আসসালামু আলাইকুম! আজকে নতুন একটি বাংলাদেশি গেম রিলিজ করা হইছে। যেটি একটা ছোট অপেন ওয়ার্ল্ড গেম এবং লাইফ সিমুলেশন গেম। আপনি একটি দোকান খুলে বিভিন্ন প্রডাক্ট বেচাকেনা করতে পারবেন। এর সাথে আপনাকে বেঁচে থাকার জন্য খাবার খেতে হবে এবং সময় মতো ঘুমাতে হবে।
গেমে অল্প কয়েকটি Quest আছে যেগুলো শেষ করার পরই আপনি স্বাধীন ভাবে খেলতে পারবেন। এটির গ্রাফিক্স নিয়ে বলতে গেলে অনেক সুন্দর এবং কন্ট্রোলিং ও মোটামুটি ভালোমানের। এই গেমটি প্লেয়ারদের Feedback অনুয়ায়ী আপডেট করা হবে। তো সবাই গেমটি খেলে অবশ্যই Feedback জানাবেন।
এবার কিছু Screenshot দেখা যাক:
Game trailer & download link: Click
Play store