৭ টি Course এর Fight দেখতে পাবেন।

৬) Survival – এই মোডের ক্ষেত্রে আপনি আপনার Character Choose করার পর যতক্ষন না মারা যাচ্ছেন মানে Game Over হচ্ছে ততক্ষন আপনাকে একের পর এক Enemy দেওয়া হবে মারার জন্যে।

৭) Profile Card – এখানে আপনি একটি Special ধরনের Id Card করতে পারবেন যা আপনাকে সাহায্য করবে network battle এর ক্ষেত্রে যেখানে আপনি আপনার সকল Information Collect করে Store করে রাখতে পারবেন।

গেমটি আমার খেলা one of the best psp + dragon ball z গেমগুলোর মধ্যে একটি। গেমটি একেবারে অসাধারন ছিল। I hope আপনিও Try করে দেখবেন অবশ্যই।

 

গেমটির কিছু Screenshots :

 

? 2) Game Name : Bleach – Heat The Soul 7

Game Developer : SCEI, 8ing

Game Size : After Extract 559 MB

Genre : Action, Fighting

Region : USA/ASIA

Year of release : 2010-09-02 (12 years ago)

 

Bleach Fans রা সাড়া দিন। এই গেমটি Specially Bleach Fan দের জন্যে + যারা এখনো Bleach দেখেননি তাদের জন্যেও।

যারা যারা Mortal Kombat, Tekken এই ধরনের Games খেলেছেন তাদের কাছে এই গেমটি অসম্ভব রকমের ভালো লাগবে।

গেমটির Character Design, Graphics, Gameplay একেবারে সেই রকম লেভেলের। আপনি Addicted হয়ে যাবেন খেলতে খেলতে।

শুরুতেই বলে রাখি এই গেমটির USA Variant টাই Download করবেন। কারন Japanese Variant টা ডাউনলোড করলে কিছুই বুঝবেন না।

গেমটিতে আপনি প্রচুর Characters পাবেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেই লিস্ট টার দিকে একবার চোখ বুলান।

Aaroniero Arruruerie (Kaien Shiba appearance)

Ayon

Baraggan Louisenbairn

Byakuya Kuchiki
Base
Bankai

Cirucci Sanderwicci

Coyote Starrk

Dark Rukia

Dordoni Alessandro Del Socaccio

Gantenbainne Mosqueda

Genryūsai Shigekuni Yamamoto

Gin Ichimaru

Grimmjow Jaegerjaquez
Base

Resurrección

Hachigen Ushōda

Hiyori Sarugaki
Base

Hollow Mask

Hollow Ichigo

Shikai
Bankai

Ichigo Kurosaki
Base
Shikai
Bankai
New Hollow Form

Ikkaku Madarame
Shikai
Bankai

Izuru Kira

Jūshirō Ukitake

Kaname Tōsen

Kenpachi Zaraki

Kensei Muguruma

Kisuke Urahara

Kisuke Urahara (Captain)

Lisa Yadōmaru

Love Aikawa

Luppi Antenor

Mashiro Kuna

Mayuri Kurotsuchi

Momo Hinamori

Muramasa

Nanao Ise

Nelliel Tu Odelschwanck
Child
Adult

Resurrección

Nemu Kurotsuchi

Nnoitra Gilga
Base

Resurrección

Orihime Inoue

Rangiku Matsumoto

Renji Abarai
Shikai
Bankai

Rōjūrō Ōtoribashi

Rukia Kuchiki

Gigai
Shikai

Ryūken Ishida

Sajin Komamura

Senna

Shinji Hirako
Base
Hollow Mask

Shūhei Hisagi

Shunsui Kyōraku

Suì-Fēng

Sōjirō Kusaka

Sōsuke Aizen

Szayelaporro Granz
Base

Resurrección

Tessai Tsukabishi (Kidō Corps Captain)

Tier Harribel
Base

Resurrección

Tōshirō Hitsugaya
Base
Bankai

Ulquiorra Cifer
Base

Resurrección: Segunda Etapa
Uryū Ishida (Ginrei Kojaku)**Base

Seele Schneider
Uryū Ishida (Quincy: Letzt Stil)

Yachiru Kusajishi

Yammy Llargo (Base)

Yammy Llargo (Resurrección)

Yasutora Sado (first form)

Brazo Derecha de Gigante (second form)

Brazo Derecha de Gigante (true form) & Brazo Izquierda del Diablo

Yoruichi Shihōin

Yumichika Ayasegawa

Zommari Rureaux
Base

Resurrección

এগুলো তো ছিল মাত্র Character গুলো। গেমটিতে আপনি যেসব ধরনের Modes পাবেন তা খেলে শেষ করতে পারলে আমাকে বলবেন।

সেরাদেরও সেরা Fighting Style একটি গেম। যারা Bleach Fans রয়েছেন তারা গেমটি অবশ্যই Try করে দেখবেন।

গেমটির কিছু Screenshots :

 

? 3) Game Name : Ben 10 Alien Force

Game Developer : D3 Publisher, Monkey Bar Games

Game Size : 1.31 GB

Genre : Action, Adventure

Region : USA

Year of release : 2008

আমি জানি যদিও Ben 10 Anime এর কাতারে পড়ে না তবুও আমাদের দেশে এখনো সেই 2009-10 এর মতো Ben 10 পাগল Fan অনেকেই রয়েছে।

Ben 10 Series টার অনেক বড় Fan আমি নিজেই সেই ছোটবেলা থেকেই। Ben 10 Alien Force আর Ultimate Alien আমার দেখা সবচেয়ে ভালো Season Ben 10 Series এর মধ্যে। আপনার Favourite Season টাও কমেন্ট করে জানাবেন।

এই গেমটির শুরুতেই আপনি দেখতে পাবেন Ben, Gwen এবং Kevin একটি Road Trip এ যাচ্ছে। সেখানে যাওয়ার পথে Kevin এর Radar এ কিছু দেখতে পায় তারা।

কিছুক্ষনের মধ্যেই বুঝতে পারে আসলে তারা একা না, এর খোজ করছে Forever Knights রাও। তাই তারাও ছুটে চলে সেখানে গিয়ে দেখার জন্যে যে সেখানে কি এমন Alien Technology আছে।

সেখানে তারা একজন Plumber এর সাথে দেখা পায় যার নাম Gorvan। এরপর তার সাথে কথা বলে জানতে পারে সে তাদের Grandpa Max এর অনেক ভালো বন্ধু ছিল এবং সেই Plumber Ben কে চিনতে পারে।

এভাবেই Story এগিয়ে যেতে থাকে এবং Ben 10 Alien Force এর Main Show এর Story এর মতোই সবকিছু এগিয়ে যেতে থাকে। Trust Me কেউ যদি এই গেমটা আমাকে সেই ছোটবেলায় ২০০৯-১০-১১ এর দিকে কেউ নিয়ে এসে দেখাতো তো আমি অজ্ঞান হয়ে যেতাম অবাক হয়ে আর খুশিতে।

আমি এমন গেমস এরই কল্পনা করতাম ঐ সময়ে। এত এত বছর পর এসে যখন জানতে পারি যে তখন আসলেই এমন সব গেমস ছিল তখন অনেক বড় একটা আফসোস হয়। Ben 10 Series আরো কিছু Psp Games আছে যেগুলো নিয়ে পোস্ট লিখবো ইনশাআল্লাহ।

গেমটির কিছু Screenshots :

 

? 4) Game Name : Naruto – Ultimate Ninja Heroes

Game Developer : CyberConnect2, BNE Entertainment, Bandai Namco Holdings

Game Size : After Extract 254 MB

Genre : Action, Fighting, Adventure

Region : USA

Year of release : August 28, 2007

 

Naruto Series এর আরো একটি অসাধারন গেম। এই গেমটির গ্রাফিক্স যতটা ভালো এর গেমপ্লেও ততটাই অসাধারন। চলুন গেমটিতে কোন কোন Character আর Team আছে দেখে নেওয়া যাক।

(১) Characters :

Naruto Uzumaki (Initial Jinchūriki Form)

Sasuke Uchiha (Curse Mark Stage 1)

Sakura Haruno (“Ultimate” Mode)

Shikamaru Nara (“Ultimate” Mode)

Ino Yamanaka (The opponent is temporarily poisoned)

Chōji Akimichi (Body Expansion Mode)

Kiba Inuzuka (Food Pill Mode)

Shino Aburame (“Ultimate” Mode)

Hinata Hyūga (Byakugan Mode)

Gaara (“Ultimate” Mode)

Rock Lee (Eight Inner Gates)

Neji Hyūga (Byakugan Mode)

Tenten (“Ultimate” Mode)

Kakashi (Sharingan Mode)

Jiraiya (“Ultimate” Mode)

Orochimaru (The opponent’s chakra is temporarily sealed)

Tsunade (Mitotic Regeneration)

Itachi Uchiha (Tsukuyomi Mode)

Kisame Hoshigaki (Shark Skin Mode)

 

(২) Teams :

Akatsuki (Itachi & Kisame)

Association of Ninja Thugs (Itachi, Kisame & Orochimaru)

Author & Fan (Jiraiya & Kakashi)

Eternal Rivals (Guy & Kakashi)
Hard Work United (Lee, Hinata & Naruto)

Hot Blood Master & Student (Lee & Guy)

Maidens in Love (Ino, Sakura & Hinata)

Master & Student (Jiraiya & Naruto)

Team Asuma (Ino, Shikamaru & Chōji)

Team Byakugan (Neji & Hinata)

Team Genius (Neji, Shikamaru & Sasuke)

Team Guy (Tenten, Neji & Lee)

Team Kakashi (Naruto, Sakura & Sasuke)

Team Kurenai (Hinata, Kiba & Shino)

Team Sharingan (Sasuke, Itachi & Kakashi)

The Cursed (Sasuke & Orochimaru)

The Legendary Sannin (Jiraiya, Tsunade & Orochimaru)

Those Who Know Loneliness (Naruto, Gaara & Sasuke)

Triple Trouble (Naruto, Kiba & Chōji)

Uchiha Clan (Itachi & Sasuke)

Naruto Shippuden এর প্রচুর Characters আপনি এখানে দেখতে পাবেন আর তাদেরকে নিয়ে খেলতেও পারবেন। একেক জনের Chakra, Powers ইত্যাদি ব্যবহার করতে পারবেন। এক কথায় গেমটি অনেক মজার ও Addictive।

 

গেমটির কিছু Screenshots :

 

? 5) Game Name : Dragon Ball Z – Shin Budokai Another Road

Game Developer : Dimps, Atari

Game Size : After Extract 529 MB

Genre : Fighting

Region : USA

Year of release : March + June 2007

 

Dragon Ball Z Shin Budokai Series এর ২য় গেম এটি। গেমটিতে রয়েছে সর্বমোট ৭ টি বিশাল Chapter।

Dragon Ball Series এর গেমগুলো আমার ভালো লাগে এর Storyline এর জন্যে। অসাধারন Storyline দিয়ে গেমগুলোকে সাজিয়ে তুলে। সাথে Voice Over তো আছেই। তবুও English Dubbed। একেবারে সেই ছোটবেলার স্মৃতিগুলোর কথা মনে করিয়ে দেয়।

গেমটিতে আপনি Android 18, broly, cell, cooler, frieza, gogeta, gohan, goku, gotenks, janemba, kid buu, krillin, piccolo, pikkon, teen gohan, trunks, vegeta, vegito, bardock, dabura, future gohan, future trunks, majin buu, super

এবং তাদের Base
Kaioken, Super Saiyan, Super Saiyan 2, Super Saiyan 3, Legendary Super Saiyan, Perfect Form, Super Perfect Form, Fourth Form, Fifth Form, Final Form, 100% Full Power,
Elder Kai Unlock, Unlock Potential, Fuse w/Kami, Majin, Gotenks Absorbed, Gohan Absorbed সহ আরো অনেক Special Power ups গুলো দেখতে পারবেন।

গেমটিতে আপনি Planet Namek
Destroyed Planet Namek
Plains
Mountains
Muscle Tower
Kami’s Lookout
Hyperbolic Time Chamber
Hell
Destroyed Future City
Sacred World of the kai

মোট ১০ টি Planet এ খেলতে পারবেন।

আরো অনেক কিছু আছে গেমটিতে যা লিখে শেষ করা যাবে না। আপনি নিজে খেললেই বুঝতে পারবেন।

গেমটির কিছু Screenshots :

 

? 6) Game Name : Naruto – Ultimate Ninja Heroes 2

Game Developer : CyberConnect2, BNE Entertainment

Game Size : After Extract 1.21 GB

Genre : Action, Adventure, Fighting

Region : USA

Year of release : March 30, 2006

Naruto Shippuden Series এর Ultimate Ninja Heroes এর ২য় গেম এটি। এই গেমটিতে আপনি আগের গেমটির থেকেও আরো বেশি Character, Teams ও Stage পাবেন। যা যা পাবেন আমি List দিয়ে দিচ্ছি দেখে নিবেন।

(১) Characters :

Naruto Uzumaki (Fox Mode)

Sasuke Uchiha (Curse Mark Mode)

Sakura Haruno (Ultimate Mode)

Shikamaru Nara (Ultimate Mode)

Ino Yamanaka

Chōji Akimichi (Expansion Mode)

Kiba Inuzuka (Food Pill Mode)

Shino Aburame (Ultimate Mode)

Hinata Hyūga (Byakugan Mode)

Gaara (Ultimate Mode)

Rock Lee (Eight Gates Mode)

Neji Hyūga (Byakugan Mode)

Tenten (Ultimate Mode)

Kakashi Hatake (Sharingan Mode)

Might Guy (Eight Gates Mode)
Shizune

Hiruzen Sarutobi (Reaper Death Seal Mode)

Jiraiya (Ultimate Mode)

Orochimaru

Tsunade (Regeneration Mode)

Itachi Uchiha (Tsukuyomi Mode)

Kisame Hoshigaki (Shark Mode)

Kabuto Yakushi (Ultimate Mode)

 

(২) Teams :

Akatsuki (Itachi and Kisame)

Association of Ninja Thugs (Itachi, Kisame, and Orochimaru)

Author & Fan (Jiraiya and Kakashi)

Dark Alliance (Orochimaru, Kabuto, and Sasuke)

Eternal Rivals (Guy and Kakashi)

Hard Workers United (Lee, Hinata, and Naruto)

Hokage & Assistant (Tsunade and Shizune)

Hot Blood Master & Student (Lee and Guy)

Leaf Jōnin (Kakashi, Guy, and Shizune)

Maidens in Love (Ino, Sakura, and Hinata)

Master & Student (Jiraiya and Naruto)

Shadows of Evil (Orochimaru and Kabuto)

Team Asuma (Ino, Shikamaru and Chōji)

Team Byakugan (Neji and Hinata)

Team Genius (Neji, Shikamaru, and Sasuke)

Team Guy (Tenten, Neji, and Lee)

Team Kakashi (Naruto, Sakura, and Sasuke)

Team Kurenai (Hinata, Kiba, and Shino)

Team Sharingan (Sasuke, Itachi, and Kakashi)

The Cursed (Sasuke and Orochimaru)

The Determined Ones (Naruto and Sakura)

The Guides (Hiruzen Sarutobi and Tsunade)

The Legendary Sannin (Jiraiya, Tsunade, and Orochimaru)

The Leaf’s Greatest (Jiraiya, Tsunade, and Hiruzen Sarutobi)

Those Who Know Loneliness (Naruto, Gaara, and Sasuke)
Triple Trouble (Naruto, Kiba, and Chōji)

Uchiha Clan (Itachi and Sasuke)
Cunning Master & Student (Tsunade and Sakura)

(৩) যেসব Stage এ গেমটি খেলতে পারবেনঃ

Ichiraku Ramen Shop

Hokage Great Stone Faces

Chūnin Exam Stadium

The Forest of Death

Kikyō Castle Keep

Survival Exercise Ground

Hidden Leaf Hot Spring

Hidden Leaf Forest

Outside the Mugen Castle

Inside the Mugen Castle

তাহলে দেখতেই পাচ্ছেন গেমটি কতটা বিশাল। গেমটির Animation আপনাকে Original Naruto Shippuden Series এর কথা মনে করিয়ে দিবে। আর Voice Actor দের Original English Dubbing আপনাকে সম্পূর্ণ Anime এরই Feel দিবে।

আশা করছি গেমটি আপনাদের ভালো লেগেছে।

গেমটির কিছু Screenshots :

 

এবার আপনাদেরকে PPSSPP EMULATOR (GOLD) এর কিছু settings এর স্ক্রিনশট দিচ্ছি যেগুলো আপনি Apply করলে Lag কম পাবেন কিংবা পাবেনই না।

যে গেমগুলো দিয়েছি এর ভিতরে সবগুলোই আমি Lag Free ই খেলেছি। তবুও যদি কোনো সমস্যা Face করেন তবে এই সেটিংস গুলো Apply করে দেখতে পারেন।

যদি তবুও কোনো সমস্যা হয় তবে আপনি নিজে নিজে পরীক্ষা করে দেখে নিবেন আসলে সমস্যা কোনটার কারনে হচ্ছে। না পারলে আমাদের Google Sir আর YouTube Madam তো আছেই।

? PPSSPP EMULATOR SETTINGS :::

 

 

 

 

তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে। ভুল ত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।

পরবর্তীতে কোন বিষয় নিয়ে পোস্ট করা যায় সেটাও জানাতে ভুলবেন না। আর গেমগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম।
THIS IS 4HS4N
LOGGING OUT….