Site icon Trickbd.com

Puzzle Type এর 10 টি অসাধারন Android Games (Part-2)

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

welcome to part 2 | এই পোস্টে আমরা এমন কিছু Android Games নিয়ে কথা বলবো যেগুলো Puzzle Type এর হলেও আমি আপনাকে আশ্বাস দিতে পারি এগুলো খেলে আপনি ভিষণ মজা পাবেন।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

1) Game Name : Oceanhorn

Game Developer : FDG entertainment GmbH & Co.KG
Game Size : 273 MB
Game Type : Offline
Required OS : 4.1+
Game Released Date : December 15, 2016
Game Link : Playstore

এটি একটি Action – Adventure Type Open World Game যেখানে আপনি একটি ছেলের Character Play করবেন।

গেমটির শুরু হয় এভাবেঃ আপনি ঘুম থেকে উঠেন। উঠে দেখেন আপনার বাবা একটি চিঠি রেখে গিয়েছে এবং সে চলে গিয়েছে কোথাও।

তাকে খুজে পাওয়ার রাস্তা হচ্ছে তার দেওয়া নোটবুক এবং একটি রহস্যময় নেকলেস। এই জিনিসগুলোর মাধ্যমেই আপনাকে তাকে খুজে পেতে হবে।

রোমাঞ্চকর এই Open World গেমটিতে আছে প্রচুর Puzzle, Dangers & Secrets। আপনাকে বিভিন্ন ধরনের Monsters এর সাথে লড়াই করতে হবে এবং তার সাথে অনেক বড় একটি ম্যাপ পাবেন Explore করার জন্যে।

আপনি শিখতে পারবেন Magic এবং তা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি প্রচুর প্রাচীন গুপ্তধন খুজে পেতে পারবেন যেগুলো আপনার Journey তে আপনাকে অনেক সহায়তা করবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : Returner 77

Game Developer : Fantastic, Yes
Game Size : 871 MB
Required OS : 4.4+
Game Type : Offline
Game Released Date : April 11, 2018
Game Version : 1.0
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)
গেমটি প্লে-স্টোরে Paid। তাই Pdalife Website থেকে ফ্রি তে ডাউনলোড করতে হবে আপনাকে।

এই গেমটির মূল Concept Space, Galaxy, Alien এসবকে ঘিরে তৈরি করা হয়েছে। গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন।

এটি একটি Exploration type adventure game। এখানে আপনি Stoymode ও পাচ্ছেন। গেমটিতে আপনি Puzzle Solve করে করে এগিয়ে যাবেন। এখানে Explore করার মতো প্রচুর জায়গা আছে।

3D Realistic Graphics এর সাথে অনেক সুন্দর একটি Storyline আপনি পেয়ে যাচ্ছেন। গেমটির Overall Environment Highly Detailed ভাবে ডেভেলপ করা হয়েছে।

গেমটিতে আছে Beautiful Dynamic Sound। আপনি যদি Earphone ব্যবহার করে গেমটি খেলেন তাহলে গেমটির আসল মজা উপভোগ করতে পারবেন।

গেমটির প্লে-স্টোরে মূল্য দেওয়া আছে বাংলাদেশী টাকায় ৪৯০ টাকা। তবে আমি বলবো গেমটি এত টাকা দিয়ে কিনলেও Worth it হবে।

কেননা গেমটিতে এত সুন্দর গ্রাফিক্স + প্রত্যেকটি Object এর Details এত সুন্দর করে দেওয়া আছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না।

গেমটিতে Live Action Video Clips এর সাথে Story Mode পাচ্ছেন। One of the best first person games মনে হয়েছে আমার কাছে।
অবশ্যই খেলে দেখবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Sarju : First Person Puzzle Game

Game Developer : Reactor Heart
Game Size : 174 MB
Required OS : 4.4+
Game Type : Offline
Game Released Date : September 11, 2020
Game Version : 0.43
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এই গেমটি Masterpiece এর সত্যিকার উদাহারন। এই গেমটিতে আমার দেখা Android Games এর সবচেয়ে ভালো ও Accurate Graphics মনে হয়েছে।

এখানে Shadow Area থেকে শুরু করে গেমের Ingame Gameplay তে কোনো ত্রুটিরই দেখা আমি পাইনি। Accurate Graphics + Detail এর কথা আর কি বলবো।

গেমটির Detail এর প্রেমে পড়ে গিয়েছি আমি। পানির যে Waterdrop + Sunny Shadow Effects গুলো আছে তা এত সুন্দর ডিটেইল এর মাধ্যমে গেমটিতে Portray করা হয়েছে যে মনে হবে আপনি বাস্তবিক কিছু দেখছেন।

অনেকটাই বাস্তবের মতোই Feel দেয়। আর এর সাউন্ডট্র‍্যাক এর তো কোনো জবাবই নেই। পুরাই মাস্টারপিস একটা গেম।

গেমটির কিছু স্ক্রিনশটস :

4) GAME NAME : Words Of Wonders – Crossword

GAME DEVELOPER : Fugo Games
GAME LINK : Playstore
Game Version : 4.1.0
Game Released Date : April 10, 2018

 

যারা ইংরেজীতে দূর্বল তারা এই গেমটি খেলে নিজেদের Vocabulary Strong করতে পারবেন। গেমটি খেলে খুবই মজা পেয়েছি আমি। ছোট থেকে বড় যে কেউ এই গেমটি খেলতে পারবেন।

এখানে Background বিভিন্ন Scenery থেকে শুরু করে English Dictionary এর প্রচুর Words পেয়ে যাবেন আপনি। এই গেমটি খেলার মাধ্যমে শুধুই যে আপনার ইংরেজী Vocabulary এর দক্ষতা বৃদ্ধি পাবে এমনটা কিন্তু না।

এখানে আপনাকে বিভিন্ন Words নিয়ে ভাবতে হবে। নিজের ব্রেইনকে খাটাতে হবে। ফলে আপনার Memory Power অনেকটাই Strong হবে বলে আমি মনে করি।

গেমটি এতটাই ভালো যে গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ২ মিলিয়ন+ বার বা ২০ লক্ষাধিকবারেরও বেশিবার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.6 ★।

সাধারণত আমরা বেশি রিভিউ দেওয়া গেমগুলোর রেটিং খারাপই দেখতে পাই। কিন্তু Simple এর ভেতরে এই গেমটি সারা পৃথিবীতেই প্রচুর মানুষের মন জয় করে নিয়েছে।

আপনি একজন স্টুডেন্ট হোন কিংবা অন্য কোনো পেশায় যুক্ত থাকেন, বর্তমানে ইংরেজী শেখাটা বাধ্যমূলক পর্যায়ে চলে গিয়েছে। যদি সেই ইংরেজী শেখাটা মজার ও খেলার ছলে হয় তবে শেখাটাও আরো অনেক সহজ হয়ে যায়।

আমি মনে করি বিশেষ করে students দের এই গেমটি খেলা উচিত। তাদের পড়াশোনায় অনেক সাহায্য করবে।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

5) GAME NAME : TWO DOTS

GAME DEVELOPER : PlayDots
GAME LINK : Playstore
GAME SIZE : 149 MB
Game Version : 7.42.2
Game Released Date : November 12, 2014

এই গেম সম্পর্কে অনেকেই জানেন হয়তোবা। Simple design & concept এর ভেতরে গেমটি আমার পছন্দের একটি গেমগুলোর মধ্যে একটি। খুবই Addictive একটি গেম।

গেমটিতে আপনি পেয়ে যাবেন ৪১৭৫ টি লেভেল। যা শেষ করতে করতে করতে আপনার অনেক সময় লাগবে বলে আমি মনে করি।

গেমটি কমসেপ্ট খুবই সহজ আপনাকে একটি ডটার সাথে আরেকটি ডট মিলাতে হবে এবং এভাবেই আপনাকে গেমটিকে সলভ করতে হবে।

গেমটিতে রয়েছে beautiful minimalistic flat design। সাথে আছে relaxing game music and fun sound FX। গেমটি ছোট বড় যে কেউই খেলে মজা পাবে।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

6) GAME NAME : BRAIN OUT – Can You Pass It ?

GAME DEVELOPER : Focus Apps
GAME LINK : Playstore
GAME SIZE : 94 MB
Game Version : 2.1.23
Game Released Date : September 17, 2019
এটি আমার খেলা one of the most amazing game ever. এখানে প্রতিটি পাজলের সাথে রয়েছে voice over। প্রতিটি পাজলী অনেক সুন্দর ভাবে এনিমেটেড করে তৈরি করা হয়েছে এবং এর ডিজাইন খুবই অসাধারণ।

গেমটিকে প্লে স্টোরে ১০ কোটি বার এরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং গেমটি রিভিউ সংখ্যা রয়েছে পঞ্চাশ লক্ষাধিক বারেরও বেশি এবং সেইসাথে গেমটির রিভিউ রেটিং 4.3 স্টার।

এখানে যে riddles গুলো রয়েছে সেগুলো সবগুলোই কঠিন। যতই আপনি লেভেল পাস করতে থাকবেন ততই আপনার ডিফিকাল্টি আরো বেশি বাড়তে থাকবে গেমটিতে।

funny sound effects, expected game play, unexpected game answers, critical trivia দিয়ে গেমটি ভর্তি। আপনাকে এই গেমটি যথেষ্ট মজা ও আনন্দ দিবে বলে আমি মনে করি।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

7) GAME NAME : infinite energy – anti stress loops

GAME DEVELOPER : Infinity games, Lda
GAME LINK : Playstore
GAME SIZE : 53 MB
Game Version : 7.2.0
Game Released Date : November 14, 2017

এই গেমটির Puzzle + Music + Gameplay সবকিছুই অসাধারন। এই গেমটির Music + Sound আপনাকে Relaxing Feel দিবে।

গেমটির Basic Concept হচ্ছে আপনাকে বিভিন্ন Wire কে একসাথে Connect করে একটা গঠন তৈরি করতে হবে এবং Puzzle গুলো Solve করতে হবে।

এখানে রয়েছে Simple Gameplay, Relaxing Gameplay, Smart Brain Teasers, Classic game, battery recharge (gameplay) ইত্যাদি।

যাদের ocd বা obsessive compulsive disorder রয়েছে তাদের ভেতর অনেকেই mention করেছে যে গেমটি তাদেরকে relax feel দিতে সাহায্য করেছে।

বিষয়টা এমন যে Yoga Practice করছেন আপনি আপনার Smartphone দিয়েই। গেমটির ডিজাইনও খুবই Minimalistic, তাই আপনাকে বুঝতে অসুবিধা হবে না।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৭ লক্ষ ৩৯ হাজার+ বার আর সেই সাথে গেমটির রেটিং রয়েছে 4.7 ★।

যা গেমটিকে একটি ভালো পর্যায়ে নিয়ে গিয়েছে। গেমটি একটি Logic, Puzzle, Abstract, Play Pass Type Game হওয়ায় অনেকের কাছেই গেমটি ভালো লাগবে বলে আশা করছি।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

       

 

8) GAME NAME : NEURONATION – BRAIN TRAINING

GAME DEVELOPER : NeuroNation
GAME LINK : Playstore
GAME SIZE : 59 MB
Game Version : 3.6.83
Game Released Date : August 7, 2014

এই গেমে আছে মোট ৩৪ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে।

এছাড়াও এই গেমে আপনারা টেস্ট রেজাল্ট তো পাবেনই তার সাথে আপনারা শরীরচর্চা করার জন্যেও কিছি ব্যায়াম পাবেন। আপনারা আপনাদের চোখ,শরীর উপরের ও নিচের বিভিন্ন অংশ, শ্বাস-প্রশ্বাসজনিত ব্যায়ামগুলো সহ নানান রকমের exercise পাবেন।

এছাড়াও মস্তিস্ককে কিভাবে শান্ত রাখা যায়, কি করলে ভালো ঘুম আসতে পারে, অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয়, আচার-আচরন, দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা, Relaxation ইত্যাদি বিভিন্ন ধরনের পদ্ধতি যা আপনার characteristics কে আরো better করে তুলতে সাহায্য করবে সব এই একটি এপ্লিকেশনে পেয়ে যাবেন।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৩ লক্ষ ৭৬ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.6 ★।

 

9) GAME NAME : LUMOSITY – BRAIN TRAINING

GAME DEVELOPER : Lumos Labs, Inc.
GAME LINK : Playstore
GAME SIZE : 54 MB
Game Version : 2021.08.27.2110334
Game Released Date : June 08, 2014

দ্বিতীয় গেমটির মতো এখানেও আপনারা ৪৪ টি লেভেলের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির গেমস/টেস্ট পাবেন যা আপনাকে নিজের দক্ষতার মাধ্যমে Complete করতে হবে। এই গেমটি অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। তাই এটাও অবশ্যই একবার Try করতে বলবো।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ২ লক্ষ ৭০ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

10) GAME NAME : Elevate – Brain Training

GAME DEVELOPER : Elevate Labs
GAME LINK : Playstore
GAME SIZE : 39 MB
Game Version : 5.64.0
Game Released Date : June 04, 2014

 

এই গেমে আছে মোট ৪৪ টি লেভেল এর ভিন্ন ভিন্ন টেস্ট। প্রত্যেকটি লেভেলে টেস্টের ধরন ভিন্ন রকমের। সব আলাদা করে Categorize করে দেওয়া আছে। সব একসাথে আনলক করা পাবেন না। আপনাকে খেলে খেলে নিজের দক্ষতার পরিচয় দিয়ে জিতে তারপর এক এক করে সব লেভেল আনলক করতে হবে।

এখানে আপনার প্রতিদিনের মস্তিস্কের Training এর বিভিন্ন Routine ও পেয়ে যাবেন। যাতে করে আপনাকে প্রতিদিন ভিন্ন ভিন্ন রকমের টেস্ট দেওয়া হবে। যা আপনারা Complete করে Score বাড়াতে পারবেন। তার সাথে নিজের দক্ষতাও। এখানে Games এর সাথে Study materials ও আছে। তাই আমি সাজেস্ট করবো এই গেমটিকে একবার হলেও ইন্সটল করে খেলে দেখতে।

এখানে আপনার Progress কতটুকু হয়েছে সেটিও দেখতে পারবেন।

যেসব গেমস/টেস্টগুলো এখানে পাবেন তার লিস্ট নিচে দিয়ে দিচ্ছি। চেক করে নিবেন।গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং সেই সাথে গেমটিকে রিভিউ করা হয়েছে ৪ লক্ষ ১১ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5★।

গেমটির প্রতিটি লেভেলই এক কথায় অসাধারন। গেমটি যতটা Hard ততটাই Enjoyable। গেমটিতে 40+ Brain Training Games, Performance Tracking, Personalized Workouts, Adaptive Progression, Workout Achievements রয়েছে।

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ

আশা করছি এই গেমগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে বিদায় ট্রিকবিডির সাথেই থাকুন।

ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
THIS IS 4HS4N
LOGGING OUT….

Exit mobile version