Site icon Trickbd.com

৫ টি Platfomer Android Games যা আপনাকে দিনে অন্যরকম Gaming Experience!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

গেমিং টপিকের উপর দুটি পোস্ট দিয়েছি অনেক দিন পর চাইলে দেখে আসতে পারেন। আজকে আমরা কথা বলবো এমন ৫ টি Platfomer Android Games নিয়ে যেগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

5) Game Name : Rayman Adventures

Game Developer : Ubisoft Entertainment

Game Size : 34 MB (ভিতর থেকে কিছু Data Download হবে)

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : December 2, 2015

Game Version : 3.9.95

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এটি Rayman Adventures এর Original Game। এটিই সর্বপ্রথম রিলিজ করা হয়। এরপর এই গেমের Success দেখে আরো অনেকগুলো গেমসই রিলিজ করা হয় এই Series এর।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৫২ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটিতে আছে অনেক সুন্দর স্টোরিলাইন + গ্রাফিক্স। এই গেমের গ্রাফিক্সের কোনো তুলনাই হয়না। 2D + 3D দুই ধরনের গ্রাফিক্সেরই দেখা এখানে পাবেন।

গেমটি একটি Action + Adventure Type Game। এখানে আপনি আগের গেমটির মতোই Action, Fight, Run, Jump ইত্যাদি দেখতে পারবেন। গেমটিতে আপনি আগের গেমটির মতোই Smooth control দেখতে পাবেন ও যেকোনো ডিভাইসেই অনায়াসেই গেমটি খেলতে পারবেন।

তাহলে ভিন্নতা কোথায়? ভিন্নতা আছে। গেমটিতে আছে 55 টির মতো Playable Characters যেগুলো নিয়ে আপনি খেলতে পারবেন। সাথে আছে ২০০+ অসাধারন গ্রাফিক্সে ভরা লেভেল।

গেমটিতে আছে 7 টি World যেখানে আপনি আলাদা আলাদা লোকেশন + স্টোরিলাইন দেখতে পাবেন। গেমটিতে আরো আছে 50 টি Various incrediball families আর ৩২০ টি Unique Incrediballs।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

4) Game Name : Oddmar

Game Developer : Mobge L.t.d.

Game Size : 503 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : January 16, 2019

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

এটি আমার দেখা One Of The Best High Graphics Adventure Game যেখানে অনেক সুন্দর Storyline এর সাথে আছে অসাধারন Gameplay + Control।

গেমটি প্লে-স্টোরে রিলিজ এর পর থেকেই অনেক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে Mobile Gamers দের কাছে।

গেমটি এখন পর্যন্ত প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ করা হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার+। সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটির গ্রাফিক্স অনেক ভালো। এত সুন্দর গ্রাফিক্স তবুও কি ৫০০ Mb এর ভিতরে আজকাল অনেক Rare হয়ে গিয়েছে ?। কেননা এখন একটি 2D Game এর পিছনেই 1-2 GB Data + Space খরচ করতে হয়।

সেখানে এই গেমটি 500 MB এর ভিতরে যা যা offer করছে তা আপনি গেমটি খেললেই বুঝতে পারবেন।

গেমটির সাউন্ড এফেক্টস আরো সুন্দর। অনেক Calming + Relaxing Sound Effects + Music ব্যবহার করা হয়েছে গেমটিতে।

এখানে প্রচুর Missions এর সাথে প্রতিটি লেভেলের জন্যেই আলাদা আলাদা লোকেশন পেয়ে যাবেন। সেগুলোতে Graphics + Gameplay সত্যিই অসাধারন। গেমটি খেললে খেলতেই মনে চাইবে।

আমার অনেক পছন্দের একটি গেম। রিলিজের পর থেকেই গেমটি আমি খেলে এসেছি। আমাকে এই গেমের গ্রাফিক্স, কন্ট্রোল, গেমপ্লে কোনো কিছুই নিরাশ করেনি। আশা করছি আপনাদের কাছেও গেমটি ভালো লাগবে।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

3) Game Name : Swordigo

Game Developer : Touch Foo

Game Size : 52 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : February 27, 2014

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

Adventure Games এর কথা বলছি আর Swordigo এর কথা বলবো না তা কি করে হয়। প্লে-স্টোরের খুবই জনপ্রিয় একটি গেম এটি।

হয়তোবা অনেকেই এই গেমটি সম্পর্কে জানেন। আবার অনেকেই হয়তোবা জানেন না। যারা জানেন না তারা জেনে নিন। কারন এত কম সাইজের ভিতরে এত সুন্দর গেম খুব কমই পাবেন।

এটি একটি Action + Adventure + Casual Type Offline Game যেখানে আপনি Storymode এর সাথে Sword Fighting, Magic ইত্যাদি দেখতে পাবেন।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ মিলিয়ন বা ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৬৩ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

তবে কিছুদিন আগেও এর রেটিং 4.7 ★ ছিলো। হয়তোবা কোনো নতুন আপডেটের কারনে গেমটির রেটিং কমে যায়। তবে চিন্তার কোনো কারন নেই। প্লে-স্টোরে রেটিং হাফ ডাউন করেই। এটা নতুন কিছু না।

যাই হোক, গেমটিতে আপনি শুরুতেই একটি স্টোরিমোড দেখতে পারবেন। আর সেই স্টোরিমোডেই নানা ধরনের মিশন পাবেন গেমটিতে এগিয়ে যাওয়ার মতো।

একের পর এক সেই সব Mission Complete করে আপনাকে গেমটিতে এগিয়ে যেতে হবে। এটি একটি Open world 2D Game যেখানে আপনি যেখানে ইচ্ছা যেতে পারবেন। একের অধিক Mission নিয়ে একসাথে খেলতে পারবেন।

আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটির Mod version download করে খেলার জন্যে। তা না হলে মজা পাবেন না। কারন গেমটিতে প্রচুর Upgrades রয়েছে।

পদে পদেই আপনি বিভিন্ন ধরনের Health, Attack, Heal, Magic ইত্যাদি বিভিন্ন ধরনের Upgrades এর সম্মূখীন হবেন এবং সেগুলো আপনার বাধ্যতামূলক লাগবেই।

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : Ninja Tobu

Game Developer : CerebralFix

Game Size : 77 MB

Required OS : 5.1+

Game Type : Offline

Game Released Date : October 4, 2016

Game Version : 1.8.7

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এটি একটি Platformer Type Ninja Action-Adventure Game যেখানে আপনাকে Swipe করে ও বিভিন্ন Gesture এর মাধ্যমে উপরে উঠতে হবে।

আপনি যতই উপরে যাবেন ততই Enemy, Traps ইত্যাদির সম্মুখীন হবেন। গেমটি আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও গেমটি আসলে কিছুটা হলেও কঠিন আছে।

আপনি ইচ্ছা করলে এর Mod version টিও ডাউনলোড করে খেলতে পারবেন। গেমটিতে Slow Motion ও আছে। এখানে বিভিন্ন Game Modes আছে।

আপনি Mission Type অথবা Endless Type সহ আরো নানান ধরনের Game Mode এ খেলতে পারবেন গেমটি।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটির গ্রাফিক্স ৭৭ MB অনুযায়ী একদম পারফেক্টই মনে হয়েছে আমার কাছে। কেননা এখানে আপনি দিন ও রাতসহ নানান ধরনের লোকেশন পাবেন।

সাথে Enemy Movement সহ বিভিন্ন ধরনের Traps যেগুলো নিজে নিজে Move করে এগুলো আপনাকে খেলতে অনেক মজা দিবে।

যারা কম সাইজের ভিতরে এই ধরনের গেম পছন্দ করেন তারা গেমটি অবশ্যই ডাউনলোড করে দেখতে পারেন। নিরাশ হবেন না আশা করছি।

এখানে অনেকগুলো Ninja Character পাবেন নিয়ে খেলার জন্যে। গেমটির কন্ট্রোল + গেমপ্লে সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনি যেকোনো মোবাইলেই অনায়াসেই গেমটি খেলতে পারবেন কোনো ল্যাগ বা সমস্যা ছাড়াই।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Limbo

Game Developer : PlayDead

Game Size : 143 MB

Required OS : 4.4+

Game Mode : Offline

Game Released Date : February 21, 2015

Game Link : Rexdl/Revdl ( Playstore এ Paid গেম এটি। আর Demo Version খেলে মজা পাবেন না কারন তাতে Full Game টি আপনি পাবেন না।)

এই গেমটি Android & IOS দুটি Platform এই প্রচুর জনপ্রিয় একটি গেম। আপনি প্লে-স্টোরে এর রেটিং দেখলেই বুঝতে পারবেন। প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে গেমটি মোট ১০ লক্ষাধিকবারেরও বেশি তবুও এর Paid Version টি যার মূল্য বর্তমান বাংলাদেশী টাকায় ৪২০ টাকা (যদিও ১ দিনের Sell দিয়েছে আর এই Sell এ ৮০ টাকা গেমটির Price দিচ্ছে)।

যাই হোক, গেমটির রিভিউ সংখ্যা ৬২ হাজার+ এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.9 ★! জি আপনি ঠিকই দেখেছেন। এই ৬২ হাজার+ মানুষের কাছে গেমটি এতটাই ভালো লেগেছে যে তাদের সকলের রেটিং মিলিয়ে রেটিং দাড়িয়েছে 4.9 ★।

রিভিউ এর কথা বাদই দিলাম। একটি Platformer Game হিসেবে এটি One of the best android game। কেননা এতে যে Unique আর অসম্ভব সুন্দর Storyline আছে তা সে ই বুঝতে পারে যে গেমটি খেলেছে।

গেমটি অনেকবারই খেলেছি আমি। আমার একটি অনেক প্রিয় গেম এটি। গেমটি সত্যিই খুব ভালো। আশা করছি আপনারাও খেলে দেখবেন।

গেমটি ১০০ টিরও বেশি Award জিতেছে এবং মানুষের কাছ থেকে Masterpiece এর খেতাবও পেয়েছে।

১০০ টির ভিতরে জনপ্রিয় যেসকল Award জিতেছে গেমটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

তো এই ছিল আমাদের ৫ টি Platformer গেমস যেগুলো আশা করছি কেউ কেউ খেললেও সবাই খেলেননি। যারা খেলেছেন তাদেরকে Congratulations বলে বাকীদের সুযোগ করে দিতে চাচ্ছি।

ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী পোস্টের জন্যে কোনো সাজেশন দিতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…..